৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস - Class 6 Art and Culture Summative Assessment Syllabus

Mofizur Rahman
0

ষষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি এর সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার দিক নির্দেশনা ও সিলেবাস - Class Six Shilpo O Sangskriti 1st Summative Assessment syllabus 2023

৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস - Class 6 Art and Culture 1st Summative Assessment syllabus

(toc)

ষান্মাসিক সামষ্টিক মুল্যায়নের কাজ:-

সারাংশ/সারসংক্ষেপ: শিক্ষার্থীদেরকে ২টি করে গান ও ২টি করে কবিতা দেওয়া হবে যেখান থেকে তারা যেকোনো একটি গান/কবিতা বেছে নিবে এবং প্রস্তুতি নিবে সেটি চুড়ান্ত মূল্যায়নের দিনে উপস্থাপনের জন্য। কবিতা বা গানটিকে তারা আবৃত্তি করে/গেয়ে/ছবি একেঁ বা কোন কিছু গড়ার মাধ্যমেও উপস্থাপন করতে পারে। প্রস্তুতির জন্য তারা ২টি সেশন ও এর মধ্যবর্তী সময় পাবে। চুড়ান্ত মুল্যায়নের দিন শিক্ষকের সামনে তারা কবিতা আবৃত্তি করবে/গান গাইবে/বিষয়ভিত্তিক ছবি আঁকবে বা কোন কিছু তৈরি করবে।


শিক্ষার্থীরা যে ২ টি প্রস্তুতিমূলক সেশন পাবে সেখানে কি কি নিয়ে আলোচনা হবে?

উত্তর: শিক্ষার্থীরা যে ২ টি প্রস্তুতিমূলক সেশন পাবে সেখানে কি কি নিয়ে আলোচনা হবে তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো:-

প্রস্তুতিমূলক সেশন:- ১

এ যাবৎ করা কাজ ফিরে দেখা- “আনন্দধারা” থেকে “স্বাধীনতা তুমি” পর্যন্ত নিজেরা যা যা কাজ করেছে তা নিয়ে জোড়ায় আলোচনা করতে বলবেন। নিজেদের কাজের তালিকা করতে বলবেন এবং কাজগুলো দৃশ্যকলা ও পরিবেশনকলায় ভাগ করে নিতে বলবেন। এরপর সেই তালিকাকে নিচের ভাগ অনুযায়ী শ্রেনিবিন্যাস করতে বলবেন। শ্রেনিবিন্যাস করতে শিক্ষক সহায়তা করবেন।

  • প্রকৃতি ও ঋতু বৈচিত্র্য বিষয়ক কাজ
  • পারিবারিক ঘটনা ও জাতীয় ঘটনা বিষয়ক কাজ
এসব তালিকা বন্ধুখাতায় লিখে রাখতে বলবেন এবং তা নিশ্চিত করবেন।

প্রস্তুতিমূলক সেশন:- ২

শিক্ষক এবারে সকলের জন্য নিচের গান ও কবিতাগুলোর শিরোনাম বোর্ডে লিখে দিবেন।

  • ১. গান: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি
বা
কবিতা: কোনো এক মাকে – আবু জাফর ওবায়দুল্লাহ

  • ২. গান: মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
বা
কবিতা: স্বাধীনতা তুমি – শামসুর রহমান

শিল্প ও সংস্কৃতি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস


আপনাদের সুবিধার জন্য ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দিক নির্দেশনা ও সিলেবাসের সম্পূর্ন পিডিএফ ফািইলটি দেওয়া হলো। নিচের Download বাটনে ক্লিক করে ফাইলটি সরাসরি ডাউনলোড করে রাখতে পারেন।


(getButton) #text=(ফেইসবুক স্টাডি গ্রুপ লিংক) #icon=(download)

(getButton) #text=(Read Online) #icon=(link) #color=(#2339bd)

(getButton) #text=(Download ৬ষ্ঠ শ্রেণির শিল্প ও সংস্কৃতি সিলেবাস PDF) #icon=(download)


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close