৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ১ম অধ্যায় সমাধান - Class 6 Science Inquiry Book Chapter 1 Solution (PDF)

Mofizur Rahman
0

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ১ম অধ্যায় সমাধান - Class 6 Science Inquiry Book Chapter 1 Solution (PDF)

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ১ম অধ্যায় সমাধান - Class 6 Science Inquiry Book Chapter 1 Solution (PDF)

(toc)

মাধ্যমিক/দাখিল ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই এর ১ম অধ্যায়ের সকল সমাধান
Class 6 Science Inquiry Book Chapter 1 Solution (PDF)

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, অধ্যায়-১ (বিজ্ঞান ও প্রযুক্তি) সমাধান

প্রথম অধ্যায়: বিজ্ঞান ও প্রযুক্তি


(এই অধ্যায়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আমরা সে গুলো ও নিচে আলোচনা করেছি।)

বিজ্ঞান কি ও কাকে বলে । বিজ্ঞানের সংজ্ঞা

উত্তরঃ ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য, তার সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক গবেষণা ও সেই গবেষণালব্ধ জ্ঞানভাণ্ডারের নাম বিজ্ঞান। তবে আরও সহজ করে বোঝার জন্য আমাদের "বিজ্ঞান" শব্দটির অর্থ জানা দরকার।

বিজ্ঞান শব্দটি ইংরেজি 'Science' শব্দের বাংলা অনুবাদ। Science শব্দটি আবার এসেছে ল্যাটিন শব্দ 'Scientia' থেকে, যার অর্থ জ্ঞান। বাংলায় বিজ্ঞান শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় বি+জ্ঞান, যার অর্থ দাঁড়ায় বিশেষ জ্ঞান। অর্থাৎ কোন বিষয়ে বিশেষ জ্ঞান কে বলা হয় বিজ্ঞান।

এবার মনে প্রশ্ন জাগতে পারে যে এই "বিশেষ জ্ঞান" আবার কি! আসলে এই "বিশেষ জ্ঞান" ই হল কোন ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য, তার সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক গবেষণা ও সেই গবেষণালব্ধ জ্ঞান।

অতএব, আমরা শুধুমাত্র যখন কোন বিষয় নিয়ে বিস্তর গবেষণা বা পরীক্ষা করি এবং সেই গবেষণা বা পরীক্ষা পর্যবেক্ষণ ও যাচাই করে নিয়মতান্ত্রিক বা সুশৃঙ্খল জ্ঞান লাভ করি তখনই তাকে বিজ্ঞান বলে। আবার যারা এই বিশেষ জ্ঞান অর্জন করেন তাদের আমরা বিজ্ঞানী বলি।

আমাদের একটি প্রচলিত প্রশ্ন হল, বিজ্ঞান কত প্রকার?

উত্তরঃ আসলে বিজ্ঞানকে এমন 'প্রকারে' বিভক্ত করা যায় না। তবে বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে। বিজ্ঞানের এ শাখাগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়।

বিজ্ঞানের তিনটি প্রধান শাখা রয়েছে। এগুলো হল-
১। প্রাকৃতিক বিজ্ঞান
২। সামাজিক বিজ্ঞান
৩। সাধারণ বিজ্ঞান

বিজ্ঞানী মাদাম কুরি এর সংক্ষিপ্ত জীবনী - Marie Curie Short Biography

মারি ক্যুরি (ফরাসি: Marie Curie) (৭ নভেম্বর ১৮৬৭ – ৪ জুলাই ১৯৩৪) প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার লাভ করেন। এই পোলীয় ও ফরাসি বিজ্ঞানী ১৯০৩ সালে তেজস্ক্রিয়তার উপর গবেষণার জন্য তার স্বামী পিয়ের ক্যুরি এবং তেজস্ক্রিয়তার আবিষ্কারক অঁরি বেকেরেলের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পান।

তিনি ছিলেন প্রথম মহিলা বিজ্ঞানী যিনি বিজ্ঞানের দুইটি ভিন্ন শাখায় দুইবার নোবেল পুরস্কার জেতেন। তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়েরও প্রথম মহিলা অধ্যাপক ছিলেন এবং তিনিই ছিলেন প্রথম মহিলা যার অসামান্য মেধার কারণে ১৯৯৫ সালে প্যান্থিয়নে সমাহিত করা হয়।

মারি ক্যুরি ১৮৬৭ সালের ৭ই নভেম্বর পোল্যান্ডের ওয়ারশতে জন্মগ্রহণ করেন, যেটি তখন রাশিয়ান সাম্রাজ্যের অংশ ছিলো। মারি কুরি ওয়ারশর গোপন ভাসমান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন এবং ওয়ার্সাতেই তার ব্যবহারিক বৈজ্ঞানিক প্রশিক্ষণ শুরু করেছিলেন।

