Medea by Euripides all Summary, Characters And Themes (Classics in Translation)

Mofizur Rahman
0

Medea by Euripides all Summary, Characters And Themes (Classics in Translation)

Medea by Euripides all Summary, Characters And Themes (Classics in Translation)

  • Honours 4th Year
  • Subject: Classics in Translation
  • Topics: "Medea" by Euripides
  • Summary, Characters And Themes

বিঃদ্রঃ--(V.V.I দেয়া চরিত্রগুলো একটু ভালভাবে পড়বেন )

Introducing the characters:-

Medea (V.V.I ):
Protagonist of the play. Medea is the daughter of king Aeetes of the island of Clochis and granddaughter of Helios, the sun god. When Jason arrived at Clochis on his ship the Argo in search of the Golden Fleece, Aphrodite made Medea fall in love with him.When Jason's betrayal of her incites her to kill her own children to punish her cheating husband.

Jason  (V.V.I )
Jason is the son of Aeson. Pelias sends him in quest of the Golden Fleece, but, with Medea's help, Jason succeeds in obtaining it. He is lustful in nature. 

Children (V.V.I ) )
The offspring of Jason and Medea. Medea uses them as pawns in the murder of Glauce and Creon. And finally, Medea kills them to soothe her anger against Jason. 

Nurse (V.I )
Caretaker of the house, the nurse of the children serves as Medea's confidant. 

Chorus (V.I )
The chorus chiefly serves as a commentator to the action. 

Creon (V.I )
The King of Corinth, Creon banishes Medea from the city. 

Glauce (V.V.I )
Daughter of Creon, Glauce is the young, beautiful princess for whom Jason abandons Medea. Her acceptance of the poisoned coronet and dress as "gifts" leads to the first murder of the play. 

Aegeus
The King of Athens, Aegeus passes through Corinth after having visited the Oracle at Delphi, where he sought a cure for his sterility. Medea offers him some fertility-inducing so Aegeus assures Medea that he will protect her. 

Messenger
The messenger appears only once in the play--he relates in gruesome, vivid detail the death scenes of Glauce and Creon. 

Tutor 
A very minor character, the tutor of the children mainly acts as a messenger. 

বাংলা সামারীঃ-
"Medea", Euripides এর বিখ্যাত একটা tragedy. নাটকের শুরুতে এক মহিলাকে ক্রন্দনরত অবস্থায় দেখা যায় কারণ তাঁর মালকিন Medea'র মনে অনেক দুঃখ। রাজ্যের নাম Iolcus. সেখানকার রাজা Aeson. তাঁর একমাত্র পুত্র Jason যে "Medea" ড্রামার protagonist. Jason খুব অল্প বয়সেই তাঁর পিতাকে হারায়৷ তখন Jason এতই ছোট ছিলো যে সে সিংহাসনে বসার উপযুক্ত ছিলো না। তখন পিতার অনুপস্থিতিতে সিংহাসনে বসেন Jason এর সৎ কাকা Pelias. দীর্ঘদিন যাবত Pelias রাজ্য পরিচালনা করতে থাকে।

যখন Jason বড় হয় তখন সে Pelias এর কাছে রাজ্যভার দাবী করে। কিন্তু ক্ষমতালোভী Pelias সেটা দিতে নারাজ। কোনো উপায় না পেয়ে Pelias তখন একটা কৌশল অবলম্বন করে। সে Jason কে বলে Colchis নামক ভয়ঙ্কর রাজ্য থেকে স্বর্ণের লোম(Golden Fleece) নিয়ে আসতে। শুধু তাহলেই Jason কে রাজ্যভার অর্পণ করা হবে। Pelias এর কথা শুনে Jason রাজি হয় সেই Golden Fleece আনতে। Pelias অবশ্য খুশী হয় এতে কারণ সে জানে কারো পক্ষেই এটা আনা সম্ভব নয়। এর আগে যারা এই স্বর্ণলোম আনতে গিয়েছে তাঁরাই মারা পড়েছে। যাই হোক, Jason বেশ কয়েকজন সাহসী যোদ্ধাদের নিয়ে Agro(একটা জাহাজের নাম) তে করে রওয়ানা হয় সেই স্বর্ণলোম আনার উদ্দেশ্যে। অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে Jason সেই Colchis রাজ্যে পৌঁছায়। অনিচ্ছা সত্ত্বেও Colchis এর রাজা Aeetes, Jason কে আদর-আপ্যায়ন করেন।

রাজা Aeetes আসলে চাননি কেউ তাঁর রাজ্য থেকে এই অমূল্য সম্পদ স্বর্ণলোম নিয়ে যাক। নিয়মানুসারে রাজা Aeetes, Jason কে স্বর্ণলোম উদ্ধারের পদ্ধতি বলে। আর এই স্বর্ণলোম উদ্ধারে Jason কে সবরকম সাহায্য করে রাজা Aeetes এর মেয়ে Medea. কারণ Medea প্রথম দেখাতেই Jason কে ভালোবেসে ফেলেছে। Jason ও বুঝতে পারে Medea'র সাহায্য ছাড়া সে কখনোই এই অভিযানে সফল হতে পারবে না। Medea'র সহায়তায় Jason সেই স্বর্ণলোম উদ্ধার করে এবং Medea কে বিয়ে করে Colchis থেকে পালিয়ে যায়।

