Sociology Brief Suggestions- For 1st Year সমাজবিজ্ঞান

Mofizur Rahman
0

Sociology Brief Suggestions- For 1st Year সমাজ বিজ্ঞান সাজেশন ২০২৩

Honours 1st Year
All Department
Introducing Sociology
Part-A Suggestions
বিভাগ-ক (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)

Sociology Brief Suggestions- For 1st Year(সমাজবিজ্ঞান)

সমাজবিজ্ঞান

বিষয় কোড : ২১২০০৯

১. সর্বপ্রথম কোন সমাজবিজ্ঞানী Sociology প্রত্যয়টি ব্যবহার করেন?
উত্তরঃ সমাজবিজ্ঞানী অগাস্ট কোৎ।

২. সমাজবিজ্ঞানের ইংরেজি Sociology শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ ল্যাটিন শব্দ Socio এবং গ্রীক শব্দ logos থেকে।

৩. কোন বিজ্ঞানকে সমাজের দর্পন বলা হয়?
উত্তরঃ সমাজবিজ্ঞানকে।

৪. সমাজবিজ্ঞানী এফ.এইচ.গিডিংসের সবচেয়ে বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তরঃ Principles of Sociology.

৫. সমাজবিজ্ঞানের চারটি শাখার নাম লিখ?
উত্তরঃ সমাজ মনোবিজ্ঞান, অপরাধবিজ্ঞান, পরিবেশ সমাজবিজ্ঞান, সামাজিক পরিসংখ্যান।

৬. সমাজবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা?
উত্তরঃ সামাজিক বিজ্ঞানের।

৭. “যে কোন বয়স্ক মানুষের মন সামাজিক পরিবেশের ফল”- উক্তিটি কার?
উত্তরঃ সমাজবিজ্ঞানী ম্যাক ডুগালের।

৮. সমাজবিজ্ঞান যদি সমাজ সম্পর্কীত বিজ্ঞান হয় তবে নৃবিজ্ঞান কী?
উত্তরঃ মানুষ সম্পর্কীত বিজ্ঞান

৯. সমাজবিজ্ঞান পাঠের চারটি গুরুত্ব লিখ।
উত্তরঃ সমাজ, সামাজিক সমস্যা, সামাজিক পরিবেশ এবং সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানা।

১০. “Sociology is a value-free science”- উক্তিটি কার?
উত্তরঃ সমাজবিজ্ঞানী কোয়েনিগের

১১. অগাস্ট কোৎ সর্বপ্রথম কত সালে ও কোন গ্রন্থে Sociology শব্দটি ব্যবহার করেন?
উত্তরঃ Positive Philosophy নামক গ্রন্থে ১৮৩৯ সালে।

১২. সমাজবিজ্ঞানের ধারণাকে ব্যক্ত করতে অগাস্ট কোৎ সর্বপ্রথম কোন শব্দটি ব্যবহার করেন?
উত্তরঃ Social Physics.

১৩) প্রশ্নঃ Auguste Comte (অগাস্ট কোৎ) কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৭৯৮ সালের ১৯ জানুয়ারি ফ্রান্সের মন্টিপেলিয়ারে।

১৪. অগাস্ট কোৎ-এর দু'টি বিখ্যাত গ্রন্থের নাম লিখ ।
উত্তরঃ Positive Philosophy, A System of Positive Polity,

১৫. প্রশ্নঃ অগাস্ট কোৎ-এর উল্লেখযোগ্য অবদানসমূহের নাম লিখ।
উত্তরঃ সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতা, দৃষ্টবাদ, ত্রয়স্তরের সূত্র, বিজ্ঞানসমূহের উচ্চক্রম ইত্যাদি।

১৬. অগাস্ট কোৎ দৃষ্টবাদকে কত ভাগে ভাগ করেছেন ও কী কী?
উত্তরঃ বিজ্ঞানসমূহের দর্শন, বিজ্ঞানসম্মত ধর্ম ও নীতিশাস্ত্র, দৃষ্টবাদী রাজনীতি।

১৭. অগাস্ট কোৎ-এর ত্রয়ীস্তরের সূত্র তিনটি কী কী?
উত্তরঃ ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর, অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর ও দৃষ্টবাদী স্তর।

১৮. অগাস্ট কোৎ-এর ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর তিনটি কী কী?
উত্তরঃ বস্তুভিত্তিক স্তর, বহুদেববাদ স্তর ও একেশ্বরবাদ স্তর।

১৯. হার্বাট স্পেন্সারের দু'টি বিখ্যাত গ্রন্থের নাম লিখ?
উত্তরঃ Principles of Sociology ও The Man Verses the State.

