Seize the Day By S.Bellow (Bangla and English Summary)

Mofizur Rahman
0

Seize the Day By S.Bellow (Bangla and English Summary)

Seize the Day By S.Bellow

American Literature: Fiction and Drama

Seize the Day
Bangla and English Summary

  • Character_List:- (Seize the Day By S.Bellow)

Tommy Wilhelm
Tommy Wilhelm, the protagonist of Seize the Day, is a character of different occupations. He is burdened by the loss of his job, financial instability, the separation of his wife, and his relationship with his father, among other things and also he is unsatisfied with his present moment.

Dr. Adler
Dr. Adler, Tommy's father and a self-dependent person. He is a man whose thoughts and actions are reduced to money and to "law and order," even to "hoarding." He refuses to help his son again and again and he seems cruel and unsympathetic to Wilhelm.

Dr. Tamkin
Dr. Tamkin is the most hypocritic person in the drama. He himself claims to be many things, but what is true is difficult to surmise. He claims that he is a psychiatrist, a healer, a poet, a stock market specialist, that he has tended to the Egyptian royal family and that he is, among other things, a master inventor. He is the man who pretentiously tries to support Wilhelm .

Maurice Venice -
Maurice Venice in the scout who took Wilhelm to Hollywood promising fame at a very young age. He convinced Wilhelm to start with a small role and later ditched him saying he was no good. Later Wilhelm found out that Maurice actually ran a company of call girls and was a fraud. Maurice Venice initiated the utter fall of Wilhelm’s life.

Margaret
She is Wilhelm’s wife who had separated from him but disagreed to get a divorce. She wants to teach Wilhelm a lesson for cheating on her and keeps asking for more and more money from him for the sake of their two kids’ bringing up.

Olive
The woman with whom Tommy Wilhelm is in love. She is a Christian but is willing to marry Tommy outside the church after he divorces his wife. Wilhelm had the dearest of memories with her and wanted to marry her. She is the symbol of ultimate happiness for Wilhelm that had been out of his reach thus far.

Catherine
Tommy's sister and Dr. Adler's daughter. Catherine, is a married woman with a degree, a Bachelors of Science, from Bryn Mawr.

Mr. Rappaport
The blind, old man at the stock exchange who cannot see so asked Tommy to help him. Mr. Rappaport appears in several chapters as a symbolic figure of "blindness."

Mr. Perls
A breakfast companion of Dr. Adler. Perls is a salesman and a man resented by Tommy for taking the role of what Tommy believes to be that of a "buffer."

  • বাংলা_সামারীঃ- (Seize the Day By S.Bellow)

উপন্যাসটির প্রধান চরিত্র টমি উইলহেম। তার জীবনে সাফল্য বলতে কিছুই নেই। সে যেখানেই যায় সেখানেই তাকে তাড়া করে বেড়ায় হতাশাব্যর্থতাএকাকিত্বনা পাওয়ার আকাঙ্ক্ষা। ড্রামাটিতে মূলত উইলহেমের জীবনের কোনো এক দিনের ঘটনা বর্ণনা করা হয়েছে। টমি যেন আধুনিক সভ্যতারই কেউ যে কিনা সবকিছুই হতে চায় কিন্তু প্রকৃতপক্ষে কিছুই হতে পারে না। এই আধুনিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিযোগিতামূলক প্রবণতাশঠতাবাহ্যিক ভণ্ডামি ও পারিবারিক জীবনের দূরত্ব।

গল্পটির সেটিং নিউইয়র্কের একটি হোটেল গ্লোরিয়ানাতে। টমি উইলহেম আর তার বাবা ডা.এ্যাডলার সেখানকারই অস্থায়ী বাসিন্দা। সাধারণত ওটাকে বৃদ্ধদের জন্য একটা আবাসিক হোটেলই বলা যেতে পারে। কিন্তু টমির বয়স অন্যদের তুলনায় কম হওয়াতে সে অন্যদের সাথে মানিয়ে নিতে পারছিল না। সে সবসময় অন্যদের থেকে দূরে থাকার চেষ্টা করতো।