১৮৯১ সালে ২৪ বছর বয়সে সে তার বড় বোন ব্রোনিস্লাভাকে অনুসরণ করে প্যারিসে পড়তে যান। সেখানেই সে তার পরবর্তি বৈজ্ঞানিক কাজ পরিচালিত করেছিলেন। ১৯০৩ সালে মারি কুরি তার স্বামী পিয়েরে কুরি এবং পদার্থবিদ হেনরি বেকেরেলের সাথে পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার জেতেন। তিনি এককভাবে ১৯১১ সালে রসায়নেও নোবেল পুরস্কার জেতেন।

পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পান তেজষ্ক্রিয়তা নিয়ে কাজ করার জন্য। আর রসায়নে নোবেল পান পিচব্লেন্ড থেকে রেডিয়াম পৃথক করার জন্য।


বিশ্বের বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এর সংক্ষিপ্ত জীবনী - Isaac Newton Short Biography

নাম (Name): আইজ্যাক নিউটন (Isaac Newton)

জন্ম (Birthday): ১৬৪২ সালের ২৫ শে ডিসেম্বর (25th December 1642)

জন্মস্থান (Birthplace): ইংল্যান্ডের ল্যাঙ্কশায়ার 

অভিভাবক: হ্যানা নিউটন (মা)

জাতীয়তা: ব্রিটিশ

কর্মক্ষেত্র: ধর্মতত্ত্ব, পদার্থবিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, প্রাকৃতিক দর্শন, এবং আলকেমি

প্রতিষ্ঠান: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, রয়েল সোসাইটি

পরিচিতির কারণ: নিউটনীয় বলবিদ্যা,সর্বজনীন মহাকর্ষ সূত্র, ক্ষুদ্রাতিক্ষুদ্র ক্যালকুলাস, আলোকবিজ্ঞান, দ্বিপদী উপপাদ্য, ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা

সমাধিস্থল: ওয়েস্টমিনস্টার অ্যাবি

মৃত্যু (Death): ৩১ মার্চ ১৭২৭ (31st March 1727)

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ১ম অধ্যায় সমাধান - Class 6 Science Inquiry Book Chapter 1 Solution (PDF)

বিশ্বের বিখ্যাত বিজ্ঞানী হরিপদ কাপালী এর সংক্ষিপ্ত জীবনী - Horipodo Kapali Short Biography

হরিপদ কাপালী

জন্ম: হরিপদ ১৭ সেপ্টেম্বর ১৯২২ ঝিনাইদহ

মৃত্যু: ৬ জুলাই ২০১৭ (বয়স ৯৪) ঝিনাইদহ

জাতীয়তা: বাংলাদেশী

নাগরিকত্ব: বাংলাদেশ

পেশা: কৃষক

পরিচিতির কারণ: হরি ধানের উদ্ভাবক বা ১৯৯৬ সালে ধানের নতুন যে জাত তিনি উদ্ভাবন করেন, সেটিই পরে তার নামে হরি ধান পরিচিতি পায়।

দাম্পত্য সঙ্গী: সুনিতী বিশ্বাস

পুরস্কার ও সম্মাননা: হরিপদ স্থানীয় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণস্বাস্থ্যকেন্দ্র, ঢাকা রোটারি ক্লাবসহ বিভিন্ন সংস্থা থেকে প্রায় ১৬টি পদক পেয়েছেন।

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ১ম অধ্যায় সমাধান - Class 6 Science Inquiry Book Chapter 1 Solution (PDF)

প্রযুক্তি

প্রযুক্তি কী?

উত্তরঃ প্রযুক্তি বলতে কোন একটি প্রজাতির বিভিন্ন যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান প্রয়োগের ব্যবহারিক জ্ঞানকে বোঝায়। নিজের প্রাকৃতিক পরিবেশের সাথে প্রজাতিটি কেমন খাপ খাওয়াতে পারছে এবং তাকে কীভাবে ব্যবহার করছে তাও নির্ধারণ করে প্রযুক্তি। মানব সমাজে প্রযুক্তি হল বিজ্ঞান এবং প্রকৌশলের একটি আবশ্যিক ফলাফল।


বৈজ্ঞানিক অনুসন্ধান কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ

উত্তরঃ বৈজ্ঞানিক অনুসন্ধান হল সমস্যা-সমাধান এবং প্রশ্ন করার একটি রূপ যা মানুষকে পর্যবেক্ষণযোগ্য ঘটনা সম্পর্কে আরও বেশি বোঝার জন্য সাহায্য করে । বৈজ্ঞানিক যুক্তির এই শৈলীর একটি বোঝার ভিত্তি তৈরি করে যার উপর বিজ্ঞানের প্রকৃতি নির্ভর করে।

বিভিন্ন রাশির পরিমাপ

পরিমাপ কি?