২০. হার্বাট স্পেন্সার ব্যক্তিস্বাতন্ত্রবাদ সম্পর্কে কোন গ্রন্থে আলোচনা করেছেন?
উত্তরঃ The Man Verses the State গ্রন্থে।

২১. এমিল ডুর্খেইম কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮৫৮ খ্রিস্টাব্দের ১৫ এপ্রিল ফ্রান্সের লরিন প্রদেশের ইপিনালে।

২২. এমিল ডুর্খেইমের তিনটি বিখ্যাত গ্রন্থের নাম লিখ ? (৪
উত্তরঃ The Rules of Sociological Method, The Division of Labour, Suicide.

২৩. এমিল ডুর্খেইম কত প্রকার ও কী কী আত্মহত্যার কথা বলেছেন?
উত্তরঃ চার প্রকার- আত্মকেন্দ্রিক, পরার্থপর, নৈরাজ্যমূলক ও হতাশামূলক।

২৪. আমলাতন্ত্রের জনক কে? 
উত্তরঃ ম্যাক্স ওয়েবার।

২৫. ম্যাক্স ওয়েবারের সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কী?
উত্তরঃ Essays in Sociology.

২৬. ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের কতটি বৈশিষ্টের কথা বলেছেন?
উত্তরঃ ছয়টি।

২৭. কার্ল মার্কস কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮১৮ সালের ৫ মে প্রুশিয়ার রাইনল্যান্ড প্রদেশের টিভস নামক স্থানে।

২৮ কার্ল মার্কসের দু'টি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লিখ?
উত্তরঃ The Communist Menifesto, Das Capital.

২৯. মার্কসবাদ কী?
উত্তরঃ কার্ল মার্কসের দৃষ্টিভঙ্গি ও শিক্ষাসমূহই হচ্ছে মার্কসবাদ।

৩০. বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে?
উত্তরঃ কার্ল মার্কস মানব সমাজের উৎপত্তি, বিকাশ ও ভবিষ্যৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যে ব্যাখ্যা দেন তাকেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলে।

৩১. সংস্কৃতি কী?
উত্তরঃ সংস্কৃতি হলো মানুষের ভাবগত ও বস্তুগত বিষয়সমূহ যা তাদের দৈনন্দিন জীবন যাপন ও সৃষ্টিশীলতার জন্য অপরিহার্য।

৩২. “Culture is the sum total of man's creation” উক্তিটি কার?
 উত্তরঃ সমাজবিজ্ঞানী Jones-এর।

৩৩. সংস্কৃতির বহুল আলোচিত এবং গ্রহণযোগ্য সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
উত্তরঃ E. B. Tylor.

৩৪. যে সংস্কৃতির ধরাছোঁয়া যোগ্য দৃষ্টিগোচর এবং সহজে উপলব্দিযোগ্য তাকে কি বলে?
উত্তরঃ বস্তুগত সংস্কৃতি।

৩৫. 'Cultural diffusion'- শব্দটির অর্থ কী?
উত্তরঃ সংস্কৃতির ব্যাপ্তি ।

৩৬. “Cultural lag' শব্দটি কে সর্বপ্রথম কত সালে ও কোন গ্রন্থে ব্যবহার করেন?
উত্তরঃ ১৯১২ সালে W. F. Ogburn, Social Change গ্রন্থে।

৩৭. সাংস্কৃতিক ব্যবধান কাকে বলে?
উত্তরঃ সংস্কৃতির একটি অংশ বা রূপ অন্য অংশের সাথে ভারসাম্যহীনভাবে পিছে পিছে পড়ে যায়।

৩৮. “আমাদের যা আছে তাই আমাদের সভ্যতা”- উক্তিটি কার?
উত্তরঃ সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের।

৩৯. সংস্কৃতির অগ্রসরমান বস্তুগত উপাদানকে কী বলে
উত্তরঃ সভ্যতা।

৪০. সমাজ জীবনে কোন কোন উপাদান প্রভাব বিস্তার করে?
উত্তরঃ ভৌগোলিক, বংশগতি, অর্থনৈতিক ও দল বা সামাজিক উপাদান। 

