বার্ষিক পরীক্ষার ৮ম শ্রেণির গণিত সাজেশন ২০২৪ - Class 8 Math Suggestion For Annual Exam 2024 PDF

Mofizur Rahman
0

৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষার গণিত সাজেশন  ২০২৪ - Class Eight Annual Exam 2024 Math Suggestion PDF

বার্ষিক পরীক্ষার ৮ম শ্রেণির গণিত সাজেশন ২০২৪ - Class 8 Math Suggestion For Annual Exam 2024 PDF

সাজেশনের মধ্যে যা যা থাকবে: 

১। বহু নির্বাচনী অভীক্ষা (MCQ)।

২। এক কথায় উত্তর।

৩। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

৪। রচনামুলক প্রশ্নোত্তর (দৃষ্টপটবিহীন)।

৫। রচনামুলক প্রশ্নোত্তর (দৃষ্টপটনির্ভর)।


কিছু সাজেশন এখানে উল্লেখ করে বাকিগুলো আপনারা পিডিএফ থেকে দেখে নিতে পারবেন উত্তর সহ।

অভিজ্ঞতা: ৯ (বাইনারি সংখ্যা পদ্ধতি)

০২. বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?

উত্তর: ২

০৩. বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিটকে কী বলা হয়?

উত্তর: বিট

০৪. বাইনারি সংখ্যা পদ্ধতিতে ভিত্তি কত?

উত্তর: ২

০৫. (111011) এর পুরক সংখ্যা কত?

উত্তর: ০০০১০০

০৬. বাইনারি গুণের ক্ষেত্রে 1×0 কত?

উত্তর: ০

০৭. বাইনারিতে শূন্য থেকে বাদ দিলে ধার কত থাকে?

উত্তর: ধার থাকে না

০৮. (100010100)₂ কে (10111)₂ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

উত্তর: ১১০১

০৯. বাইনারিতে 'a' দ্বারা কোন সংখ্যাকে প্রকাশ করা হয়?

উত্তর: ১০

১০. দশভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 'ধার না নিয়ে' বিয়োগ করার ক্ষেত্রে কোন ধারণাটি ব্যবহার করা হয়?

উত্তর: বিয়োগ ধারণা

১১. (0.125)₁₀ এর বাইনারি রূপ কত?

উত্তর: ০.০০১

১২. প্রতিটি বিটের স্থানীয় মানকে ঐ বিট দ্বারা গুণ করে গুণফলের সমষ্টি নিলে কী পাওয়া যায়?

উত্তর: সংখ্যা

১৩. বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়?

উত্তর: ২টি

১৪. বাইনারি ভাগের ক্ষেত্রে 10 এর মান কত?

উত্তর: ২

১৫. বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা কে?

উত্তর: গটফ্রিড লেইবনিজ

১৭. বাইনারি যোগের ক্ষেত্রে 1 ও 1 যোগ করলে যোগফল কত হয়?

উত্তর: ১০

১৮. র‍্যাডিক্স পয়েন্টের ঠিক পরবর্তী ডিজিটটিকে কি বলা হয়?

উত্তর: ফ্র্যাকশনাল বিট

১৯. বাইনারি ডিজিট কি কি?

উত্তর: ০ ও ১

২০. (100010)₂ এর ২-এর পুরক সংখ্যা কত?

উত্তর: ০১১১০১

২১. কোন সংখ্যা পদ্ধতি যন্ত্রে ব্যবহৃত হয়?

উত্তর: বাইনারি

২২. (111.1011)₂ কে দশমিকে প্রকাশ করলে কি পাওয়া যাবে?

উত্তর: ৭.৬৮৭৫

২৩. (101110)₂ এর MSB এর স্থানীয় মান দশমিকে কত?

উত্তর: ৩২

২৪. "The Mathematical Analysis of Logic" পুস্তিকাটি কার লেখা?

উত্তর: জর্জ বুল

২৫. বাইনারি গুণের ক্ষেত্রে 0×0 কত?

উত্তর: ০

২৬. বিদ্যুতের উপস্থিতি বোঝানোর জন্য বাইনারির কোন বিটটি ব্যবহৃত হয়?

উত্তর: ১

২৭. সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার সর্ববৃহৎ স্থানীয় মান ধারণকারী ডিজিটকে কী বলে?

উত্তর: এমএসবি (Most Significant Bit)

২৮. দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?

উত্তর: ১০

২৯. (10001.1101)₂ ও (1100.0001)₂ এর গুণফলের দশমিকে মান কত?

উত্তর: ৭২.৪২৫

৩০. কোনটি মানুষের ভাষা বা Human language?

