Political Theory Brief Suggestion 1st year- রাষ্ট্রবিজ্ঞান

Mofizur Rahman
0

Political Theory Brief Suggestion 1st year- রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩


অনার্স ১ম বর্ষ সাজেশন
Political Theory
বিষয় কোড : ২১১৯০৯
বিভাগ-ক (অতিসংক্ষিপ্তন প্রশ্নোত্তর)

Political Theory Brief Suggestions For 1st year


বিভাগ-ক (অতিসংক্ষিপ্তন প্রশ্নোত্তর)

প্রশ্নঃ “সময়ের পরিপ্রেক্ষিত ব্যতীত রাষ্ট্রসম্পর্কীত কোন তত্ত্বই অনুধাবন করা সম্ভব নয়”-উক্তিটি কার?
উত্তরঃ প্রফেসর এইচ. জে. লাস্কি।

প্রশ্নঃ রাষ্ট্রচিন্তার উন্মেষ সাধিত হয় কার মাধ্যমে?
উত্তরঃ গ্রীক নগর রাষ্ট্রের মাধ্যমে।

প্রশ্নঃ রাষ্ট্রদর্শনের প্রচীন যুগ কত সাল থেকে কোন সাল পর্যন্ত বিস্তৃত ছিল?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ৫২০ খ্রিস্টাব্দ পর্যন্ত।

প্রশ্নঃ রাষ্ট্রদর্শনের প্রচীন যুগ কত সাল থেকে কোন সাল পর্যন্ত বিস্তৃত ছিল ?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ৫২১ থেকে ১৪০০ খ্রিস্টাব্দ পর্যন্ত।

প্রশ্নঃ রাষ্ট্রদর্শনের প্রচীন যুগ কত সাল থেকে কোন সাল পর্যন্ত বিস্তৃত ছিল?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ১৪০০ থেকে ১৮৩১ খ্রিস্টাব্দ পর্যন্ত

প্রশ্নঃ ভাববাদ বলতে কি বুঝ?
উত্তরঃ যে মতবাদ মনে করে যে, বস্তু মনে নিরপেক্ষ অস্তিত্ব নেই।


প্রশ্নঃ পাশ্চাত্য রাষ্ট্র চিন্তা কয়টি পর্যায়ে বিভক্ত?
উত্তরঃ ২টি ।

প্রশ্নঃ রেনেসাঁ শব্দের অর্থ কি?
উত্তরঃ পুনর্জাগরণ।

প্রশ্নঃ রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে দার্শনিক পদ্ধতির তিনজন সমর্থকের নাম লিখ।
উত্তরঃ প্লেটো, জ্যা জ্যাক রুশো, টমাস হবস্ ।

প্রশ্নঃ এরিস্টটল কোন বিষয়কে 'সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান' বলেছেন?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানকে ।

প্রশ্নঃ Political science is that part of science which analyses the foundations of the state and the principles of government -এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
উত্তরঃ অধ্যাপক জর্জ ক্যাটলিন।

প্রশ্নঃ এরিস্টটল ‘রাষ্ট্রজ্ঞিান' কে কি নামে অভিহিত করেছেন?
উত্তরঃ Politics

প্রশ্নঃ 'Political science begins and ends with the state' –এ বক্তব্যটি কার?
উত্তরঃ অধ্যাপক গার্নার -এর।

প্রশ্নঃ ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় – কে বলেছেন?
উত্তরঃ অধ্যাপক বার্জেস ।

প্রশ্নঃ ‘মানুষের প্রয়োজন মেটানোর জন্য রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে'-কে বলেছেন?
উত্তরঃ এরিস্টটল ।

প্রশ্নঃ 'রাষ্ট্রবিজ্ঞানের জনক' বলে আখ্যায়িত করা হয় কাকে?
উত্তরঃ এরিস্টটলকে ।

প্রশ্নঃ এরিস্টটল রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি?
উত্তরঃ The Politics

প্রশ্নঃ 'রাষ্ট্রীজ্ঞান ছাড়া ইতিহাসের আলোচনা নিস্ফল এবং ইতিহাস ব্যতীত রাষ্ট্রজ্ঞিান ভিত্তিহীন' – কে বলেছেন?
উত্তরঃ জন সিলী ।

প্রশ্নঃ ‘Wealth of the Nations' গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ এ্যাডাম স্মিথ।