৪১. বিরোধী সংস্কৃতি কী?
উত্তরঃ মূল সংস্কৃতির সাথে উপ- সংস্কৃতির বিরোধ।

৪২. মানুষের জীবনধারা কোন নিয়ামক দ্বারা বিশেষভাবে প্রভাবিত?
উত্তরঃ অর্থনৈতিক।

৪৩. ‘বিশ্বায়ন’ শব্দের অর্থ কি?
উত্তরঃ বিশ্বকে একীভূত করা

৪৪. কোন কোন ক্ষেত্রে বিশ্বায়নের বিস্তরণ ঘটেছে?
উত্তরঃ প্রযুক্তি, তথ্য, অর্থনৈতিক এবং সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে।

৪৫. মার্ক্সীয় ধারণায় সংস্কৃতি হচ্ছে?
উত্তরঃ উপরি কাঠামো।

৪৬. কে সংস্কৃতিকে "Super Organic" বলে আখ্যায়িত করেছেন?
উত্তর: Herbert Spencer.

৪৭. মানুষের সামাজিক বৈশিষ্ট্য কোনটিতে প্রতিফলিত?
উত্তরঃ সংস্কৃতি।

৪৮. কোন সমাজ কতটা উন্নত তা পরিমাপ করা হয় কিসের উপর ভিত্তি করে?
উত্তরঃ সংস্কৃতি।

৪৯. আমাদের দেশে বিশ্বায়নের তিনটি ইতিবাচক দিক লিখ।
উত্তরঃ আন্তর্জতিক সম্পর্ক বৃদ্ধি, অবাধ বাণিজ্য, জ্ঞানের ক্ষেত্র প্রসারিত হওয়া।

৫০. আমাদের দেশে বিশ্বায়নের তিনটি নেতিবাচক দিক লিখ।
উত্তরঃ মেধা পাচার, শিল্পক্ষেত্রে অসমপ্রতিযোগিতা, অপসংস্কৃতির বিকাশ।

৫১.  বিশ্বায়নের কুফল দূর করার জন্য বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য তিনটি পদক্ষেপ লিখ?
উত্তরঃ তথ্য প্রযুক্তির বিকাশ, বৃত্তিমূলক শিক্ষার প্রসার,সুশাসন বজায় রাখা।

৫২. আমাদের দেশে মুক্ত আকাশ সংস্কৃতির তিনটি নেতিবাচক দিক লিখ।
উত্তরঃ অপসংস্কৃতির বিকাশ, নৈতিক অধোগতি, বিলাস খাদ্য-দ্রব্যাদির প্রসার।

৫৩. আমাদের দেশে মুক্ত আকাশ সংস্কৃতির তিনটি ইতিবাচক দিক লিখ।
উত্তরঃ দৃষ্টি ভঙ্গির প্রসার, জ্ঞানের বিকাশ, বিনোদনের ক্ষেত্র প্রসার।

৫৪. গণমাধ্যমের সাম্প্রতিক ও সর্বাধুনিক মাধ্যম কী?
উত্তরঃ ইন্টারনেট।

৫৫. কোন গণ মাধ্যমটি বিশ্বায়নকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে?
উত্তরঃ ইন্টারনেট।

৫৬. E-mail-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Electronic Mail.

৫৭. WWW -এর পূর্ণরূপ কী?
উত্তরঃ World Wide Web.

৫৮. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের তিনটি অসুবিধা লিখ।
উত্তরঃ সীমিত গতি, ব্যয়বহুল, নেটওয়ার্কের সমস্যা।

৫৯. “Folkways are the recognized or accepted ways of behaving in society”- উক্তিটি কার?
উত্তরঃ William Graham Sumner.

৬০. Global Culture গ্রন্থটির পূর্ণ নাম কী?
উত্তরঃ Global Culture: Nationalism, Globalization and Modernity.

প্রশ্নঃ নগরায়ন কি?
উত্তরঃ একটি প্রক্রিয়া।

গ্রামীণ জীবন ছেড়ে শহরের দিকে ধাবিত হবার প্রবণতাকে কি বলা হয়?
উত্তরঃ নগরায়ন।

প্রশ্নঃ বাংলাদেশে অপরিকল্পিত নগরায়নের ফলে কোন সমস্যাটি হচ্ছে?
উত্তরঃ আবাসিক সমস্যা।

