Amplification Writing (ভাব-সম্প্রসারণ) Part- 2

Mofizur Rahman
0

Most Important Amplification Writing Part 2 - গুরুত্বপূর্ণ সব ভাব-সম্প্রসারণ

Amplification (Amplify) Writing For Honours, Degree, JSC, SSC & HSC
Most Important Amplification Writing For Students
গুরুত্বপূর্ণ সব ভাব সম্প্রসারণ

Amplification Writing (ভাব-সম্প্রসারণ) Part- 2 Amplification (Amplify) Writing For Honours, Degree, JSC, SSC & HSC Most Important Amplification Writing For Students গুরুত্বপূর্ণ সব ভাব সম্প্রসারণ
(toc)

Most Important Amplification Writing For Students
গুরুত্বপূর্ণ সব ভাব সম্প্রসারণ

Time and tide wait for none

Ans: Tine is always passing away. It is invaluable. It flows ceaselessly on without any consideration for the convenience. Time once gone is gone forever. Lost wealth may be regained by industry, lost knowledge by industry, lost health by temperance and medicine but lost time cannot be recovered by any means. Many of us do not realize this. Life is full of duties and responsibilities. Completion of works in time speeds our attempts to get success in life. Every moment of our time has its particular duty. Putting off our works, therefore means over burdening us, that is making our take heavier and more difficult in future. For this, students who neglect their studies from day to day often fail in spite of very hard labour before the examination. They can neither acquire knowledge nor build up character and suffer all their life in consequence. Moreover if we begin to put off things, we shall soon get into the habit of indolence and thus slowly bring about our own ruin. Want of punctuality is another way of wasting time. An unpunctual man cannot finish his own duties and incurs the displeasure of others by wasting his time too. For instance, in the military field delay by a few minutes may change the destiny of nation. If we look around, we see that the successfulness recovery where are those who made popper use of every moment of their time. The most prosperous nations are those that don't waste any time. This is why, we should take lessons from them for our betterment.

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না

সময় অনবরত বয়ে চলেছে। এটি হলো অমূল্য। এটি কোনো কিছুর মূল্যবিচার না করে বিরামহীনভাবে প্রবাহিত হয়। সময় একবার চলে গেলে তা চিরতরে চলে যায়। হারানো সম্পদ পাওয়া যায় কঠিন পরিশ্রম করে, হারানো জ্ঞান কঠিন পরিশ্রম করে, ভগ্নস্বাস্থ্য মিতাচার ও ঔষধ সেবন করে কিন্তু হারানো সময় কোনো কিছুর বিনিময়ে ফেরৎ পাওয়া যায় না। আমাদের অনেকে এটা অনুধাবন করতে পারে না। জীবনটা কর্মে ও দায়িত্বপূর্ণ। সঠিক সময়ে কাজ সম্পাদন করা আমাদের সাফল্যকে ত্বরান্বিত করে। আমাদের প্রতিটি সময়ে নির্দিষ্ট কর্তব্য পালন করতে হয়। আমাদের কাজ ফেলে রাখার অর্থ হলো আমাদের উপর অতিরিক্ত বোঝা চাপানো। যা ভবিষ্যতে আমাদের কাজকে ভারী বোঝাও অধিকতর কঠিন করবে। এভাবে সে সকল ছাত্রছাত্রী দিনের পর দিন তাদের পাঠ অবহেলা করে, তারা পরীক্ষার পূর্বে অধিক পরিশ্রম করেও ব্যর্থ হয়। তারা না পারে জ্ঞান অর্জন করতে, না পারে চরিত্র গঠন করতে এবং পরিণামে তারা সারা জীবন কষ্ট ভোগ করে। অধিকন্ত, আমরা কাজ রেখে দিলে আমরা আলস্যে পরিণত হয়ে যাবো এবং যা আমাদের ধ্বংস ডেকে আনবে। সময়নিষ্ঠার অভাব হলো সময় ক্ষেপণের অন্য একটি উপায়। একজন সময়নিষ্ঠাহীন লোক তার নিজের কাজ সম্পূর্ণ করতে পারে না এবং সময় নষ্ট করে নিজের মধ্যে অন্যান্য অশান্তি ডেকে আনে। উদাহরণস্বরূপ, আর্মি বিভাগের কয়েক মিনিটের দেরির কারণে পুরা জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে। আমরা যদি চতুর্দিকে তাকাই, আমরা দেখতে পারি যে সফল মানুষেরা তাদের প্রতিটি ক্ষেত্রে সময়ের প্রতিটি মুহূর্তকে যথাযথ মূল্য দিতেন। তারাই হলেন সর্বাধিক উন্নত জাতি যারা কোনো। সময় অপচয় করেন না। এ কারণে আমাদেরও উচিত আমাদের মঙ্গলের জন্য তাদের থেকে শিক্ষা গ্রহণ করা।