এমনকি টমির বাবা ডা.এ্যাডলারের সাথেও তার(টমির) তেমন ভালো সম্পর্ক ছিল না। ডা.এ্যাডলারও টমিকে পছন্দ করত না কারণ টমি কাজের উপযুক্ত হওয়ার পরও প্রায়ই তার(ডা.এ্যাডলার) কাছে সাহায্য চাইত। টমির ধারনামতেতার বাবা অনেক বিত্তশালী কিন্তু টমির প্রতি তার কোনো খেয়ালই নেই। এরপর টমির জীবনে ঘটা পূর্বের ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

[
টমি তার অতীতজীবনে ভুল সিদ্ধান্ত নেওয়াতে এখন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে। অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাড়িয়ে আছে সে। সে চেয়েছিল একজন হলিউডের চিত্রনায়ক হতে কিন্তু সেটা তার কল্পনাই রয়ে গেছে শুধু। মরি ভেনিস নামের এক ভদ্রলোক টমিকে স্বপ্ন দেখিয়েছিল হলিউড সুপারস্টার বানাবে বলে কিন্তু পরে টমি জানতে পারে মরি ভেনিস আসলে একজন প্রতারকজোচ্চোর। কিছুদিন আগে ইচ্ছাকৃতভাবে একমাত্র চাকরিটাও হারিয়ে টমি এখন সম্পূর্ণ দেউলিয়া।

(Seize the Day By S.Bellow)

বেকারত্বের তাড়না তাকে তাড়িয়ে বেড়াচ্ছে দিনরাত। চাকরি হারিয়ে টমি কী করবে ভেবে না পেয়ে জুয়া খেলা শুরু করে। কিন্তু দূর্ভাগ্যবশত সে জুয়া খেলাতেও হেরে যায়। এইসব নিয়ে টমির ক্যারিয়ার সম্পূর্ণরূপে ধ্বংসের দ্বারপ্রান্তে। আর সেইসাথে দাম্পত্য জীবনও টমি অসুখী একজন মানুষ। টমির স্ত্রীমার্গারেট এবং তাদের দুই ছেলেমেয়ে। টমি আর মার্গারেট আলাদা থাকে কিন্তু দু'জনের মধ্যে লিখিতভাবে কোনো ডিভোর্স হয়নি সুতরাং আলাদা থাকা সত্ত্বেও টমিকে তাদের ভরণপোষণের ব্যয়ও বহন করতে হচ্ছিল।

টমি বারবার মার্গারেটের থেকে পুরোপুরি সেপারেশনের জন্য তাড়া দিচ্ছিল কিন্তু মার্গারেট বারবার তা প্রত্যাখ্যান করে আসছিল কারণ টমিই হচ্ছে মার্গারেটের যোগানদাতা। এছাড়াওটমি অলিভ নামের একটা মেয়েকে ভালোবাসতো কিন্তু মার্গারেট ডিভোর্স না দেওয়াতে অলিভকেও নিজের করে নিতে পারছিল না টমি।

একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে টমি বারবার তার বাবা ডা.এ্যাডলারের কাছে সাহায্যের জন্য হাত পাততেছিল কিন্তু তার বাবা কোনো উচ্চবাচ্য করেনি। এরকম অবস্থায় টমির সাথে সাক্ষাৎ হয় ড.টামকিমের। ড. টামকিন একজন অত্যন্ত চাটুকার লোক। সে নিজেকে একজন স্টক এক্সচেইঞ্জ স্পেশালিষ্টস্নায়ুরোগ বিশেষজ্ঞ বলে টমির সামনে উত্থাপন করে।

নিজের বাচনভঙ্গির সাহায্য ড.টামকিনটমিকে ইমপ্রেস করে ফেলেটমিকে সুপারিশ করে স্টক এক্সচেইঞ্জে টাকা ইনভেস্ট করার জন্য। ড.টামকিনের কথায় প্রভাবিত হয়ে টমি তার জীবনের সর্বশেষ ভুলটি করে সর্বস্ব খোয়ায়।]

