৮ম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৪ পিডিএফ - Class 8 Annual Exam Science Suggestion 2024 PDF

Mofizur Rahman
0

৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষার বিজ্ঞান সাজেশন  ২০২৪ - Class Eight Annual Exam 2024 Science Suggestion PDF

৮ম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৪ পিডিএফ - Class 8 Annual Exam  Science Suggestion 2024 PDF

সাজেশনের মধ্যে যা যা থাকবে: 

১। বহু নির্বাচনী অভীক্ষা/সঠিক উত্তর/ (MCQ)।

২। এক কথায় উত্তর। (One Word Answer)

৩। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। (Short Questions)

৪। রচনামুলক প্রশ্নোত্তর (দৃষ্টপটবিহীন)। (Broad Question Without Scene)

৫। রচনামুলক প্রশ্নোত্তর (দৃষ্টপটনির্ভর)। (Broad Question With Scene)


সংক্ষিপ্ত ও রচনামুলক প্রশ্নগুলোে এখানে দিয়ে ‍দিচ্ছি, আবার বাকি গুলো সহ সব কিছু পিডিএফের মধ্যে খাকবে।যার যেমনটা সুবিধা সে সেভাবে গ্রহণ করবে। সাজেশন এখানে উল্লেখ করে বাকিগুলো আপনারা পিডিএফ থেকে দেখে নিতে পারবেন উত্তর সহ।


গ বিভাগ (দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন)

১। মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ চিত্রের মাধ্যমে প্রকাশ কর।

২। পরমাণু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 2n' সূত্র মেনে চলে। ব্যাখ্যা কর।

৩। সময় রাশি (1) বিহীন গতির সমীকরণ প্রতিপাদন কর।

৪। রাসায়নিক সমীকরণের সমতাকরণ কী? বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা কর।

৫। অ্যানালেমা কী? অ্যানালেমার আকৃতি ইংরেজি আট এর মত কেন?


৬। চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা কর।

৭। একটি বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তন না হলেও অবস্থানের পরিবর্তন হতে পারে ব্যাখ্যা কর।

৮। পার্থক্য লিখ-

  • (i) মেটাফেজ ও টেলোফেজ
  • (ii) একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভি
  • (iii) স্থায়ী চুম্বক ও অস্থায়ী চুম্বক।

৯। সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করলে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারে না তা আলোচনা কর।

১০। সুতায় বেঁধে পাথরকে ঘুরানোর এক পর্যায়ে ছেড়ে দিলে কি ঘটনা ঘটবে তা আলোচনা কর।


১১। পরিযায়ী পাখিরা কীভাবে কম্পাস ছাড়াই বিশাল দূরত্বেও দিক নির্ণয় করতে পারে আলোচনা কর।

১২। ব্যাপন বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।

১৩। বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ব্যাখ্যা কর।

১৪। যোজনী ব্যবহার করে যৌগের আণবিক সংকেত লেখার নিয়ম লিখ।

১৫। টিস্যু কালচার কী? বাংলাদেশ কীভাবে এই প্রক্রিয়া থেকে লাভবান হতে পারে?


১৬। 250 N বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 15 সরানো হলে কাজের পরিমাণ নির্ণয় কর।

১৭। উদ্ভিদ জীবনে পরিবহন একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাখ্যা কর।

১৮। পরমাণুর সকল ভর নিউক্লিয়াসে কেন? ব্যাখ্যা কর।

১৯। বিভবশক্তি কী? কোনো বস্তুকে যত উপরের দিকে তোলা হয় বস্তুটির মধ্যে তত বেশি বিভবশক্তি জমা হয় কেন?

২০। গ্রীষ্মকালে সূর্য অনেকটা মাথার উপরে থাকলেও শীতকালে সূর্যকে দক্ষিণ দিকে হেলানো অবস্থায় দেখা যায় কেন? ব্যাখ্যা

কর।


ঘ বিভাগ (দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন)

১। মারুফ বিজ্ঞান ক্লাসে অক্ষাংশ নির্ণয়ের এমন পদ্ধতি শিখল যা দিয়ে দিনের বেলায় তা নির্ণয় করা অসম্ভব। বন্ধু নাহিদ বিষয়টি বুঝতে না পারায় মারুফ একটি মানচিত্র দিয়ে বুঝানোর চেষ্টা করছিল। মানচিত্রটিতে উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে কল্পিত রেখাগুলোর কৌণিক মান দেয়া ছিল।

ক. মানচিত্রে প্রদর্শিত কোন রেখাগুলো সময়ের পার্থক্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।

খ. মারফের প্রদর্শিত পদ্ধতির সাহায্যে কীভাবে অক্ষাংশ নির্ণয় করা যায় তা বিশ্লেষণ কর।


২। একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণি নিম্নরূপ:

সময় (s)  0, 20, 40, 60, 80, 100, 120

বেগ (ms) 0, 4, 8, 12, 12, 6, 0

ক. গাড়িটি ১ মিনিট ২০ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় কর।

খ. দৃশ্যপটের আলোকে গাড়িটির বেগ বনাম সময় লেখ অঙ্কন করে এর বিভিন্ন অংশের ত্বরণের পরিবর্তন বিশ্লেষণ কর।

৩ নং

৮ম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৪ পিডিএফ - Class 8 Annual Exam  Science Suggestion 2024 PDF

ক. দৃশ্যপটের ১ নং চিত্রের পরমাণুরটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা কর।

খ. ১ ও ২ নং চিত্রের পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা কর।

৪ নং

৮ম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৪ পিডিএফ - Class 8 Annual Exam  Science Suggestion 2024 PDF

ক. দৃশ্যপটে উল্লিখিত চিত্র C এর গঠন বর্ণনা কর।

খ. দৃশ্যপটে উল্লিখিত চিত্র A ও B এর গঠনগত বৈসাদৃশ্যগুলো বিশ্লেষণ কর।



বাকি সাজেশন সহ উত্তর পাবেন নিচের দেওয়া পিডিএফে




৮ম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৪ পিডিএফ - Class 8 Annual Exam  Science Suggestion 2024 PDF, ৮ম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৪ পিডিএফ - Class 8 Annual Exam  Science Suggestion 2024 PDF, ৮ম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৪ পিডিএফ - Class 8 Annual Exam  Science Suggestion 2024 PDF

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!