প্রশ্নঃ কোন শ্রেণীর জনগোষ্ঠী বস্তির সৃষ্টি করছে?
উত্তরঃ আর্থ সামাজিক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী।

প্রশ্নঃ “দেশের জনসংখ্যার একটি ক্রমবর্ধমান অংশ শহরে বসবাস করার প্রক্রিয়াই নগরায়ন”-উক্তিটি কোথাকার? উত্তরঃ জাতিসংঘ রিপোর্টের।

প্রশ্নঃ শিল্পায়ন ও নগরায়নের ফলে উদ্ভূত প্রধান তিনটি সামাজিক সমস্যা লিখ।
উত্তরঃ যৌথ পরিবারের বিলোপ, নৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং কিশোর অপরাধ বৃদ্ধি।

প্রশ্নঃ অপসংস্কৃতি হলো?
উত্তরঃ সংস্কৃতির বিকৃতি ।

প্রশ্নঃ প্রাচীনকাল থেকে প্রাক-ব্রিটিশ আমল পর্যন্ত বারত-বাংলাদেশের বৃমি নির্ভর কৃষি সমাজের গ্রামগুলো কেমন ছিল?
উত্তরঃ স্বয়ংসম্পূর্ণ গ্রাম সংস্থা।

প্রশ্নঃ বাংলাদেশে বস্তি এলাকা বৃদ্ধির তিনটি প্রধান কারণ লিখ।
উত্তরঃ দারিদ্র, অধিক হারে গ্রামের লোকজনের শহরে আগমণ, শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের নৈকট্য।

প্রশ্নঃ জলবায়ু পরিবর্তনের মূল কারণ কী?
উত্তরঃ মানুষের অনিয়ন্ত্রিত কার্যকলাপ ।

প্রশ্নঃ ৭০ এর দশকে নারী উন্নয়নে কয়টি স্কুল গড়ে উঠেছে?
উত্তরঃ ৩টি।

প্রশ্নঃ WID এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Woman in development.

প্রশ্নঃ Woman in development (WID) তত্ত্বের উদ্ভব ঘটে কোথায়?
উত্তরঃ ওয়াশিংটনে।

প্রশ্নঃ WID তত্ত্ব কী?
উত্তরঃ নারীদেরকে উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা।

প্রশ্নঃ WAD এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Woman and Development

প্রশ্নঃ নারী ও উন্নয়ন (WAD) তত্ত্ব কী?
উত্তরঃ একটি নব্য মার্কসীয় ধারণা যা নারীর উপার্জনক্ষম কর্মকান্ড বৃদ্ধির উপর জোর দেয়।

প্রশ্নঃ GAD এর পূর্ণরূপ কোনটি?
উত্তরঃ Gender and development.

প্রশ্নঃ জেন্ডার ও উন্নয়ন (GAD) তত্ত্ব কী?
উত্তরঃ অর্থনৈতিক স্বয়ং সম্পূর্ণতাকে ছাড়িয়ে নারীকে রাজনৈতিক আত্মনির্ভরশীলতা পর্যন্ত প্রসারিত করা।

প্রশ্নঃ নারীর ক্ষমতায়ন কাকে বলে?
উত্তরঃ রাষ্ট্রের সকল স্তরে নারীর অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করা ।

প্রশ্নঃ প্রথম বিশ্ব নারী সম্মেলন কত সালে ও কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭৫ সালে, মেক্সিকোতে।

প্রশ্নঃ চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কত সালে ও কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৫ সালে, চীনের রাজধানী বেইজিং-এ ।

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের কোন কোন ধারায় নারীর অধিকার স্বীকৃত হয়েছে?
উত্তরঃ ২৮ নং অনুচ্ছেদে।

প্রশ্নঃ পরিবেশবাদীদের মতে বর্তমান বিশ্বে কোন সমস্যাটি তীব্র আকার ধারণ করছে?
উত্তরঃ জলবায়ু পরিবর্তন ও বৈশিক উষ্ণায়ন।

প্রশ্নঃ বৈশিক উষ্ণতা বৃদ্ধির কারণে প্রধাণতঃ কী ঘটছে?
উত্তরঃ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

প্রশ্নঃ ২০০৯ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ডেনমার্ক।

প্রশ্নঃ বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যাবে? উত্তরঃ ২০ শতাংশ।

প্রশ্নঃ কত তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়?
উত্তরঃ ৫ জুন।