প্রশ্নঃ ‘রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে - কে বলেছেন?
উত্তরঃ অধ্যাপক গেটেল ।

প্রশ্নঃ 'রাষ্ট্রবিজ্ঞানকে গতিশীল বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে?
উত্তরঃ লর্ড ব্রাইস ।

প্রশ্নঃ 'যে সমাজবদ্ধ হয়ে বাস করে না, হয় সে পশু না হয় দেবতা' উক্তিটি কার?
উত্তরঃ এরিস্টটলের

প্রশ্নঃ ‘মানুষের সুন্দর জীবনের জন্য রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং উন্নত জীবনে জন্য তা অব্যাহত ও সক্রিয় থাকে এটি কার উক্তি? উত্তরঃ এরিস্টটলের ।

প্রশ্নঃ ইংল্যান্ডের 'গৌরবময় বিপ্লব' কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ ১৬৮৮ সালে।

১৭। প্রশ্নঃ 'ফরাসি বিপ্লব' কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ ১৭৮৯ সালে ।

১৮। প্রশ্নঃ Politics শব্দটি কোন ভাষার কোন শব্দ থেকে উদ্ভূত এবং এর অর্থ কী?
উত্তরঃ গ্রীক শব্দ Police থেকে উদ্ভূত যার অর্থ নগর বা নগর রাষ্ট্র ।

প্রশ্নঃ ক্ষমতার আঞ্চলিক বন্টন নীতি অনুসারে বাংলাদেশ কি ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত?
উত্তরঃ এককেন্দ্রীক সরকার ।

প্রশ্নঃ Foedus শব্দের অর্থ কি?
উত্তরঃ সন্ধি বা মিলন ।

প্রশ্নঃ সরকারের কয়টি বিভাগ এবং কি কি?
উত্তরঃ তিনটি- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।

প্রশ্নঃ আইন অনুযায়ী ভোটাধিকার প্রাপ্ত নাগরিকের সমষ্টিকে বলে?
উত্তরঃ নির্বাচকমন্ডলী।

প্রশ্নঃ “গণতন্ত্র হল জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের শাসন”- কার উক্তি?
উত্তরঃ আব্রাহাম লিংকন।

প্রশ্নঃ সরকারের আধুনিক শ্রেণী বিভাগ করেছেন কে?
উত্তরঃ লিকক ।

প্রশ্ন : History provides the third dimension of political science" - কার উক্তি?
উত্তরঃ W.F.Willoughby (ডব্লিউ. এফ. উইলোবী

প্রশ্নঃ রাষ্ট্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন কে?
উত্তরঃ অধ্যাপক গার্নার।

প্রশ্নঃ 'কেনো নির্দিষ্ট ভূ-খন্ডে রাজনেতিকভাবে সংগঠিত জনসমাজই রাষ্ট্র'-কে সংজ্ঞাটি দিয়েছেন?
উত্তরঃ ব্লন্টসলি ।

প্রশ্নঃ রাষ্ট্রের সবচেয়ে গুরত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তরঃ সার্বভৌমত্ব

প্রশ্নঃ কোন দার্শনিক রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য করেননি?
উত্তরঃ এরিস্টটল ।

প্রশ্নঃ রাজনেতিক ভাবে সংগঠিত হয়ে কী গঠিত হয়? 
উত্তরঃ রাষ্ট্র ।

প্রশ্নঃ রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি?
উত্তরঃ ঐশ্বরিক মতবাদ।

প্রশ্নঃ রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে ঐশ্বরিক মতবাদের মূলকথা কী ?
উত্তরঃ রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি

প্রশ্নঃ সর্বপ্রথম কোন চিন্তাবিদ 'রাষ্ট্র' শব্দটি ব্যবহার করেন?
উত্তরঃ নিকোলো মেকিয়াভেলী ।

প্রশ্নঃ সামাজিক চুক্তি মতবাদ অনুসারে কীভাবে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে?
উত্তরঃ চুক্তির মাধ্যমে ।

প্রশ্নঃ সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা?
উত্তরঃ হবস, লক এবং রচশো প্রমুখ।

প্রশ্নঃ হবসের মতে ‘প্রকৃতির রাজ্যে' মানব জীবন কেমন ছিল?
উত্তরঃ দ্বন্দ-কোলাহলপূর্ণ এবং ক্ষণস্থায়ী ।