Unity is Strength Or, United we stand, divided we fall

Ans: Where there is unity there is strength. It has a great virtue in human being. It makes us strong and
strength. A single person cannot do a gigantic work what can be done easily by persons united. If all the members of a family are united and work together, it do sure to prosper the family as well as the individual in the family, In the same case, if all the members of a society are united and work together, it is sure to prosper the society as well as the members in it. For instance, the heroic sons of Bangalees got united. and fought against the Pakistani Occupation Force and snatched away the much coveted independence of Bangladesh after nine months of bloody War of Liberation. On the other hand, if they are not united and do not work together they cannot achieve strength and prosperity. Rather, they will weak and cannot come out from a chaotic situation. If we live unite and attach to one another none can harm us. If we live assort and go. divided people can easily injure us.

We know the history of our War of Independence which was achieved by the strength of our unity. Otherwise, it could not be possible. It is an important example for us in this regard. So, united we strength divided we fall is an well known word. This is why, unity is strength.

একতাই শক্তি বা একতাই বল, বিচ্ছিন্নতায় দুর্বল

যেখানে ঐক্য আছে সেখানে শক্তি আছে। এটা মানব জীবনের একটি বড় গুণ। এটা আমাদেরকে শক্তিশালী ও শক্তিমত্তা করে। একাকী একজন মানুষ একটি বড় কাজ করতে পারে না যা কিছু সংখ্যক মানুষ একত্রে সহজেই করতে পারে। যদি একটি পরিবারের সকল সদস্য একতাবদ্ধ হয় ও একত্রে কাজ করে তাহলে নিশ্চয়ই পরিবারটি উন্নতি করার জন্য তার সদস্যগণ লাভবান হবে। একইভাবে যদি একটি সমাজের সকল সদস্য মিলে একত্রে কাজ করে তাহলে সমাজটি নিশ্চিত লাভবান হওয়ার পাশাপাশি তার সদস্যগণও লাভবান হবে। উদাহরণস্বরূপ, বাংলার বীর সন্তানেরা এক হয়ে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ মাস রক্তক্ষরসা করে বাংলাদেশের স্বপ্নের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। বিপরীত দিকে, তারা যদি একতাবদ্ধ না হয় তাহলে তারা শক্তি, উন্নতি লাভ করতে পারে না। বরং, তারা দুর্বল হবে ও বিশৃঙ্খল অবস্থা থেকে বের হয়ে আসতে পারবে না। আমরা এক সঙ্গে বসবাস করলেও একত্রে থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারে না। আমরা যদি আলাদা বাস করি ও আলাদাভাবে চলি। তাহলে অন্যরা সহজেই আমাদের ক্ষতি করতে পারে। আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জানি যা আমাদের ঐক্যের শক্তিতে অর্জিত হয়েছিল। তা না হলে এটি কখনোই সম্ভব হতো না। এক্ষেত্রে আমাদের নিকট এটি একটি জ্বলন্ত দৃষ্টান্ত। সুতরাং একতাই শক্তি, বিচ্ছিন্নতায় দুর্বল। তাই “ঐকাই শক্তি"

The Pen is Mightier than the Sword.