Medea পালিয়ে গেছে এটা শুনে Medea এর ভাই Apsyrtus, Jason এর জাহাজের(Argo) পিছন পিছন ধাওয়া করতে থাকে৷ তখন Medea তাঁর ভাইকে ধোকা দিয়ে হত্যা করে। এরপর Jason আর Medea, Jason এর রাজ্য Iolcus এ পৌঁছায়। Jason তাঁর কাকা Pelius কে সেই স্বর্ণলোম দিয়ে রাজ্যের অধিকার চায়৷ কিন্তু Pelius এবারের তা দিতে অস্বীকৃতি জানায়। Medea ছিলো জাদুবিদ্যায় পারদর্শী। সে তাঁর জাদুবিদ্যার প্রয়োগ করে Jason কে রাজ্যের ক্ষমতা ফিরে পেতে সাহায্য করে৷ এই যড়যন্ত্রে Iolcus এর নাগরিকরা কিছুটা ক্ষুব্ধ হয়৷ তাঁরা সিদ্ধান্ত নেয় Jason কে নির্বাসিত করবে Corinth রাজ্যে। যে কথা সেই কাজ। Jason আর Medea কে Corinth এ পাঠানোর ব্যবস্থা করা হয়। এর মধ্যে Jason আর Medea এর দু'দুটো ছেলে হয়েছে।

সবাই মিলে তাঁরা Corinth এ চলে যায়। Corinth এ রাজা Creon তাঁদেরকে সাদরে গ্রহণ করে। আস্তে আস্তে Jeson এর সাথে Creon এর মেয়ে Glauce এর পরিচয় হয় এবং দু'জন দু'জনার প্রেমে পড়ে।
Jason বিয়ের প্রস্তাব দেয় এবং রাজা Creon তাতে রাজি হয়। কিন্তু এটা শুনে তো Medea ক্রোধে উন্মাদ হয়ে পড়ে। বিজ্ঞ রাজা Creon বুঝতে পারে Medea এর মতিগতি একটুও ভালো নয় তাই সে Medea সহ তাঁর দুই ছেলেকে নির্বাসনের আদেশ দেয়৷ কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলন্ত Medea প্রতিশোধ নিয়ে যাবার প্রতিজ্ঞা করে৷ সে কৌশলে রাজা Creon এর কাছে ১ দিনের সময় চায়। যা করার এই ১ দিনের।মধ্যেই করবে সে।

Medea ঠিক করে এই ১ দিনের মধ্যেই রাজা Creon আর তাঁর আদরের মেয়ে মানে Jason এর হবু-বউ Glauce কে হত্যা করবে। Medea তাঁর পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য নাটকের ভান করতে থাকে।
সে তখন Jason কে ডেকে তাঁর কাছে বলে যে সে(Medea) সব ভুলে গেছে। তাঁর(Medea) আর কোনো দুঃখ নেই যদি Jason যদি Glauce কে বিয়ে করে তবুও। Medea এর এই কথায় Jason অনেক খুশী হয়। তখন Medea তাঁর ছেলেদের হাত দিয়ে Jason এর হবুবউ Glauce এর জন্য উপঢৌকন পাঠায়। আসলে সেগুলো ছিলো যাদুর উপঢৌকন।

যখন Glauce সেগুলো পরিধান করে তখনই সে অসুস্থ হয়ে পড়ে। এর মাঝে আবার Athens এর রাজা Aegeus আসে। তাঁর সাথে Medea এর দেখা হয়৷ Aegeus এর কোনো সন্তান-সন্ততি ছিলো না তাই সে Oracle of Delphi এর কাছে গিয়েছিলো তার প্রতিকারের উপায় জানতে। যখন Aegeus এর সাথে Medea এর দেখা হয় তখন Medea, Aegeus কে।সব খুলে বলে। Aegeus তখন Medea কে সাহায্য করতে রাজি হয়।

Aegeus বলে Medea তাঁর রাজ্যে গেলে সে(Aegeus) তাঁকে(Medea) কে protect করে রাখবে। তখন Medea ও বলে যে সে জাদুবিদ্যার সাহায্য Aegeus কে সন্তান এনে দিবে। যাই হোক, ওদিকে তো হবুবউ Glauce এর অবস্থা খুব বেগতিক। Medea এর দেয়া জাদুর বস্ত্র পরিধান করে Glauce মারা যায়। মেয়ের এই অবস্থা দেখে রাজা Creon সাহায্য করতে দৌড়ে আসে তখন রাজা Creon ও মারা যায় Medea'র বিষক্রিয়ায়। Medea তখন ভাবে এবার হয়তো Jason তাঁর দুই ছেলেকে নির্মমভাবে হত্যা করবে।