প্রশ্নঃ রাষ্ট্রকে ‘একটি প্রয়োজনীয় আপদ' বলে অভিহিত করেছেন কারা?
উত্তরঃ নৈরাজ্যবাদী দার্শনিকেরা

প্রশ্নঃ 'রাষ্ট্র একটি প্রয়োজনীয় অথচ ক্ষতিকর প্রতিষ্ঠান' মন্তব্যটি কাদের?
উত্তরঃ ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী দার্শনিকগণের

প্রশ্নঃ রাষ্ট্র সম্পর্কে সবচেয়ে বিজ্ঞানসম্মত এবং গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে?
উত্তরঃ অধ্যাপক গার্নার ।

প্রশ্নঃ আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ 'রাষ্ট্র' শব্দটির পরিবর্তে কোন শব্দটি ব্যবহার করেন?
উত্তরঃ 'রাজনৈতিক ব্যবস্থা ।

প্রশ্নঃ “Sovereignty is the supreme will of the state" —উক্তিটি কার?
উত্তরঃ উইলোবির ।

প্রশ্নঃ 'আমিই রাষ্ট্র' -উক্তিটি কার?
উত্তরঃ ফরাসি সম্রাট চতুর্দশ লুই -এর।

প্রশ্নঃ 'De Civitate Dei' কার লেখা গ্রন্থ?
উত্তরঃ সেন্ট অগাস্টিন লিখিত ।

প্রশ্নঃ 'Will, not force, is the basis of the state'- এটি কার উক্তি?
উত্তরঃ টি.এইচ.গ্রিনের ।

প্রশ্নঃ রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত মতবাদগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
উত্তরঃ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ।

প্রশ্নঃ State শব্দটি কোন ভাষার কোন শব্দ থেকে এসেছে? উত্তরঃ ফরাসী শব্দ Lo Stato থেকে ।

প্রশ্নঃ Demos ও Kratia শব্দের অর্থ কি?
উত্তরঃ যথাক্রমে জনগণ ও শাসন।

প্রশ্ন ঃ“A state is people organized for law within a definite territory”- - কার উক্তি?
উত্তরঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।

প্রশ্ন ঃ আইনগত সার্বভৌম প্রতিষ্ঠানের উদাহরণ দাও?
উত্তরঃ রাষ্ট্র।

প্রশ্ন ঃ কোন্ বিমূর্ত উপাদানটি ছাড়া রাষ্ট্র হয় না?
উত্তরঃ সার্বভৌমত্ব।

প্রশ্নঃ 'Sovereignty' শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ Supreanus/Supreannus

প্রশ্নঃ ‘Sovereignty is the supreme will of the state' -সংজ্ঞাটি কে দিয়েছেন?
উত্তরঃ অধ্যাপক উইলোবি ।

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের রাজা/রাণী কোন ধরনের সার্বভৌমত্বের প্রতীক? উত্তরঃ নামসর্বস্ব সার্বভৌমত্বের ।

প্রশ্নঃ ‘Voice of the people is the voice of God' - কোন ধরনের সার্বভৌমত্বের মূলমন্ত্র?
উত্তরঃ গণসার্বভৌমত্বের ।

প্রশ্নঃ আইনসংগত সার্বভৌমত্বের সার্থক প্রবক্তা কে?
উত্তরঃ জন অস্টিন।

প্রশ্নঃ সার্বভৌমত্ব মতবাদগুলোকে কতভাগে ভাগ করা যায়?
উত্তরঃ দুইভাগেঃ একত্ববাদী ও বহুত্ববাদী।

প্রশ্নঃ অস্টিন কোন গ্রন্থে তাঁর সার্বভৌমত্বের মতবাদ তুলে ধরেছেন?
উত্তরঃ ‘Lectures on Jurisprudance' গ্রন্থে ।

প্রশ্নঃ অস্টিনের সার্বভৌমত্বের সংক্রান্ত মতবাদকে কি বলা হয়?
উত্তরঃ একত্ববাদ বা আইনসংগত মতবাদ

প্রশ্নঃ “সার্বভৌমত্বের আদেশই আইন”- উক্তিটি কে করেছেন?
উত্তরঃ জন অস্টিন ।

প্রশ্নঃ 'Law' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ টিউটনিক মূল 'Lag' থেকে।