Ans: All through our life we create and use many types of power such as body strength, political power, official authority, mind power, intelligence and so on. We can classify these in two main classes as brain power and muscle power. We need certain types of power to win in certain stages of life. It must be mentioned in this regard that these two types of power, brain power and muscle power was part and parcel of each other in the primitive ages. In those time brain power could not be exerted without the help of muscle power and muscle power had little value without brain power. Yet muscle power have proved to be of very temporary importance over ages. As we look through the history, we can see the rise and fall of civilization, the emergence of invention and discoveries, the progress of science. economy and philosophy and other types of development which all have been possible owing mainly to brain power. The whole infrastructure of man's civilization stands on the huge basement of knowledge. philosophy and experience. Now anything whether good or bad should be done by the power of knowledge. A sword is a symbol of power but not of love. On the other hand, the writing of the great writer leave an enduring impression in the heart of the people which can not effaced out. They are treasured up in human heart. The conquest of a military man is confined to certain parts of the world but the writing of the great writer exercise influence on the people of the entire world. In fact, pen or a great writer is more powerful than a sword or a great solider.

 অসির চেয়ে মসি বড়

আমাদের জীবনব্যাপী আমরা অনেক রকম শক্তি তৈরি ও ব্যবহার করি যেমন— শারীরিক শক্তি, রাজনৈতিক শক্তি, দাপ্তরিক কর্তৃত্ব, মনের শক্তি, বুদ্ধিশক্তি ও আরো অনেক। আমরা এসব শক্তিকে দুটি ভাগে ভাগ করতে পারি, মস্তিষ্কের শক্তি ও পেশি শক্তি। জীবনের নির্দিষ্ট কিছু স্তর জয় করতে আমাদের নির্দিষ্ট রকমের শক্তির প্রয়োজন হয়। এক্ষেত্রে এটা অবশ্যই উল্লিখিত যে দুই রকমের শক্তি-মস্তিষ্ক শক্তি ও পেশি শক্তি অতীত কাল থেকে একটি অন্যটির অবিচ্ছেদ্য অংশ। ঐ সময়ে পেশি শক্তির সাহায্য ছাড়া মস্তিষ্ক শক্তি প্রদর্শন করা যেত না এবং মস্তিষ্কশক্তি ছাড়া পেশিশক্তির মূল্য ছিল কম। যদিও জীবন সায়াহ্নে পেশিশক্তি ক্ষীণ বলে প্রমাণিত হয়। যদি আমরা ইতিাহসের দিকে তাকাই তাহলে আমরা সভ্যতার উত্থান ও পতন, আবিষ্কার ও উদ্ভাবনের উত্থান, বিজ্ঞান, অর্থনীতি ও দর্শনের উন্নতি ও অন্যান্য উন্নতি যার সবগুলো সম্ভবপর হয়েছে মস্তিষ্ক শক্তির জন্য। একটি তরকারি শক্তির প্রতীক কিন্তু ভালোবাসার নয়। অন্যদিকে, একজন মহান লেখকের রচনা মানব হৃদয়ে এমন স্থায়ী রেখাপাত টানে যা কোনোদিন মুছে না। সেগুলো মানব হৃদয়ে মূল্যবান রত্নে পরিণত হয়। একজন সৈন্যের বিজয় বিশ্বের একটি নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে কিন্তু মহান লেখকের লেখনী সমগ্র বিশ্বের মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে। তাই একটি কলম বা একজন মহান লেখক একটি তরবারি কিংবা একজন মহান সৈন্যের চেয়ে অধিক শক্তিশালী।

Morning Shows the Day

Ans: There is an well-known proverb that well begin is half done. We have to pass many days in our life. But the days are not the same look like. We can look at every moring of the day. We can understand the day how it will be by showing the moring of the day. It may be sun or light. Again, it may be dark or rain too. There are the same case in our human being. All men are not alike in their life. Some are active and some are inactive. Some are honest and some are dishonest. Some are social and some are unsocial in their life. All these qualities of a man show in his/her early life exactly morning shows the day. The activities of a student refer his/her future life. A teacher can predict about the result of a student by showing his/her study quality before an exam. Similarly, the parents can predict about their children's future life who will be shine or who will not be shine. Because they are fully aware of their children. This is why, we can say that morning shows the day.