প্রশ্নঃ ১৯৫০ হতে১৯৮০ সাল পযর্ন্ত পৃথিবীর কত ভাগ বনভূমি ধ্বংশপ্রাপ্ত হয়েছে ?
উত্তরঃ ১৫% বনভূমি ।

প্রশ্নঃ দুর্যোগ কাকে বলে?
উত্তরঃ পরিবেশের ব্যাপক ধ্বংসসাধন এবং মানব জীবনযাত্রার ভারসাম্যহীনতা।

৯) প্রশ্নঃ সুনামী কী ধরনের দুর্যোগ?
উত্তরঃ প্রাকৃতিক দুর্যোগ।

প্রশ্নঃ যথাযথ পর্যবেক্ষণ ও বিশ্লেষনের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ, প্রস্তুতি ও পুনরুদ্ধার কার্যক্রমকে কী বলে? উত্তরঃ দুর্যোগ ব্যবস্থাপনা

প্রশ্নঃ দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কী?
উত্তরঃ ক্ষয়-ক্ষতি হ্রাস, পুনর্বাসন ও পুনরুদ্ধার।

প্রশ্নঃ দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি ও কী কী?
উত্তরঃ ৩টি, যথা : ক) দুর্যোগপূর্ব খ) দুর্যোগকালীন ও গ) দুর্যোগ পরবর্তী পর্যায়।

প্রশ্নঃ প্রতিবেশের ইংরেজি Ecology শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ গ্রীক শব্দ Oikos এবং Logos থেকে

প্রশ্নঃ জাতিসংঘের কোন কোন সংস্থা দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
উত্তরঃ FAO, UNICEF, UNDP, WEP, WHO এবং UNHCR.

 প্রশ্নঃ বনশূন্যতা কাকে বলে?
উত্তরঃ ভূমির বিভিন্নমুখী ব্যবহারের জন্য বন উজার করার প্রক্রিয়া।

প্রশ্নঃ বনশূন্যতা কত প্রকার ও কী কী?
উত্তরঃ তিন প্রকার যথাঃ বিশৃঙ্খলাজনীত, রূপান্তরজনীত ও ধ্বংসাত্মক।

প্রশ্নঃ বনশূন্যতার কারণকে প্রধানতঃ কতভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তরঃ দু'ভাগে যথাঃ প্রত্যক্ষ ও পরোক্ষ ।

প্রশ্নঃ বনশূন্যতা কোন কোন বিষয়ের উপর ব্যাপক প্রভাব ফেলে?
উত্তরঃ সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলে।

প্রশ্নঃ গ্রীন হাউজ এফেক্ট কী?
উত্তরঃ বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি।

প্রশ্নঃ গ্রীন হাউজ এফেক্টের জন্য দায়ী গ্যাসসমূহ কী কী?
উত্তরঃ সি.এফ.সি, কার্বন-ডাই অক্সাইড প্রভৃতি।

প্রশ্নঃ গ্রীন হাউজ এফেক্ট বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে?
উত্তরঃ ওজোন স্তরকে।

প্রশ্নঃ ওজোন স্তরের কাজ কী?
উত্তরঃ পৃথিবীতে অতিবেগুনী রশ্মির প্রবেশকে বাধা প্রদান।

প্রশ্নঃ REDD কী?
উত্তরঃ বন না কেটে সংরক্ষণের মাধ্যমে এর থেকে আর্থিক সুবিধা প্রাপ্তি।

প্রশ্নঃ Horticulture শব্দটির অর্থ কী?
উত্তরঃ উদ্যানতত্ত্ব।

প্রশ্নঃ “নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর উঁচু-নীচু অবস্থানের ভিত্তিতে যে শ্রেণিগত পার্থক্য হয় তা সামাজিক স্তর বিন্যাস”- উক্তিটি কে করেছেন?  উত্তরঃ সমাজ বিজ্ঞানী সরোকিন।

প্রশ্নঃ সামাজিক স্তরবিন্যাসের ধরনসমূহ লিখ।
উত্তরঃ ক) দার্স ব্যবস্থা খ) সামন্ত ব্যবস্থা গ) শ্রেণি ব্যবস্থা ও ঘ) বর্ণপ্রথা।

প্রশ্নঃ সামাজিক স্তরবিন্যাসের প্রথম ও প্রাচীন শ্রেণিভিত্তিক সমাজব্যবস্থা কোনটি?
উত্তরঃ দাস ব্যবস্থা ।