উত্তর: ইংরেজি



রচনামূলক (দৃশ্যপট নির্ভর) প্রশ্ন

১। একটি দশমিক ও একটি বাইনারী সংখ্যা যথাক্রমে 229.6875 ও 110101101)

ক) বাইনারী সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর কর।

খ) দশমিক সংখ্যাটিকে বাইনারী সংখ্যায় রূপান্তর কর।


২। তমাল, কামাল ও তাদের পিতার বয়স যথাক্রমে (10001), (1110); ও (101010), তাদের ভাইয়ের বয়স (10100);।
ক) তমাল ও কামালের বয়সের সমষ্টি বাইনারী সংখ্যায় দেখাও।
খ) তাদের মা ও বোনের বয়স দশমিক পদ্ধতিতে বের কর।

৩। বাবর, রিয়াদ ও জিহাদের বয়স যথাক্রমে 18, 22ও 26 বছর।
ক) উদ্দীপকের সংখ্যাগুলো বাইনারী সংখ্যা পদ্ধতিতে প্রকাশ কর।
খ) উদ্দীপকের আলোকে তিনজনের বয়সের সমষ্টি বাইনারী সংখ্যা পদ্ধতিতে নির্ণয় কর।
গ) জিহাদ ও রিয়াদের বয়সের পার্থক্য বাইনারী সংখ্যা পদ্ধতিতে বের কর।

৪। গণিত শিক্ষক হোয়াইট বোর্ডে 112.2 ও 45 সংখ্যা দুটি লিখলেন।
ক) উদ্দীপকের সংখ্যাগুলো বাইনারী সংখ্যা পদ্ধতিতে প্রকাশ কর।
খ) সংখ্যাদুটির গুণফল বাইনারী সংখ্যা পদ্ধতিতে দেখাও।

উত্তর পাবেন পিডিএফ ফাইলে



অভিজ্ঞতা-৬: অবস্থান মানচিত্রে স্থানাংক জ্যামিতি

এক কথার উত্তর:
২। (-5, -3) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
উত্তর: তৃতীয় চতুর্ভাগে।
২। (11, -2) এবং (-3, -10) বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে?
উত্তর: (4, -6)।
৩। y=10y = 10y=10 সরলরেখাটি কোন অক্ষের সমান্তরাল?
উত্তর: x-অক্ষের সমান্তরাল।
৪। চতুর্থ চতুর্ভাগে y-এর মান কেমন?
উত্তর: ঋণাত্মক।
৫। যেকোনো দুইটি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কী?

৩। সংক্ষেপে উত্তর দাও
ক) A(-1, 3), B(3,3), C(3,7) ও D(-1,7) চারটি বিন্দু।  AC ও BD  রেখার ঢালদ্বয়ের গুলফল কত? 
খ) 4x+y-4=0 সরলরেখাটি xঅক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত?
গ) y -অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব বিন্দুটির কীসের মানের সমান?
ঘ). মূলবিন্দু থেকে বামে কোনো বিন্দুর ভুজ কীরূপ?
ঙ) মূল বিন্দু হতে ও একক ডানে -অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক কত?


৪। রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর)

ক. A(3, -6), B(-6,-2), C(-2,5) এবং D(8,4) একই সমতলে অবস্থিত চারটি বিন্দু।
১. B ও C বিন্দুর দূরত্ব নির্ণয় করো।
২. P(x, y) বিন্দু থেকে x-অক্ষের ও এ বিন্দুর দূরত্ব সমান হলে দেখাও যে, এ³ 6x+12y+45=0

খ) A(-2,0), B(5,0) এবং C(1,4) হলো △ABC এর শীর্ষ বিন্দু।
১. AB, BC, CA বাহুর দৈর্ঘ্য এবং △ABC এর পরিসীমা নির্ণয় করো।
২. ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো।


অভিজ্ঞতা-১০: তথ্য বুঝে সিদ্ধান্ত নিই

রচনামূলক (দৃশ্যপট নির্ভর) প্রশ্ন

১। নিচের সারণিটি লক্ষ্য কর:
বয়স (বছর) 41-45 46-50 51-55 56-60 61-65
গণসংখ্যা         12         15         25         18         10

ক) সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
খ) উদ্দীপকের আলোকে মধ্যক নির্ণয় কর।
গ) উদ্দীপকের আলোকে একটি আয়তলেখ অঙ্কন কর।


২ । অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা (সেন্টিমিটারে) দেওয়া হল।
90, 140, 97, 125, 97, 134, 97, 97, 110, 125, 110, 134, 110, 125, 110, 140, 125, 134, 125, 125, 134, 110, 125, 97, 125, 110, 125, 97, 134, 125, 110, 134, 125, 134, 90, 140, 148, 148, 110, 125
ক) উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রমে সাজাও।
খ) উপাত্তগুলোকে মানের অধঃক্রমে সাজাও।
গ) উদ্দীপকের গড় নির্ণয় কর।

বাকি সাজেশন সহ উত্তর পাবেন নিচের দেওয়া পিডিএফে




বার্ষিক পরীক্ষার ৮ম শ্রেণির গণিত সাজেশন ২০২৪ - Class 8 Math Suggestion For Annual Exam 2024 PDF, বার্ষিক পরীক্ষার ৮ম শ্রেণির গণিত সাজেশন ২০২৪ - Class 8 Math Suggestion For Annual Exam 2024 PDF, বার্ষিক পরীক্ষার ৮ম শ্রেণির গণিত সাজেশন ২০২৪ - Class 8 Math Suggestion For Annual Exam 2024 PDF

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!