 প্রভাতই দিনের সূচনা করে

একটি অতি পরিচিত প্রবাদ রয়েছে যে, ভালোভাবে শুরু করার অর্থ হলো কোনো কাজের অর্ধেক শেষ হয়ে যাওয়া। আমরা আমাদের জীবনে অনেক দিন পার করি কিন্তু দিনগুলো দেখতে একই রকম হয় না। আমরা প্রতিটি সকাল লক্ষ করতে পারি, দিনটি কেমন যাবে সকালটা দেখেই আমরা তা বুঝতে পারি। এটি রৌদ্রোজ্জ্বল বা আলোকিত হতে পারে। আবার এটা মেঘলা বা বৃষ্টির দিনও হতে পারে।

একইভাবে আমাদের জীবনে এটি ঘটতে পারে। সব মানুষ জীবনে একই রকম হয় না। কেউ কর্মঠ আবার কেউ কর্মঠ হয় না। কেউ সৎ হয়, আবার কেউ অসৎ হয়। কেউ সামাজিক হয়, কেউ অসামাজিক হয় তাদের জীবনে। এসব গুণাগুণ একজন মানুষের প্রাথমিক জীবনে লক্ষ করা যায়, একটি দিনের সকালের ন্যায়। একজন ছাত্রছাত্রীর কর্মকাও তার ভবিষ্যৎ জীবন নির্দেশ করে। একজন শিক্ষক একজন ছাত্র/ছাত্রীর পড়াশোনার ধরন দেখে পরীক্ষার পূর্বেই তার ফলাফল কেমন হবে তা বলে দিতে পারেন। একইভাবে মা-বাবাগণ তাদের সন্তানদের উজ্জ্বল বা অনুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে আগাম মন্তব্য করতে পারেন। কারণ তাঁরা তাঁদের সন্তানদের সম্বন্ধে পরিপূর্ণভাবে অবগত থাকেন। একারণে, আমরা বলতে পারি যে, সকালটাই দিনের সূচনা করে

Necessity knows no law

Ans: It is a well known proverb that necessity knows no law. In our social or civic life we are controlled by the law enacted by our country. Otherwise, the law and order situation of the country would be break down. A chaotic situation would be prevail in the country. So, the necessity of law must be enacted in a country. The law and order situation of a country will run smoothly if the necessity of law must enacts. But this law does not enacted in everywhere always. In our fasting hour we have to free from our food and drink by Islamic law. But in our serious moment of health it is allowed to break our fasting with food or drink. Punishment cannot be enacted upon a thief if he/she bound for stealing for food. In this situation law cannot be enacted upon him or her because necessity in this field is very required. So, the prevailing law is not always enacted on the miscreants. This is why we can say necessity knows no law. 

প্রয়োজন আইন মানে না

এটা একটা সুপরিচিত প্রবাদ যে, প্রয়োজন আইন মানে না। আমাদের সামাজিক বা নাগরিক জীবনে আমরা রাষ্ট্রীয় আইন দ্বারা পরিচালিক হই। নতুবা একটি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ত। একটি বিশৃঙ্খল অবস্থা বিরাজ করত দেশে— তাই একটি দেশে অবশ্যই আইন প্রয়োগ করতে হয়য়। সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুশৃঙ্খলভাবে চলবে যদি প্রয়োজনীয় আইন কার্যকর থাকে। কিন্তু এই আইন সর্বত্র সবসময় প্রয়োগ করা যায় না। আমাদের রোজাকালীন সময়ে ইসলামিক আইন দ্বারা আমরা খাদ্য-পানীয় থেকে বিরত থাকি। কিন্তু আমাদের শারীরিক অবস্থা নাজুক হলে বাদ্য-পানীয় গ্রহণ করা আমাদের জন্য বৈধ। চোরের উপর শান্তি কার্যকর করা যায় না যদি সে খাদ্যের জন্য চুরি করতে বাধা হয়। এমতাবস্থায় তার উপর আইন প্রয়োগ হবে না। কারণ এ ক্ষেত্রে প্রয়োজনীয়তা মুখ্য। তাই অপরাধীদের উপর সবসময় প্রচলিত আইন প্রয়োগ করা যায় না। তাই, আমরা বলতে পারি, প্রয়োজন কখনো আইন মানে না ।