প্রশ্নঃ সামন্ত ব্যবস্থায় কয়টি শ্রেণি দেখতে পাওয়া যায় ও কী কী?
উত্তরঃ ৩টি- যাজক, অভিজাত ও সাধারণ শ্রেণিg

প্রশ্নঃ সামাজিক গতিশীলতা বলতে কি বুঝ?
উত্তরঃ পদমর্যাদার পরিবর্তন।

প্রশ্নঃ উৎপাদন সংগঠনে অভিন্ন ভূমিকা পালনকারী কিছু মানুষের সমষ্টিকে কী বলে?
উত্তরঃ সামাজিক শ্রেণি

প্রশ্নঃ শ্রেণিব্যবস্থায় প্রধানতঃ কয়টি শ্রেণি দেখতে পাওয়া যায় ও কী কী?
উত্তরঃ ৩ টি-ও উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত।

প্রশ্নঃ বর্ণপ্রথার ইংরেজি Caste শব্দটি এসেছে কোন শব্দ থেকে এবং এর অর্থ কী?
উত্তরঃ পর্তুগিজ শব্দ Casta থেকে যার অর্থ কুল বা জাতি |

প্রশ্নঃ হিন্দুদের প্রধান বর্ণ কতটি ও কী কী?
উত্তরঃ চারটি- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।

প্রশ্নঃ সামাজিক পার্থক্য ও সামাজিক স্তরবিন্যাসের মধ্যবর্তীরূপ কোনটি?
উত্তরঃ সামাজিক অসমতা।

প্রশ্নঃ 'সামাজিক অসমতা' শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ Social Inequality

প্রশ্নঃ সামাজিক অসমতার জন্য দায়ী উপাদানসমূহকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তরঃ ২ ভাগে, জৈবিক ও সামাজিক

প্রশ্নঃ যখন সামাজিক অসমতা প্রাতিষ্ঠানিক রূপধারণ করে তখন তাকে কী বলে?
উত্তরঃ সামাজিক স্তরবিন্যাস।

প্রশ্নঃ সামাজিক গতিশীলতা কাকে বলে ?
উত্তরঃ একটি নির্দিষ্ট সামাজিক পদমর্যাদা থেকে অন্য একটি সামাজিক পদমর্যাদায় স্থানান্তর

প্রশ্নঃ সামাজিক গতিশীলতার ক্ষেত্রে ব্যক্তির নীচু থেকে উঁচু বা উঁচু থেকে নীচে নেমে যাওয়াকে কী বলে? উত্তরঃ লাম্বিক গতিশীলতা ।

প্রশ্নঃ সামাজিক গতিশীলতার ক্ষেত্রে ব্যক্তি যদি অবস্থার পরিবর্তন না করতে পারে তাকে কী বলে? উত্তরঃ বদ্ধ গতিশীলতা ।

প্রশ্নঃ সামাজিক গতিশীলতা কত প্রকার ও কী কী?
উত্তরঃ অনুভূমিক ও লাম্বিক ।

প্রশ্নঃ একই সামাজিক স্তর থেকে অনুরূপ স্তরে যাওয়া-আসাকে কী বলে?
উত্তরঃ অনুভূমিক গতিশীলতা।

প্রশ্নঃ মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে মানব সমাজ বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
উত্তরঃ ৫টি।

প্রশ্নঃ মানব সমাজ বিকাশের প্রাথমিক স্তর কোনটি?
উত্তরঃ শিকার ও খাদ্যসংগ্রহ ভিত্তিক সমাজ।

প্রশ্নঃ “হয় ভুরিভোজ, নয় উপবাস” -কোন সমাজের বৈশিষ্ট্য?
উত্তরঃ শিকার ও খাদ্যসংগ্রহ ভিত্তিক সমাজ।

প্রশ্নঃ মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে মানব সমাজ বিকাশের প্রাথমিক স্তর কোনটি?
উত্তরঃ সাম্যবাদী সমাজ।

প্রশ্নঃ খাদ্য সংগ্রহ কৌশলের পরবর্তী পর্যায়ের নাম কী?
উত্তরঃ খাদ্য উৎপাদন সমাজ।

প্রশ্নঃ খাদ্য উৎপাদন সমাজকে কত ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তরঃ ২ ভাগে, যথাঃ পশুপালন, , কৃষিভিত্তিক