তখন Medea নিজেই তাঁর ছেলেদের হত্যা করে৷ সব হারিয়ে Jason একেবারে নিঃস্ব হয়ে যায়। শেষমেশ সে(Jason) তাঁর দুই ছেলেকে নিজহাতে কবর দেবার জন্য দুই ছেলের মৃতদেহ দুটো ভিক্ষা চায় Medea এর কাছে। কিন্তু প্রতিশোধপরায়ণা Medea, Jason কে তাও দেয় না। Medea ড্রাগনের পিঠে চড়ে দুই ছেলের মৃতদেহ নিয়ে চলে যায় Aegeus এর রাজ্য Athens এ। এখানেই tragedy টা শেষ হয়। 

English Summary:-
Euripedes' Medea opens in a state of conflict. The cause of conflict was that Medea was deceived by Jason(Medea's husband). Outside the royal palace, a nurse laments the events that have lead to the present crisis. Medea was of a people at the far edge of the Black Sea. She was a powerful sorceress, princess of Colchis, and a granddaughter of the sun god Helias. Jason, a great Greek hero. Jason loses his father at a very young age. After his father death, his step-uncle(Pelius) takes away the power of the throne and sends Jason for institutional learning.

After a long time, when Jason becomes a handsome youth he wants the right of the throne. But his uncle refused the proposal. Rather, he plans a terrible story to kill Jason. Jason's uncle tells Jason to bring the golden fleece. King Aeetes, lord of Colchis and Medea's father, kept the Fleece under guard. The traps set by Aeetes made the Golden Fleece all but impossible to obtain. By Medea's aid, Jason overcame these obstacles, and Medea herself killed the giant serpent that guarded the Fleece. Then, to buy time during their escape, Medea killed her own brother and tossed the pieces of his corpse behind the Argo as they sailed for Greece.

Medea and Jason returned to his hereditary kingdom of Iolcus. Jason's father had died, and his uncle Pelias sat, without right, on the throne. Medea helps Jason to obtain the throne.  Rather than win Jason his throne, this move forced Jason, Medea, and their children into exile. Finally, they settled in Corinth, where Jason eventually took a new bride. But Medea couldn’t bear this audacity of Jason. She becomea furious. The Chorus of Corinthian women enters, full of sympathy for Medea.

They ask the Nurse to bring Medea out so that they might comfort her; the unfortunate woman's cries can be heard even outside the house. But Medea announces her intention to seek revenge. She asks the Chorus, as follow women, to aid her by keeping silent. Creon, king of Corinth and Jason's new father-in-law, enters and tells Medea that she is banished. She and her children must leave Corinth immediately. Medea begs for mercy, and she is granted a reprieve of one day.

The old king grants Medea's appeal and later leaves, and Medea tells the Chorus that one day is all she needs to get her revenge. Jason enters and scolds Medea for her loose tongue, telling her that her exile is her own fault. Medea accusing Jason of cowardice, reminding him of all that she has done for him, and condemning him for his faithlessness. Jason rationalizes all of his actions, with neatly enumerated arguments. He offers Medea money and aid in her exile, but she proudly refuses. Jason exits. After a while, Aegeus, king of Athens and old friend of Medea's, enters.

Aegeus is childless. Medea tells him of her problems, and asks for safe haven in Athens. She offers to help him to have a child; she has thorough knowledge of drugs and medicines. Aegeus eagerly agrees. If Medea can reach Athens, he will protect her. Medea makes the old king vow by all the gods. Then Medea plans to kill Jason's new bride and father-in-law by the aid of poisoned gifts. To make her revenge complete, she will kill her children to wound Jason and to protect them from counter-revenge by Creon's allies and friends.

The Chorus begs Medea to reconsider these plans, but Medea insists that her revenge must be completed. The Tutor soon returns with the children, telling Medea that the gifts have been received. Medea then waits anxiously for news from the palace. She speaks lovingly to her children, in a scene that is both moving and chilling, even as she steels herself so that she can kill them. A few moments later a messenger comes bringing the awaited news. The poisoned dress and diadem have worked: the princess is dead.

When Creon saw his daughter's corpse, he embraced her body. The poison then worked against him. The deaths were brutal and terrifying. Both daughter and father died in excruciating pain, and the bodies were barely recognizable. Medea now prepares to kill her children. She rushes into the house with a shriek. We hear the children's screams from inside the house; the Chorus considers interfering, but in the end does nothing. Jason re-enters with soldiers. He fears for the children's safety, because he knows Creon's friends will seek revenge; he has come to take the children under guard.

The Chorus sorrowfully informs Jason that his children are dead. Jason now orders his guards to break the doors down, so that he can take his revenge against his wife for these atrocities. Medea appears above the palace, in a chariot drawn by dragons. She has the children's corpses with her. She mocks Jason pitilessly, foretelling an embarrassing death for him; she also refuses to give him the bodies. There is nothing Jason can do; with the aid of her chariot, Medea will escape to Athens. The Chorus closes the play, musing on the terrible unpredictability of fate.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close