এই ঘটনাগুলো বলা হয় flashback এর মাধ্যমে। (Seize the Day By S.Bellow)

এরপর টমি উইলহেম তার বাবার কাছে আসেন ব্রেকফাস্ট করতে। ছেলে আর বাবার মধ্যের কথোপকথন থেকে অনুধাবন করা যায় যেটমির বাবা ডা. এ্যাডলারযার সকল চিন্তা কেবল নিজেকে নিয়েই। টমি যে তার নিজের ছেলে এবং টমির ভালোমন্দ দেখার কোনো ইচ্ছেই যেন নেই ডা.এ্যাডলারের মধ্যে। সারাজীবন অর্থ আর খ্যাতির পিছনে ছুঁটে নিজের ছেলেকে বোঝার ক্ষমতাটুকু নেই ডা.এ্যাডলারের মধ্যে!

টমি অনেকবারই তার বাবার কাছে আর্থিক সাহায্য চেয়েছে কিন্তু তার বাবা প্রতিবারই তাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। অথচ সে(ডা.এ্যাডলার) অন্য লোকের সামনে নিজেকে বড় প্রমাণ করার জন্য টমির বিভিন্ন অর্জনের মিথ্যাগল্প সাচ্ছন্দে বলে বেড়িয়েছে। এই হচ্ছে বাবা-ছেলের মধ্যোকার সম্পর্ক।

এরপর টমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শেয়ার দেখতে যায় কিন্তু সেখানেও তাকে হতাশ হতে হয়। টমি দেখে দ্রব্যমূল্যের দাম অবিশ্বাস্যরকম কমে গেছে। শেয়ার মূল্য বাড়বে বলে অপেক্ষা করতে থাকে টমি কিন্তু মূল্য তো বাড়েই না বরং আরো কমে যায়। অন্যদিকে ড. টামকিন টমির থেকে টাকা ধার নিয়ে অদ্ভুতভাবে বেপাত্তা হয়ে যায়। টমি তাকে খুঁজতে চেষ্টা করে কিন্তু কোথাও খুজে পায় না তাকে। টমি বুঝতে পারে ড. টামকিনের ফাঁদে পা দিয়েছে টমি তাই তাকে ঠকতে হয়েছে শেষপর্যন্ত।

সব হারিয়ে টমি এখন নিঃস্ব। এই অবস্থায় শেষবারের জন্য টমি তার বাবার কাছে সাহায্য চায় বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠবার জন্য কিন্তু এবারেও টমির বাবা টমিকে উপেক্ষা করে। ডা. এ্যাডলারের থেকে উপেক্ষিত হয়ে টমি বাসায় ফেরে। কিছুক্ষণ পর ফোন আসে মার্গারেটের থেকে। মার্গারেট টাকা পাঠাতে বলে কিন্তু টমি নিরুপায়। মার্গারেটকে সবকিছু বলার পরও সে টমির প্রতি কোনো সহানুভূতি প্রদর্শন করে না। (Seize the Day By S.Bellow)

এর টমি ওখানে থেকে বের হয়ে রাস্তায় আসে। হঠাৎ টমির যেন মন হয় সে টামকিনকে দেখতে পেয়েছে একটা funeral এ। উইলহেম দৌঁড়ে যায় টামকিনকে ধরার জন্য কিন্তু সেখানে গিয়ে টমি একজন মৃতদেহ ছাড়া আর কিছুই দেখতে পায় না। সম্পূর্ণভাবে মুষড়ে পড়ে টমি এবং নিজের অসহায়ত্বের কথা ভেবে কাঁদতে থাকে। সে তার নিজের করা ভুলগুলো সম্পর্কে অবগত হয়। টমির কান্নায় আশেপাশের মানুষ দ্বিধান্বিত হয় কিন্তু কেউ তাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসে না। ব্যর্থতায় পর্যবসিত হয়ে শেষ হয় টমির করুণ কাহিনী।

  • English_Summary:- (Seize the Day By S.Bellow)

Seize the Day is a literary novel by Saul Bellow published in 1956, it received a nomination for the 1957 National Book Award for Fiction.