প্রশ্নঃ ‘Lag' - আভিধানিক অর্থ কি?
উত্তরঃ স্থির বা অপরিবর্তনীয়।

প্রশ্নঃ“Law is the command of sovereign" (সার্বভৌমের আদেশই আইন)-সংজ্ঞাটি কে দিয়েছেন?
উত্তরঃ জন অস্টিন।

প্রশ্নঃ “Law is the passionless reason মতামতটি কে দিয়েছেন?
উত্তরঃ এরিস্টটল ।

প্রশ্নঃ আইনের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন কে?
উত্তরঃ উড্রো উইলসন ।

প্রশ্নঃ আইনের তিনটি উৎস লিখ । 
উত্তরঃ প্রথা, আইনসভা, আইন বিষয়ক গ্রন্থ।

প্রশ্নঃ ‘Liberty' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ ল্যাটিন শব্দ 'Liber' থেকে ।

প্রশ্নঃ 'Liber’- শব্দের অর্থ কি? But no
উত্তরঃ যুক্ত বা স্বাধীন।

প্রশ্নঃ 'Over himself, over his own body and mind, the individual is sovereign'- উক্তিটি কে করেছেন? উত্তরঃ জন স্টুয়ার্ট মিল ।

প্রশ্নঃ জন স্টুয়ার্ট মিল লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উত্তরঃ On Liberty

প্রশ্নঃ 'Man is born free but everywhere he is in chains' – উক্তিটি কে করেছেন?
উত্তরঃ রুশো ।

প্রশ্নঃ "নিয়ন্ত্রণ থাকার কারণেই স্বাধীনতা রক্ষা পায়'- উক্তিটি কে করেছেন?
উত্তরঃ উইলোবি ।

প্রশ্নঃ 'Eternal vigilence is the price of liberty'- উক্তিটি কে করেছেন?
উত্তরঃ অধ্যাপক লাস্কি।

প্রশ্নঃ ফরাসি বিপ্লবের মূলকথা কী ছিল?
উত্তরঃ স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব ।

প্রশ্নঃ ব্যক্তির চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা বা যেকোনো প্রকার আত্মরক্ষার স্বাধীনতা- কোন ধরনের স্বাধীনতা? উত্তরঃ ব্যক্তি স্বাধীনতা ।

প্রশ্নঃ ভোটদানের অধিকার, রাষ্ট্রীয় পদে নির্বাচিত হওয়ার অধিকার, সভা সমিতি ও মিছিল করার অধিকার, সরকারি কার্যের সমালোচনা করার অধিকার- কোন ধরনের স্বাধীনতা?
উত্তরঃ রাজনৈতিক স্বাধীনতা।

প্রশ্নঃ 'Where there is no law, there is no freedom' (“যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না”) - উক্তিটি কে করেছেন? উত্তরঃ জন লক।

প্রশ্নঃ স্বাধীনতার তিনটি রক্ষাকবচ লিখ।
উত্তরঃ আইন, গণসচেতনতা, শিক্ষা।

প্রশ্নঃ ‘সাম্য ছাড়া স্বাধীনতা মূল্যহীন'- উক্তিটি কে করেছেন?
উত্তরঃ রুসো।

প্রশ্নঃ ‘রাষ্ট্র কোন নাগরিকের ধর্ম, গোত্র, লিঙ্গ প্রভৃতির ক্ষেত্রে কোনো পার্থক্য করবে না'- বংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ইহা উল্লিখিত আছে?  উত্তরঃ ২৮ নং অনুচ্ছেদে।

প্রশ্নঃ ‘জাতি, ধর্ম, বর্ণ ও পেশাগত কারণে যখন মানুষে-মানুষে কোনো
পার্থক্য করা যায় না'- তখন তাকে কি বলে? উত্তরঃ সামাজিক সাম্য।

প্রশ্নঃ রাজনৈতিক ক্ষেত্রে যদি জাতি, ধর্ম, বর্ণ ও নারী-পুরষ নির্বিশেষে ভোটাধিকার লাভ করে, সকলেই নির্বাচিত হওয়ার অধিকার পায় তাহলে কোন ধরণের সাম্য প্রতিষ্ঠিত হয়েছেবলা যায়?
উত্তরঃ রাজনৈতিক সাম্য

প্রশ্নঃ ‘আয় ও বৈষম্যের অনস্তিত্ব-কোন ধরণের সাম্যের মূলকথা?
উত্তরঃ অর্থনৈতিক সাম্যের।