প্রশ্নঃ উদ্যানভিত্তিক কৃষির সূচনা করে কারা?
উত্তরঃ মহিলারা।

প্রশ্নঃ পরিবার ব্যবস্থার সূচনা হয় কোন সমাজে?
উত্তরঃ কৃষিভিত্তিক সমাজে।

প্রশ্নঃ পরিবার ব্যবস্থার পূর্বে সমাজ কেমন ছিল?
উত্তরঃ যুথবদ্ধ সমাজ।

প্রশ্নঃ বর্ণমালার উদ্ভব ঘটে কোন সমাজে?
উত্তরঃ কৃষিভিত্তিক সমাজে।

প্রশ্নঃ ব্যক্তিগত মালিকানার সূত্রপাত ঘটে কোন সমাজে?
উত্তরঃ কৃষিভিত্তিক সমাজে।

প্রশ্নঃ আদিম সাম্যবাদী সমাজের পরবর্তী স্তরের নাম কী?
উত্তরঃ দাস সমাজ।

প্রশ্নঃ মানুষের যে সব আচরণ সামাজিক মূল্যবোধর পরিপন্থী, সমাজে অসংগতি ও বিশৃঙ্খলার সৃষ্টি করে তাকে কী বলে ?
উত্তরঃ বিচ্যুত আচরণ।

প্রশ্নঃ বিচ্যুত আচরণের প্রধান ধরণসমূহ লিখ।
উত্তরঃ আচরণ, অভ্যাস, মনস্তাত্ত্বিক, ও সাংস্কৃতিক বিচ্যুতি।

প্রশ্নঃ বিচ্যুতি প্রধানতঃ কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার, মুখ্য ও গৌণ।

প্রশ্নঃ প্রধান মূল্যবোধ পরিপন্থী আচরণকে কী বলে?
উত্তরঃ মুখ্য বিচ্যুতি।

প্রশ্নঃ পরিবর্তনশীল আচরণ পরিপন্থী পরিপন্থী আচরণকে কী বলে?
উত্তরঃ গৌণ বিচ্যুতি।

প্রশ্নঃ ক্লাশের মধ্যে ধুমপান করা কোন ধরনের বিচ্যুতি?
উত্তরঃ মুখ্য বিচ্যুতি।

প্রশ্নঃ বিচ্যুত আচরণের তত্ত্ব কয়টি ও কী কী?
উত্তরঃ দু'টি, যথাঃ পার্থক্যমূলক সম্পৃক্ততা তত্ত্ব ও মার্ক্সবাদী তত্ত্ব।

প্রশ্নঃ পার্থক্যমূলক সম্পৃক্ততা তাত্ত্বের প্রবক্ত কে?
উত্তরঃ বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড।

প্রশ্নঃ সাদারল্যান্ড কত সালে পার্থক্যমূলক সম্পৃক্ততা তত্ত্ব প্রদান করেন?
উত্তরঃ ১৯৩৯ সালে।

প্রশ্নঃ অপ্রাপ্ত বয়স্কদের দ্বারা সংঘটিত অপরাধকে কী বলে?
উত্তরঃ কিশোর অপরাধ।

প্রশ্নঃ কিশোর অপরাধের কারণ কী কী?
উত্তরঃ বংশগত, মনস্তাত্ত্বিক, সামাজিক, অর্থনৈতিক, সামাজিক, ভৌগোলিক।

প্রশ্নঃ প্রধানতঃ কী কী উপায়ে কিশোর অপরাধ দূর করা যায়?
উত্তরঃ প্রতিরোধমূলক ও সংশোধনমূলক।

প্রশ্নঃ কতকগুলো নিয়ম-নীতি ও মূল্যবোধের সমষ্টি যা সামাজিক শৃঙ্খলা ও সংহতি বজায় রাখে তাকে কী বলে?
উত্তরঃ সামাজিক নিয়ন্ত্রণ।

প্রশ্নঃ সামাজিক নিয়ন্ত্রণের উপর লিখিত প্রথম প্রামাণ্য গ্রন্থ কোনটি ও তা কোন সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯০১ সালে প্রকাশিত Social Control.

প্রশ্নঃ Social Control গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ E. A, Ross.