Tommy Wilhelm is a man in his mid-forties, temporarily living in the Hotel Gloriana on the Upper West Side of New York City, the same hotel in which his father has taken residence for a number of years. He can't keep up with the other members of the hotel because they all are older than Tommy. As the novel opens, Tommy plans to take breakfast with his father on the twenty-third floor.

But this morning feels different to Tommy, he feels a certain degree of fear and of foreboding for something that lies in the hours ahead of him and has been building for quite some time. Tommy doesn’t have any money, and so he hides the letters before Dr. Adler sees them.

Then the story turns into a flashback of Tommy's earlier life. The story begins with excluding of Tommy from his job as a salesman, he is a college drop-out, a man with two children, recently separated from his wife, and he is a man on the brink of financial disaster. The chapters that follow focus on Tommy's encounters and conversations with Dr. Tamkin, a seemingly fraudulent and questionable "psychologist," who gives Tommy endless advice and thus provides the assistance he had looked for from his father. 
(Seize the Day By S.Bellow)

Tamkin holds a power of attorney over Tommy’s dwindling savings. If Tommy’s latest land investment falls through, there won’t be any money left for Tamkin to manage. Tamkin takes everything in his stride because he is an eternal optimist and he enjoys studying Tommy’s pessimistic personality. Tamkin finally tells Tommy to stop worrying because it’s no good for the soul. He drags Tommy down to the brokerage office to see how the investments are going. Some prices are down, but others hold steady.

Tamkin explains that he recently invested some money in a hedge of rye, and this should offset some unexpected losses. Tommy wonders why he gives Tamkin so much power over his finances because his investments never turn out well. Buoyed by a morning at the brokerage office, Tamkin takes Tommy for lunch. They talk about Margaret, Dr. Adler, and Olive, Tommy’s mistress. Tommy loves Olive but he cannot divorce Margaret. After distracting Tommy with life and love advice, Tamkin leaves Tommy with the expensive lunch bill before excusing himself temporarily.

An hour or so passes, and Tamkin never returns. Tommy gives up waiting and heads back to the brokerage office. Here, everything falls apart. The rye price dropped, and now there is nothing left. Tommy is officially bankrupt. Tamkin disappeared without a trace because he had always planned to waste Tommy’s money.

Amid all of this, he has, apparently, fallen in love with a woman named Olive, who he cannot marry because his wife will not grant him a divorce. Tommy is unhappy and in need of assistance both emotionally and financially. It is also within these beginning chapters that the flashbacks begin. The flashbacks highlight, among other things, Tommy's meeting with the duplicitous Maurice Venice, the talent scout who shows initial interest in a young Tommy and his good looks.

Wilhelm, however, is later rejected by the same scout after a failed screen test but nevertheless attempts a career in Hollywood as an actor. He discontinues his college education and moves to California, against his parent's will and warnings.

Broken and penniless, Tommy returns to the hotel. He begs his father to cover this month’s rent bill, but Dr. Adler refuses. He says that it is time Tommy went home to Margaret or got a proper job. Tommy calls Margaret, but all she cares about is maintenance money. She does not want him home unless he returns to the sales job. Tommy cannot stand the thought of working in sales again, and so he hangs up the phone. He recognizes that he is alone in the world.

No one cares what happens to him. He wanders the streets, finding himself caught up in a funeral procession. When he realizes the deceased is barely older than him, he sees his own life passing him by. Now, he must seize the day.


The Hairy Ape By E.O. Neil Summary Bangla & English


The Sun Also Rises By E. Hemingway Bangla & English Summary


Seize The Day Bangla & English Summary


Beloved By Toni Morrison Bangla & English Summary

Young Goodman Brown Bangla & English Summary

(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)(Seize the Day By S.Bellow)

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close