প্রশ্নঃ ‘আইনের চোখে সকলেই সমান' - কোন ধরণের সাম্যের মূলকথা?
উত্তরঃ আইনগত সাম্য।

প্রশ্নঃ “Every state is known by the rights that it maintains’-অধিকার সম্পর্কে এই বিখ্যাত উক্তিটি কার? উত্তরঃ প্রফেসর লাস্কি।

প্রশ্নঃ প্রফেসর লাস্কি কোন গ্রন্থে অধিকার সম্পর্কে আলোচনা করেছেন?
উত্তরঃ ‘A Grammar of Politics' গ্রন্থে।

প্রশ্নঃ সাধারন অর্থে অধিকার বলতে কি বুঝায়?
উত্তরঃ স্বত্ব বা দাবিকে ।

প্রশ্নঃ কোন ধরনের অধিকার অমান্য করলে বিবেকের দংশন বা লোকনিন্দার সম্মুখীন হতে হয়?
উত্তরঃ নৈতিক অধিকার ।

প্রশ্নঃ ‘Nation' শব্দটি কোন শব্দ থেকে এসেছে এবং এর অর্থ কী?
উত্তরঃ ল্যাটিন শব্দ ‘Natio' বা 'Natus' থেকে যার অর্থ জন্ম।

প্রশ্নঃ ইতালীয় জাতীয়তাবাদের জনক কে?
উত্তরঃ ম্যাৎসিনি।

প্রশ্নঃ ”জাতীয়তা মূলত এক মানসিক অবস্থা; এক প্রকার সজীব মানসিকতা"- উক্তিটি কার?
উত্তরঃ ফরাসি লেখক রেনানের ।

প্রশ্নঃ কাকে জাতীয়তাবাদের জনক বলা হয়?
উত্তরঃ নিকোলো মেকিয়াভেলীকে ।

প্রশ্নঃ জাতীয়তাবাদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তরঃ ভাবগত ঐক্য ।

প্রশ্নঃ জাতীয়তাবাদের চারটি বৈশিষ্ট্য লিখ
উত্তরঃ মানসিক ঐক্য, রাজনৈতিক চেতনা, ভিন্নতা, ঐক্যবদ্ধতা।

প্রশ্নঃ ‘আমরা যা তাই আমাদের সংস্কৃতি'- উক্তিটি কোন সমাজবিজ্ঞানী করেছেন?
উত্তরঃ অধ্যাপক ম্যাকাইভার

প্রশ্নঃ প্রফেসর অ্যালমন্ড ও পাওয়েল তাঁদের কোন গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে আলোচনা করেছেন? উত্তরঃ Comparative Politics: A Developmental Approach.

প্রশ্নঃ ‘Elite' শব্দের মূল অর্থ কী?
উত্তরঃ Choice বা পছন্দ ।

প্রশ্নঃ ফরাসিরা এলিট বলতে কী বুঝিয়েছেন?
উত্তরঃ বাছাই বা পছন্দকৃত পণ্যসামগ্রীকে ।

প্রশ্নঃ মুষ্টিমেয়, দক্ষ এবং গুণাবলি সম্বলিত ব্যক্তিরাই সাধারণত কী নামে পরিচিত?
উত্তরঃ এলিট ।

প্রশ্নঃ টি. বি. বটোমোর কোন গ্রন্থে এলিটের সংজ্ঞা দিয়েছেন?
উত্তরঃ ‘Elites and Society' গ্রন্থে।

প্রশ্নঃ প্যারাটোর লিখিত গ্রন্থের নাম কী?
উত্তরঃ The Mind and Society.

প্রশ্নঃ মসকা'র মতে এলিট কে?
উত্তরঃ সুসংগঠিত সংখ্যালঘু শাসকশ্রেণী

প্রশ্নঃ মস্কা'র লিখিত গ্রন্থের নাম কী?
উত্তরঃ The Ruling Class.

প্রশ্নঃ ‘গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি' তত্ত্বটি কার দেওয়া?
উত্তরঃ রবার্ট মিশেলস্ -এর দেওয়া ।

প্রশ্নঃ “All political parties are organized oligarchically "- উক্তিটি কে করেছেন?
উত্তরঃ রবার্ট মিশেলস ।

প্রশ্নঃ ”The Man and Society” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ John Plamenatz.