Where there is a will, there is a way Or Will-power is the force of life Or Determination is an essence of success

Ans: If one develops a will-power to do something, one will be able to do it some day or other. May be at present a man does not know how to do something, but eventually he will come up with a way to do it. In fact, intention to do something is the birth place of an action. Nobody knows anything by magic. They must undergo a trial and error process to find out an effective way to do something. Preference is always rewarded Action never fail; what fails is only inactive do can. Robert Bruce, for example, having fail six times to defeat his enemies, was at seventh times able to win over them by tough preference. Sir Issak Newton recovered by hard tabour the data he lost when his pet dog Tom set the records on fire. History abounds in examples showing great men's success after repeated trial, In our daily life too we see that, however hard a thing is, we can do if we just keep on trying. Indeed, where there is a will there is a way.

ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা শক্তি জীবনের বল বা শক্তি বা সংকল্পই সাফল্যের সোপান

কেউ যদি কোনোকিছু করতে ইচ্ছাশক্তি উন্নত করে, তাহলে সে কিছু দিনের মধ্যে যা পরে তা করতে সামর্থ হবে। হতে পারে কেউ কোনোকিছু বর্তমানে করতে অজানা থাকতে পারে, কিন্তু অবশেষে সে একটি উপায় করতে পারে। বস্তুত, কোনোকিছু করার সংকল্প হলো একটি কর্মের সুতিকাগার। যাদুর দ্বারা কেউ কোনোকিছু জানতে পারে না। তাদেরকে অবশ্যই কোনোকিছু করতে একটি পরীক্ষা-নিরীক্ষায় ভুল প্রক্রিয়ার সাহায্যে একটি সঠিক পথের সন্ধান খুঁজে পেতে হয়। অনুরাগ স পুরষ্কৃত হয়। কর্ম বিফলে যায় না, অমনোযোগী, প্রচেষ্টাহীন কর্ম ব্যর্থ হয়। রবার্ট ক্রসের উদাহরণ রয়েছে, সে যতবার ব্যর্থ হওয়ার পরা সপ্তমবার তার শত্রুকে পরাজিত করেছিলেন একমাত্র দৃঢ় ইচ্ছাশক্তির অনুরাগের জন্য। স্যার আইজ্যাক নিউটন কঠিন পরিশ্রম। করে তার হারানো তথ্য যা তার পোষা কুকুর কর্তৃক আগুনে পড়ে গিয়েছিল, তা সে ইচ্ছাশক্তির দ্বারা পুনরুদ্ধার করেছিলেন। বার বার পরীক্ষা-নিরীক্ষার পর বিখ্যাত ব্যক্তিদের সফলতা পাওয়ার অনেক ইতিহাস রয়েছে। আমাদের প্রতিদিনের জীবনেও আমরা দেখতে পাই যে একটি কঠিন জিনিস আমরা করতে সামর্থ্য লাভ করি যদি আমরা প্রচেষ্টা করি। অতএব, যেখানে ইচ্ছা সেখানে উপায় হয়।

A friend in need is a friend indeed.

Ans: As a social being we keep company with many men, friends and relatives. Friends are our personal company where we exchange our views, ideas and personal information. It is very difficult to find a true friend. There are many men who pretend themselves to be our real friends when we live in prosperity. But when we are in danger, when misfortune befalls us those so called real friends take to their heels Real friends are those who help us, console us, share our weal and woe stand by us in times of need and danger The test of real friend comes only in misfortune. True friend is not the cuckoo of the spring which does not come out in winter. Real friends never desert us when we are in dangers. They try to correct us when we go astray. To have a real friend is a blessing of god indeed.

অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু

সামাজিক জীব হিসেবে আমরা অনেক লোক, বন্ধু এবং আত্মীয়দের সাথে মিশে থাকি। বন্ধু হলো আমানের ব্যক্তিগত সঙ্গী যাদের সাথে আমরা মতামত, ধারণা এবং ব্যক্তিগত তথ্যাদি বিনিময় করি। একজন সত্যিকার বন্ধু পাওয়া খুব কঠিন। অনেক লোক আছে যারা আমাদের সুখের সময় আমাদের বন্ধু হিসেবে ছলনা করে। কিন্তু যখন আমরা বিপদে পড়ি, দুঃসময় নেমে আসে তখন ঐসব তথাকথিত প্রকৃত বছগুলো নিজেদের গুটিয়ে নেয়। প্রকৃত বন্ধু তারাই যারা বিপদের সময় আমাদের সাহায্য করে, সান্ত্বনা দেয়, দুঃখ ভাগাভাগি করে আমাদের পাশে দাঁড়ায়। প্রকৃত বছর পরিচয় দুঃসময়ে পাওয়া যায়। সত্যিকার বন্ধু বসন্তের কোকিল না যে কিনা শীতে বের হয় না। বিপদের সময় প্রকৃত বন্ধু আমাদের ফেলে চলে যায় না। আমরা বিপদগামী হলে তারা আমাদের সঠিক নির্দেশনা দেয়। একজন সত্যিকার বন্ধু যেন শ্রষ্টার আশীর্বাদ।

Man is the Architect of His Own Fate Or Man is the Maker of His Own Fortune

Ans: Allah help him who helps himself, said the Holy Prophet Hazrat Mohammad (Sm). So, life on earth is decided by fate is a wrong idea. Man is the best creation of Allah. The Almighty Allah gave him strength and ability to fight against the misfortunes of life. A man's future depends on his own. If he wastes his time in idleness, or depends too much on others or loses heart in the face of difficulties, he will fail in life. On the other hand, those who make proper use of their time and opportunities and follows their aim in life with patience and perseverance, success knocks their doors. Even the poor and handicapped people can bring success in life if they work with dogged effort tenacity of will. The successful persons made their time properly and worked hard. In fact, it is our energy and potentiality that encourages us to shine in life. Thus man himself is the maker of his fortune. Fortune cannot make a man but man makes his fortune.

মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা বা মানুষ নিজেই অদৃষ্টের কারিগর

"আল্লাহ তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে" কথাটি বলেছেন আমাদের মহানবি হযরত মুহাম্মদ (সা.)। তাই, ভাগ্যই ইহকালীন জীবনের দ্রষ্টা কথাটি একটি ভুল ধারণা। মানুষ আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি। সর্বশক্তিমান আল্লাহ তাকে জীবনের দুঃসময়গুলোর বিরুদ্ধে লড়াই করতে শক্তি ও সামর্থ দিয়েছেন। একটি মানুষের ভবিষ্যৎ তার নিজের উপরই নির্ভর করে। সে যদি অলসভাবে তার সময়ের অপচয় করে অথবা অন্যের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে বা দুঃসময়ে নিরাশ হয়ে পড়ে তাহলে সে জীবনযুদ্ধে পরাজিত হবে। অন্যদিকে, যারা সময় ও সুযোগের সদ্ব্যবহার করে এবং চরম ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে লক্ষ্যে এগিয়ে যায় সাফল্য তাদের দোড় গোড়ায় কড়াঘাত করে। এমনকি গরিব ও অসহায় লোকগুলো সাফল্য লাভ করতে পারবে যদি তারা উদ্দেশ্য পূরণে নাছোড়বান্দার মতো লেগে থাকে। সফল ব্যক্তিরা তাদের সময়ের সদ্ব্যবহার করেছেন এবং কঠিন পরিশ্রম করেছেন। মূলত আমাদের শক্তি ও স্বদিচ্ছাই আমাদেরকে জীবনে সফল হতে উৎসাহিত করে। এভাবেই মানুষ নিজেই তার অদৃষ্টের নির্মাতা হয়। অদৃষ্ট মানুষকে বানাতে পারে না বরং মানুষই অনুষ্ঠের কারিগর হয়।

Industry is the key to success Or Industry is the mother of good luck

Ans: Everybody wants to achieve success but few achieves it. There are many reasons behind this failure. But the most important reason is that most of the people lack in strength of will. A man who is weak minded gives up the hope of success being frightened by the initial difficulties. But those who do not lose heart and hope, success knocks their doors. They face their difficulties bravely. They do not mind hardships and do not like depend on others. They may fail once or twice or even repeatedly; still they do not lose heart and work on with patience and perseverance. Thus, success in the examination comes to a student who studies sincerely. Success in business also comes to those who are industrious. Germany and Japan were laid in ruins during the second World War, yet both the countries have again risen to great prosperity simply because their are very industrious. In short, industry overcomes all obstacles and brings in prosperity.