উত্তরঃ ত্বরণ ছাড়া পরিমাপ সম্ভব নয়। আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথেই মাপ-জোখের ব্যাপারটি জড়িত। এছাড়া বিভিন্ন গবেষণার ক্ষেত্রে সূক্ষ্ম মাপ-জোখের প্রয়োজন হয়।

পদার্থবিজ্ঞানের প্রায় সকল পরীক্ষণেই পদার্থের পরিমাণ, বলের মান, অতিবাহিত সময়, শক্তির পরিমাণ ইত্যাদি জানতে হয়। আমাদের দৈনন্দিন জীবনে এ মাপ-জোখের বিষয়টাকে বলা হয় পরিমাপ। সুতরাং, কোন কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলা হয়।

নিচের সারণিতে আন্তর্জাতিক পদ্ধতির মৌলিক এককগুলোর নাম ও প্রতীক সন্নিবেশ করা হল:

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ১ম অধ্যায় সমাধান - Class 6 Science Inquiry Book Chapter 1 Solution (PDF)


মৌলিক একক ও যৌগিক একক কাকে বলে?

উত্তরঃ মৌলিক এককঃ যে একক স্বাধীন অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বলে।

মৌলিক একক মোট সাতটি। এগুলো হলো– দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক ঔজ্জ্বল্যের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাণের একক মোল।

যৌগিক এককঃ যেসব একক একাধিক মৌলিক একক নিয়ে গঠিত তাকে যৌগিক একক বলে। যেমন : ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য ও প্রস্থ এককের গুণফল। এখানে শুধুমাত্র দৈর্ঘ্য বা প্রস্থ দ্বারা ক্ষেত্রফলের একক নির্ধারণ করা যায় না। তাই ক্ষেত্রফলের একক একটি যৌগিক একক।

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ১ম অধ্যায় সমাধান - Class 6 Science Inquiry Book Chapter 1 Solution (PDF)

অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর/১৩ নং পৃষ্ঠার উত্তর।

১। তোমরা নিশ্চয়ই পিঁপড়াকে সারি বেঁধে যেতে দেখেছ। সারিটি ভেঙে দিলেও কিছুক্ষণের ভেতর পিঁপড়ারা আবার তাদের সারিটি তৈরি করে ফেলে। বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতিটি ব্যবহার করে তোমরা কি বের করতে পারবে পিঁপড়া কীভাবে এটি করে?


উত্তরঃ একটি প্রশ্ন যার উত্তর বের করতে হবে। কীভাবে পিঁপড়া আবার সারিটি তৈরী করে এ সম্পর্কে যা কিছু গবেষণা হয়েছে তা জেনে নেওয়া।

পিঁপড়া কীভাবে সারি তৈরী করে তা কারো জানা থাকলে বা কোথাও থেকে পড়ে নিতে হবে।

প্রশ্নটির সম্ভাব্য ব্যখ্যা দাঁড় করানো।
পিঁপড়া তাঁদের ঘ্রাণের মাধ্যমে আবার একে অপরকে অনুসরণ করে। এক্ষেত্রে একটি সেওচ্ছাসেবী পিপড়াকে আমরা দেখি আবার সকলকে সারাদানের মাধ্যমে সারি তৈরী করে ফেলে।

২। বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ছয়টি ধাপের মাঝে কোনটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? কেন?


উত্তরঃ বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। কিন্তু এর মাঝে একটি প্রশ্ন যার উত্তর বের করতে হবে এই ধাপটিকে আমই গুরুত্বপুর্ণ মনে করি। কেননা আমরা কী বের করবো? কী জানতে চাই? সেটি যদি না জানি আমরা অনুস্নধান করতে পারবোনা।

যে কোন কিছুর শুরুতে কী করতে হবে বা গন্তব্য কোথায় তা জানা বেশ গুরুত্বপূর্ণ।

৩। বিজ্ঞানী এবং বিজ্ঞানমনস্ক এই দুইটির মাঝে পার্থক্য কী?

উত্তরঃ বিজ্ঞানী এবং বিজ্ঞানমনস্ক এই দুইটির মাঝে পার্থক্য নিচে দেওয়া হলো:-
৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ১ম অধ্যায় সমাধান - Class 6 Science Inquiry Book Chapter 1 Solution (PDF)


বাকী প্রশ্নের উত্তর গুলো সহ সম্পূর্ণ অধ্যায়ের উত্তর পাবেন নিচের পিডিএফ Preview থেকে।



















Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close