প্রশ্নঃ ম্যাক্স ওয়েবার কোথায় এবং কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ জার্মানির আরফুর্ট নামক স্থানে ১৮৬৪ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন ।

প্রশ্নঃ ম্যাক্স-ওয়েবার তার কোন গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন?
উত্তরঃ ‘Essays in Sociology' – নামক গ্রন্থে ।

প্রশ্নঃ আমলাতন্ত্রের জনক কে?
উত্তরঃ ম্যাক্স ওয়েবার ।

প্রশ্নঃ 'Bureacracry' – শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ ফরাসি শব্দ ‘Bureau' ও গ্রিক শব্দ 'Kartein' থেকে ।

প্রশ্নঃ বুৎপত্তিগত দৃষ্টিকোণ থেকে আমলাতন্ত্রের অর্থ কী?
উত্তরঃ টেবিল বা দফতরনির্ভর শাসনব্যবস্থা ।.

প্রশ্নঃ “The civil service is a professional body of officials, permanent, paid and skilled " সংজ্ঞাটি কে দিয়েছেন? উত্তরঃ প্রফেসর ফাইনার ।

প্রশ্নঃ আমলাতন্ত্রকে ম্যাক্স ওয়েবার কোন মডেলে বিশ্লেষণ করেছেন?
উত্তরঃ আইনসংগত ও যুক্তিসংগত মডেলে।

প্রশ্নঃ ম্যাক্স-ওয়েবারের আমলাতন্ত্রকে কোন ধরনের সংগঠন বলা যায়?
উত্তরঃ আদর্শ প্রকৃতির ।

প্রশ্নঃ আমলাতন্ত্রকে ‘দুষ্টচক্র' বলেছেন কে?
উত্তরঃ মাইকেল ক্রোজিয়ার।

প্রশ্নঃ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ কার্ল মার্কস।

প্রশ্নঃ বুৎপত্তিগত দৃষ্টিকোণ থেকে আমলাতন্ত্রের অর্থ কী?
উত্তরঃ টেবিল বা দফতরনির্ভর শাসনব্যবস্থা ।.

প্রশ্নঃ “The civil service is a professional body of officials, permanent, paid and skilled " সংজ্ঞাটি কে দিয়েছেন? উত্তরঃ প্রফেসর ফাইনার।

প্রশ্নঃ আমলাতন্ত্রকে ম্যাক্স ওয়েবার কোন মডেলে বিশ্লেষণ করেছেন?
উত্তরঃ আইনসংগত ও যুক্তিসংগত মডেলে।

প্রশ্নঃ ম্যাক্স-ওয়েবারের আমলাতন্ত্রকে কোন ধরনের সংগঠন বলা যায়?
উত্তরঃ আদর্শ প্রকৃতির।

প্রশ্নঃ প্লেটো কত সালে জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেন?
উত্তরঃ প্লেটো ৪২৭ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ ও ৩৪৭ খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন।

প্রশ্নঃ কোন দার্শনিকের নীতির ভিত্তিতে প্লেটো তাঁর রাষ্ট্রদর্শন রচনা করেন?
উত্তরঃ সক্রেটিসের।

প্রশ্নঃ সক্রেটিসের কোন নীতির ভিত্তিতে প্লেটো তাঁর রাষ্ট্রদর্শন রচনা করেন?
উত্তরঃ সগুণই জ্ঞান ।

প্রশ্নঃ প্লেটোর সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ কোনটি?
উত্তরঃ The Republic.

প্রশ্নঃ গুরচ কে ছিলেন?
উত্তরঃ সক্রেটিস।

প্রশ্নঃ প্লেটোর The Republic -এর পূর্ব নাম কী ছিল ?
উত্তরঃ The Concerning Justice.