পরিশ্রম সাফল্যের চাবিকাঠি বা পরিশ্রম সৌভাগ্যের সূতিকাগার

প্রত্যেকেই সফলতা চায় কিন্তু গুটিকয়েক সফল হতে পারে। এই ব্যর্থতার পেছনে বহু কারণ নিহিত আছে। তন্মধ্যে সবচেয়ে কারণ হলো মানুষের স্বদিচ্ছা পূরণে শক্তির অভাব। দুর্বল মনের লোকগুলো সামানা বিপদেই ভয় পেয়ে আশা ছেড়ে দেয়। কিন্তু যারা নিরাশ হয় না সাফল্য তাদের দোড় গোড়ায় কড়াঘাত করে। তারা দুঃসময়গুলো সাহসের সাথে মোকাবেলা করে। কায়িক শ্রম দিতে তারা কখনও কুণ্ঠিত হয় না এবং অন্যের উপর নির্ভরশীল হতেও পছন্দ করে না। তারা একবার কিংবা দুইবার এমনকি ক্রমাগত ব্যর্থ হতে পারে, তবুও তারা আশা ছাড়ে না এবং চরম ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে কাজ করে যায়। এভাবেই যে শিক্ষার্থী আন্তরিকতার সাথে পড়াশোনা চালিয়ে যায় সেই সাফল্যের নাগাল পায়। সেই ব্যবসায়ে সফলতা আসে যারা কঠোর পরিশ্রমী। জার্মানি ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস প্রাপ্ত হয়েও আজ উভয় দেশই অভূতপূর্ব সাফল্যে মাথা উঁচু করে আছে, ...কারণ তাদের জনগণ খুবই পরিশ্রমী। এক কথায়, পরিশ্রম সকল বাধাবিপত্তিকে বশে আনে এবং উন্নয়ন ত্বরান্বিত করে।

All that Glitters in not Gold

Ans: Outward appearances are not the worth of anything. We should not deceived by the beautiful surface of anything. For example, there are many things on earth that glitter and dazzle like gold. But those are not as valuable as gold. There are many worthless people in the society who may outwardly look very beautiful and smart but in reality they may be criminal or wicked. A from/may be well dressed may look like a gentleman, but in reality he may be a cheat or a thief. Often we come across commodities in the market which look good but give little utility. Most eye catching, brightly colour furniture is made of unseasoned cheap wood. The artificial diamond dazzles the eye with its fake brightness. Similarly, a god looking food may cause stomach diseases. We can see some fruits in the forest which are glittering in colour, but they are not actually edible fruit to human being. Some fake friends may glitter their charm of fake behaviour. But its not actually their inner behavior. Everywhere we see things in pretentious disguise. This is why all that glitter is not good.

