৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক মূল্যায়ন ৩য় কর্মদিবসের উত্তর - Class 6 History Annual Assignment Final day Solution 2023

Mofizur Rahman
0

ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক মূল্যায়ন ৩য় ‍দিনের সমাধান ২০২৩ পিডিএফ - Class Six History and Social Science Annual Assessment Working Day 3 Answer PDF

৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক মূল্যায়ন ৩য় কর্মদিবসের উত্তর - Class 6 History and Social Science Annual Assignment Final day Solution 2023


মাধ্যমি/দাখিল ৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান (চূড়ান্ত মূল্যায়নের উত্তরপত্র)


 ধাপ ৩ (তৃতীয় কর্মদিবস: ১২০ মিনিট)
  • কাজ ২: প্রাণী সংরক্ষণে মানুষের করণীয় আলোচনা ও উপস্থাপনা
ধাপ ৫: শিক্ষার্থীরা এলাকার ভৌগলিক উপাদানের পরিবর্তন নির্ণয় করার পর প্রাণী (পশু-পাখি) সংরক্ষণের জন্য মানুষের করণীয় কয়েকটি বিষয় দলে আলোচনা করে নির্ধারণ করবে।

প্রাণী সংরক্ষণে মানুষের করণীয় আলোচনা ও উপস্থাপনা

উত্তর: এলাকার ভৌগলিক উপাদানের পরিবর্তন নির্ণয় করার পর প্রাণী (পশু-পাখি) সংরক্ষণের জন্য মানুষের করণীয় কয়েকটি বিষয় আলোচনা করা হলো:

এলাকার ভৌগোলিক পরিবর্তন

অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে জেনেছি যে, এলাকার ভৌগোলিক উপাদান সমূহের ব্যাপক পরিবর্তন হয়েছে। আমাদের পাশের তিতাস নদীটি পূর্বে ছিল খরস্রোতা কিন্তু মানুষের বিভিন্ন নেতিবাচক কর্মকান্ডের ফলে নদী দখল এবং ভরাট হয়ে গিয়েছে। ফলে নদীর খরস্রোতা হারিয়ে ফেলেছে। শহরের বিভিন্ন কলকারখানার বর্জ্য ও ড্রেনের পানি নদীতে মিশে যাওয়ায় নদীর মারাত্মক ক্ষতি হয়েছে। আমাদের এলাকা পূর্বে বন জঙ্গলে পরিপূর্ণ ছিল কিন্তু বর্তমানে বন জঙ্গলের পরিমাণ যথেষ্ট কমে গিয়েছে। এই কারণে বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রাণী হ্রাস পাচ্ছে। পূর্বে যত পশু ও প্রাণী দেখা যেত বর্তমানে তার দশ শতাংশও দেখা যায় না। গাছ কাটার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে। এই কারণে অকাল বৃষ্টি, অসময়ে বন্যা ইত্যাদির সৃষ্টি হচ্ছে। ফলে সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রাণী সংরক্ষণের জন্য মানুষের করণীয় সমূহ:

১। নির্বিচারে গাছ কাটা থেকে বিরত থাকা
২। প্রাণীদের প্রতি যত্নশীল থাকা ।
৩। প্রাণী শিকার ও বিক্রি করা থেকে বিরত থাকা ।
৪। নির্বিচারে গাছ কাটা থেকে বিরত থাকা
৫। প্রাণীদের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকবো ।
৬। প্রয়োজন ছাড়া গাছ কাটবো না; গাছ কাটলে সেখানে নতুন আরেকটি গাছ লাগিয়ে
৭। নদী, পুকুর, খাল, বিলে ময়লা আবর্জনা ফেলবো না। প্লাস্টিক জাতীয় পদার্থ হলে পুড়িয়ে ফেলব ।
৮। প্রাণী ও পরিবেশ সম্পর্কিত আইন মেনে চলবো এবং অন্যদের সচেতন করবো।



ধাপ ৬: বিভিন্ন ছবি, পোস্টার ইত্যাদি তৈরি করে প্রাণী সংরক্ষণে মানুষের করণীয় বিষয়গুলো উপস্থাপন করবে।

উত্তর: পোস্টার তৈরি করে প্রাণী সংরক্ষণে মানুষের করণীয় বিষয়গুলো উপস্থাপন করা হলো:-

প্রাণী সংরক্ষণের জন্য মানুষের করণীয় সমূহ পোস্টরে লিখবেন।

১। নির্বিচারে গাছ কাটা থেকে বিরত থাকা।
২। প্রাণীদের প্রতি যত্নশীল থাকা।
৩। প্রাণী শিকার ও বিক্রি করা থেকে বিরত থাকা।
৪। নির্বিচারে গাছ কাটা থেকে বিরত থাকা।
৫। প্রাণীদের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকবো।
৬। প্রয়োজন ছাড়া গাছ কাটবো না; গাছ কাটলে সেখানে নতুন আরেকটি গাছ লাগিয়ে দিবো।
৭। নদী, পুকুর, খাল, বিলে ময়লা আবর্জনা ফেলবো না। প্লাস্টিক জাতীয় পদার্থ হলে পুড়িয়ে ফেলব।
৮। প্রাণী ও পরিবেশ সম্পর্কিত আইন মেনে চলবো এবং অন্যদের সচেতন করবো।

প্রাণী সংরক্ষণের জন্য মানুষের করণীয় সমূহ পোস্টরে কিভাবে লিখবেন তার একটি নমুনা নিচে দেওয়া হলো:-
৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক মূল্যায়ন ৩য় কর্মদিবসের উত্তর - Class 6 History and Social Science Annual Assignment Final day Solution 2023


আপনারা আপনাদের পরিচিত কারো কোনো বাণী বা উক্তি পোস্টারের নিচে বা শেষে লিখতে পারো। তোমাদের সুবির্ধাতে আমি কয়েকটি উক্তি বা বাণী নিচে দিয়ে দিলাম।

  • প্রাণী হলো সহমত বন্ধু- তারা কখনও কোন প্রশ্ন জিজ্ঞেস করেনা, কোন সমালোচনাও করে না। (জর্জ এলিয়ট)
  • প্রাণীরা নির্ভরযোগ্য, অনেক ভালোবাসায় পূর্ণ, সত্যিকারের স্নেহশীল, তাদের কর্মে অনুমানযোগ্য, কৃতজ্ঞ এবং অনুগত। (আলফ্রেড এ মন্টপোর্ট)
  •  একটি প্রাণীর চোখের মধ্যে দুর্দান্ত ভাষায় কথা বলার ক্ষমতা রয়েছে। (মার্টিন বুবার)
  • সকল পোষা প্রাণী অন্যান্য প্রাণী প্রতি দয়া করুন তাহলে তারাও আপনার প্রতি সদয় হবে। (ওয়েসলে পোর্টার)
  • কখনো কখনো আপনার পোষা প্রাণী আপনাকে বাছাই করে নেয়। (জুলি ওয়েঞ্জেল)
  • পোষা প্রাণীরা হল মানবিক। তারা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আমাদের জীবনের রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়া আমাদের দায়িত্ব এবং অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। (জেমস ক্রমওয়েল)

সামাজিক বিজ্ঞান বার্ষিক মূল্যায়ন, সামাজিক বিজ্ঞান বার্ষিক মূল্যায়ন, সামাজিক বিজ্ঞান বার্ষিক মূল্যায়ন, সামাজিক বিজ্ঞান বার্ষিক মূল্যায়ন

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close