প্রশ্নঃ অধ্যাপক T. B. Bottomore সামাজিক নিয়ন্ত্রণকে প্রধানতঃ কত ভাগে ভাগ করেছেন ও কী কী?
উত্তরঃ ভাগে, যথাঃ প্রত্যক্ষ ও পরোক্ষ।

প্রশ্নঃ সমাজ কর্তৃক গৃহীত ও অনুমোদিত আচার-আচরণ ও রীতি-নীতিকে কী বলে?
উত্তরঃ লোকাচার।

প্রশ্নঃ আদর্শ, বিশ্বাস, প্রথা, লোকাচার, লোকনীতি প্রভৃতি সামাজিক নিয়ন্ত্রণের কোন ধরণের মাধ্যম? উত্তরঃ অ-বিধিবদ্ধ বা অনানুষ্ঠানিক মাধ্যম।

প্রশ্নঃ আইন, শিক্ষা, বলপ্রয়োগ প্রভৃতি সামাজিক নিয়ন্ত্রণের কোন ধরণের মাধ্যম ?
উত্তরঃ বিধিবদ্ধ বা আনুষ্ঠানিক মাধ্যম।

প্রশ্নঃ “সামাজিক অসঙ্গতি হলো সামাজিক ভারসাম্য, সংহতি ও সমঝোতার অভাব”- উক্তিটি কার?
উত্তরঃ সমাজ বিজ্ঞানী এমিল ডুর্খীমের।

প্রশ্নঃ নৈরাজ্য বা Anomie প্রত্যয়টি কে প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ সমাজ বিজ্ঞানী এমিল ডুখীম।

প্রশ্নঃ বিচ্ছিন্নতাবোধ(Alienation) প্রত্যয়টি কে প্রথম ব্যাপকভাবে ব্যবহার করেন?
উত্তরঃ কার্ল মার্ক্স।

প্রশ্নঃ ব্যক্তিস্বাতন্ত্রবাদ কোন তিনটি স্বাধীনতার সমন্বয়ে গড়ে উঠেছে?
উত্তরঃ চিন্তা, মত ও আচরণ বা কাজ করার স্বাধীনতা

প্রশ্নঃ প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও।
উত্তরঃ শিক্ষা প্রতিষ্ঠান।

প্রশ্নঃ আদর্শ কী?
উত্তরঃ গোষ্ঠী বা সমাজের মানদন্ড।

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী স্বাস্থ্য কি?
উত্তরঃ দৈহিক, মানসিক এবং সামাজিক সুস্থতা।

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সংক্ষেপে কি বলা হয়?
উত্তরঃ WHO.

প্রশ্নঃ কত সালে বাংলাদেশ সরকার গৃহীত শিশু অধিকার ঘোষণায় সনদে স্বাক্ষর করেন?
উত্তরঃ ১৯৯০ সালে।

প্রশ্নঃ এইচআইভি/এইডস এবং যৌনাচার পরিবাহিত রোগ বিষয়ক জাতীয় নীতি কত সালে প্রণীত হয়?
উত্তরঃ ১৯৯৬ সালে।

প্রশ্নঃ এসটিডি (STD) কী?
উত্তরঃ যৌনাচার পরিবাহিত রোগ।

প্রশ্নঃ WHO-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ World Health Organization.

প্রশ্নঃ HIV কী ধরণের রোগ?
উত্তরঃ যৌনাচার পরিবাহিত রোগ।

প্রশ্নঃ HIV পূর্ণরূপ কী?
ten: Human Immune deficiency Virus.

প্রশ্নঃ AIDS-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Acquired Immune Deficiency Syndrome.

প্রশ্নঃ AIDS-এর ফলে কী হয়?
উত্তরঃ রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয়।

প্রশ্নঃ জন্ডিস কোথায় হয়?
উত্তরঃ লিভার বা যকৃতে।

প্রশ্নঃ হেপাটাইটাস-বি কোন রোগের জীবানু?
উত্তরঃ জন্ডিসের।

প্রশ্নঃ হেপাটাইটাস-বি-এর ব্যাপক সংক্রমণে কী হয়?
উত্তরঃ লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হতে পারে।

প্রশ্নঃ WHO-এর মতানুসারে মানবদেহে সহনীয় আর্সেনিকের মাত্রা কত?
উত্তরঃ ০.০৫ মি.গ্রা/কে.জি।


sociology brief suggestions, sociology brief suggestions, sociology brief suggestions, sociology brief suggestions, sociology brief suggestions, sociology brief suggestions, sociology brief suggestions, sociology brief suggestions, sociology brief suggestions, sociology brief suggestions, sociology brief suggestions, sociology brief suggestions

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close