চক্‌ চক্‌ করলেই সোনা হয় না

বাহ্যিক চাকচিক্য কোন কিছুর মূলা হতে পারে না। কোনো কিছু উপরের সৌন্দর্য দেখেই আমাদের প্রতারিত হওয়া উচিত নয়। উদাহরণস্বরূপ পৃথিবীতে অনেক বস্তু আছে যেগুলো সোনার মতো চকচকে এবং উজ্জ্বল। কিন্তু সেগুলো সোনার মতো মূল্যবান নয়। সমাজে অনেক মূলাহীন লোক আছে যারা বাইরে দেখতে খুব সুন্দর এবং হ্যান্ডসাম, কিন্তু বাস্তবে তারা হতে পারে। অপরাধী এবং দুশ্চরিত্রো। ভালো পোশাক পরিহিত এবং লোককে দেখতে তন্ত্র মনে হলেও বাস্তবে সে হতে পারে একজন প্রতারক কিংবা চোর। আমরা প্রায়ই বাজারে পণ্যসমূহ দেখতে পাই সেগুলো ভালো দেখায় কিন্তু কম উপকারী। অধিকাংশ চোখ ধাঁধানো উজ্জ্বল রঙের আসবাবপত্র অখ্যাত কম দামি কাঠ দিয়ে তৈরি করা হয়। কৃত্রিম ডায়মন্ড এর নকল উচ্চতার চোখ ধাঁধিয়ে দেয়। একইভাবে দেখতে ভালো এমন খাদ্য পেটের অসুখের কারণ হতে পারে। আমরা জঙ্গলে কিছু ফল দেখি যৈগুলো উজ্জ্বল রঙের হয়, সেগুলো মানুষের খাওয়ার যোগ্য নয়। কিছু সংখ্যক নকল বন্ধুবান্ধব তাদের নকল আচরণের সৌরভ ছড়ায়। কিন্তু এটা তাদের প্রকৃত ব্যবহার নয় । এ কারণে বলা হয়, চক চক করলেই সোনা হয় না।

A stich in time saves nine

Ans: We are naturally easy going and indolent. We do not like to finish a thing at the right moment. We should remember that timely action brings for no great success and achievement and prevent great loss. By observing the proverb we can save ourselves from all those injuries which arise from our neglect. When a person feels ill he should take proper steps from the very beginning to control the illness. Otherwise, the illness may take an acute term. What could have been cured with a few doses of medicine taken in time may end in death in spite of the best but untimely medical help. We should take steps to check the teeth's decaky during its lower problem. Otherwise, larger problem will be arrived due to the lacking of taking proper step from the very beginning. The same in the case with the evil habit of a man. It can be easily checked at the early stage. It neglected at this stage, it takes deep root and cannot be shaken off. So promote steps should be taken whenever anything wrong is noticed. So, we should from from the habit of doing a thing at the proper time and this will save us from a lot of troubles. We should be well prepared for all things Thus the proverb is of good importance to us.

সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়

প্রাকৃতিকভাবে আমরা সরল ও অলস জীবনযাপনে অভ্যস্ত। সঠিক সময়ে কোন একটি বিষয় সম্পন্ন করা আমরা পছন্দ করি না। আমাদের মনে রাখা উচিত যে, সঠিক সময়ে নেয়া কর্মসূচি আমাদের জন্য বিরাট সাফল্য ও কৃতিত্ব বয়ে আনে এবং বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচায়। উক্ত প্রবাদটি পর্যবেক্ষণ করলে আমরা অবহেলাজনিত ক্ষয়ক্ষতির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হতে পারবো। কেউ কখনো অসুস্থ বোধ করলে তার উচিত হবে রোগের শুরু থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। তা না হলে অসুস্থতা গুরুতর হতে পারে। কয়েক ডোজ ঔষধ গ্রহণে সময়মতো যেখানে অসুস্থতা সেরে উঠতে পারত, সেখানে অবহেলায় পরে তা চিকিৎসা করে ও মৃত্যুর নিকট পৌঁছে যেতে পারে। দাঁতে সামান্য সমস্যা থাকতেই আমাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত। নতুবা শুরু থেকে ব্যবস্থা না নেওয়ার কারণে বড় সমস্যা দেখা দিতে পারে। কারো কুঅভ্যাসের একই ঘটনা ঘটে। প্রাথমিক সময়ে ব্যবস্থা নিলে এটা সহজেই রোধ করা সম্ভব হতো। এ সময়ে অবহেলা করলে এটা বড় খান হয় ও রোধ করা যায় না। সুতরাং কোনো। সমস্যা অবগত হওয়ার সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাই সঠিক সময়ে কোনকিছু করার অভ্যাসটি আমাদের গড়ে তোলা উচিত এবং তখনই আমরা দুঃখ-কষ্ট থেকে বাঁচতে পারবো। অবিলম্বে ব্যবস্থা নেয়ার মানসিকতা আমাদের গড়া উচিত। সবকিছুতে ভালোভাবে প্রস্তুতি নেয়া উচিত। উক্ত প্রবাদটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।


amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, amplification writing, 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close