অর্থ বুঝে বাক্য লিখি - ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় সমাধান - Class 6 Bangla Chapter 3 Solution (PDF) 2023

Mofizur Rahman
0

অর্থ বুঝে বাক্য লিখি - ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় সমাধান পর্ব ১ | Class 6 Bangla Chapter 3 Solution PDF 2023

অর্থ বুঝে বাক্য লিখি - ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় সমাধান - Class 6 Bangla Chapter 3 Solution (PDF) 2023

(toc)

মাধ্যমিক/দাখিল ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় (অর্থ বুঝে বাক্য লিখি) ছকসহ সমাধান (১ম পরিচ্ছেদ)

৬ষ্ঠ শ্রেণি/Class 6 বাংলা ৩য় অধ্যায় সমাধান New Curriculum Textbooks Bangla Chapter 3 Guide 2023 মাধ্যমিক/দাখিল স্তর উভয়ের জন্য।

তৃতীয় অধ্যায়: অর্থ বুঝে বাক্য লিখি
১ম পরিচ্ছেদ: শব্দের শ্রেণি


এই অধ্যায়ের মধ্যে কিছু ব্যাকরণের প্রশ্ন ও রয়েছে। আমরা আগে সে গুলো নিচে আলোচনা করি।

বিশেষ্য

প্রশ্ন:- বিশেষ্য কাকে বলে?

উত্তর:- বাক্যে যেসব শব্দ দিয়ে কোনো নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে। অথবা যে শব্দ দ্বারা কোন কিছুর নাম অর্থাৎ কোন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, বা অন্য কোন কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। অথবা যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, কাজ বা গুণের নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। যেমন: বই, নদী, পাখি, ফুল, ঢাকা, মানুষ, শিক্ষক, বাহিনী ইত্যাদি।

প্রশ্ন: বিশেষ্য পদ কত প্রকার ও কি কি? উদাহরণসহ আলোচনা করো।

উত্তর: বিশেষ্য পদের কয়েকটি শ্রেণীবিভাগ আছে। যেমন:

১। সংজ্ঞাবাচক বিশেষ্য

যেসব বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট স্থান, নদী, পর্বত, সমুদ্র, প্রসিদ্ধ গ্রন্থ বা ব্যক্তির নাম বোঝায়, তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলা হয়। যেমন: আকবর, রানা, লন্ডন, তাজমহল ইত্যাদি।

২। স্থানবাচক বিশেষ্য

যেসব বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট স্থানের নাম বোঝায়, তাকে স্থানবাচক বিশেষ্য বলা হয়। যেমন: রাজশাহী, ময়নামতি ইত্যাদি।

৩। বস্তুবাচক বিশেষ্য

যে বিশেষ্য পদের সাহায্যে কোনো বস্তু বোঝায় এবং যার সংখ্যা নির্দেশ করা যায় না, শুধু পরিমাণ নির্দেশ করা যায়, তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন: পানি, লবণ ইত্যাদি।

৪। জাতিবাচক বিশেষ্য

যে বিশেষ্য পদের সাহায্যে কোনো প্রাণী বা বস্তুর জাতি বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন: মানুষ, মুসলমান, হিন্দু ইত্যাদি।

৫। গুণবাচক বিশেষ্য

যে বিশেষ্য পদে কোনো গুণ, অবস্থা ও ভাবের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন: সুখ, দুঃখ, দয়া, বীরত্ব ইত্যাদি।

৬। ক্রিয়াবাচক বিশেষ্য

যে বিশেষ্য পদে কোনো কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন: ঘুমান, গমন, যাওয়া ইত্যাদি।

৭। সমষ্টিবাচক বিশেষ্য

যে বিশেষ্য পদে সমষ্টি বোঝায়, তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন: জনতা, সমিতি, সভা, দল ইত্যাদি।

নমুনা ১

হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছাল। সে রবিবার রাতের ট্রেনে তার বড়ো বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর রেলস্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো দোতলা রাস্তাবোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা-সহ নানা রকম ফুল থরে থরে সাজানো রয়েছে। তার ঠিক পাশেই একটা ফলের দোকান। সেখান থেকে বড়ো বোন কিছু পেয়ারা কিনল। ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো। টেবিলে নাশতা দেওয়া ছিল। হাত-মুখ ধুয়ে সে নাশতা করতে বসল। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা। তাই খাওয়া শেষ করেই টেলিভিশনের সামনে গিয়ে বসল। ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল, তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল।


উপরের নমুনা থেকে নাম বোঝায় এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো।


২০ নং পৃষ্ঠার উত্তরঃ-

উত্তর:
হাবিব, সোমবার, ঢাকা, রবিবার, ট্রেন, বোন, রাজশাহী, কমলাপুর, রেলস্টেশন, বাসা, ফ্লাইওভার, রাস্তা, ফুলের দোকান, রজনীগন্ধ, গোলাপ, গাঁদা, ফুল, পরিবার, টেবিল, নাশতা, হাত মুখ, বাংলাদেশ, দল, ক্রিকেট, টেলিভিশন।

লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও। তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো।

পাঠ থেকে বিশেষ্য খুঁজি।

‘চিঠি বিলি’ছড়া ও ‘সুখী মানুষ’নাটক থেকে বিশেষ্য শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো।

২১ নং পৃষ্ঠার উত্তরঃ-

উত্তর: 

‘চিঠি বিলি’ থেকে পাওয়া

ছাতা, মাথা, ব্যাঙ, চিঠি, টাপুস-টুপুস, খেয়া, দেয়া, খেয়ানা, মাঝি, চিংড়ি, বাচ্চা, চোখ, মাঝি, বিল, রোধ, নদী, ভাই, ভেটকি, মাছ, নাতনি, দেশ, কাতলা, দেশ, বাদলা, বর্ষা।

‘সুখী মানুষ’ থেকে পাওয়া

মোড়ল, কবিরাজ, হাসু, রহমত, লোক, নাড়ি, সুবর্ণপুর, মানুষ, গোরু, ধান, ওষুধ, রোগী, প্রাণী, মামাতো, ভাই, মনিব, বাঘ, চোখ, হিমালয়, পাহাড়, সমুদ্র, চন্দ্ৰ, নক্ষত্র, হাড়, মুখ, শরবত, মুরগি, সুখ, দুঃখ, রাত্রি, জামা, বন, চাঁদ, হাত, গ্রাম, ঘর, পেটুক, ভূত, কাঠ, বাজার, চোর, দুনিয়া ৷

অনুচ্ছেদ লিখে বিশেষ্য খুঁজে

কোনো একটি বিষয় নিয়ে ১০০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে বিশেষ্য শব্দগুলোর নিচে দাগ দাও।

২২ নং পৃষ্ঠার উত্তরঃ-

উত্তর:
অর্থ বুঝে বাক্য লিখি - ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৩য় অধ্যায় সমাধান - Class 6 Bangla Chapter 3 Solution (PDF) 2023


৩য় অধ্যায়ের ১ম পরিচ্ছেদ এর সম্পূর্ণ উত্তর নিচের পিডিএফ থেকে দেখে নেন।


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!