প্রশ্নঃ প্লেটোর আসল নাম কী?
উত্তরঃ এরিস্টোক্লিস।

প্রশ্নঃ প্লেটোর রাষ্ট্র কোন্ ধরণের সংস্থা?
উত্তরঃ নৈতিকতা সম্পর্কীত ।

প্রশ্নঃ গণতন্ত্রের মহান নায়ক কে?
উত্তরঃ পেরিক্লিস।

প্রশ্নঃ প্লেটোর কোন পদ্ধতিতে তাঁর রাষ্ট্রদর্শন রচনা করেন?
উত্তরঃ অবরোহ ।

প্রশ্নঃ অবরোহ পদ্ধতি কী?
উত্তরঃ পূর্ব নির্ধারিত বা পূর্ব কল্পিত সূত্র প্রয়োগ।

প্রশ্নঃ প্লেটোর মতে ব্যক্তি জীবনের উপাদান কয়টি ও কী কী?
উত্তরঃ তিনটি - প্রজ্ঞা, বিক্রম ও প্রবৃত্তি।

প্রশ্নঃ প্লেটোর মতে রাষ্ট্রীয় জীবনে কতটি শ্রেণি বিদ্যমান?
উত্তরঃ তিনটি- দর্শনিক, যোদ্ধা ও উৎপাদক শ্রেণি।

প্রশ্নঃ প্লেটো তাঁর শ্রেণিগুলোকে কোন্ কোন্ ধাতব উপাদানের সঙ্গে তুলনা করেছেন?
উত্তরঃ দর্শনিক-স্বর্ণের, যোদ্ধা-রৌপ্যের ও উৎপাদক-লৌহের সঙ্গে তুলনা করেছেন ।

প্রশ্নঃ প্লেটোর শিক্ষাব্যবস্থা প্রধানতঃ কত ভাগে বিভক্ত?
উত্তরঃ ২ ভাগে- প্রাথমিক ও উচ্চশিক্ষা ।

প্রশ্নঃ প্লেটোর উচ্চ শিক্ষা কত কত স্তরে বিভক্ত ও কী কী? উত্তরঃ ৩ স্তরেঃ প্রথম স্তর-২০ থেকে ৩০, দ্বিতীয় স্তর-৩০-৩৫ ও তৃতীয় স্তর -৩৫ থেকে ৫০ বছর।

প্রশ্নঃ প্লেটোর শিক্ষা ব্যবস্থার প্রধান উপাদান কতটি ও কী কী?
উত্তরঃ ২ টি-সংগীত ও শরীর চর্চা।

প্রশ্নঃ গ্রীক ভাষায় সংগীতের অর্থ কী?
উত্তরঃ কাব্য, সাহিত্য,গীতি,বাদ্য,নৃত্য।

প্রশ্নঃ প্লেটোর নারী ও পুরষের জন্য কী ধরনের শিক্ষাব্যবস্থার কথা বলেছেন?
উত্তরঃ অভিন্ন শিক্ষা ব্যবস্থা।

প্রশ্নঃ “Know thyself ”- উক্তিটি কার?
উত্তরঃ সক্রেটিসের।

প্রশ্নঃ প্লেটোর শিক্ষাব্যবস্থার উদ্দেশ্য কী?
উত্তরঃ ব্যক্তির পরিপূর্ণ বিকাশ।

প্রশ্নঃ প্লেটোর বিখ্যাত তিনটি গ্রন্থের নাম লিখ।
উত্তরঃ The Republic, The Statesman, The Laws.

প্রশ্নঃ এরিস্টটল কোথায় ও কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ গ্রীসের ম্যসিডোনের উপকূলবর্তী স্ট্যাগিরা নামক স্থানে ৩৮৪ খ্রিস্টপূর্বাব্দে।

প্রশ্নঃ এরিস্টটল কোথায় ও কত সালে মৃত্যুবরণকরেন?
উত্তরঃ ইউবিয়াতে ৩২২ খ্রিস্টপূর্বাব্দে

প্রশ্নঃ এরিস্টটল কোন পদ্ধতিতে তাঁর রাষ্ট্রদর্শন রচনা করেন ?
উত্তরঃ আরোহ।

প্রশ্নঃ আরোহ পদ্ধতি কী?
উত্তরঃ অনুসন্ধান, পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণ তথা বৈজ্ঞানিক পদ্ধতি ।

প্রশ্নঃ এরিস্টটলের বিখ্যাত তিনটি গ্রন্থের নাম লিখ ।
উত্তরঃ The Politics, The Logic, The Constiution of Athens |

প্রশ্নঃ এরিস্টটলের মতে কোন্ ধরণের শাসন ব্যবস্থা উত্তম?
উত্তরঃ পলিটি।

প্রশ্নঃ পলিটি কী?
উত্তরঃ রাজতন্ত্র ও অভিজাততন্ত্রের মাঝামাঝি এক ধরণের শাসন ব্যবস্থা যা এরিস্টটলের মতে সর্বোত্তম শাসন ব্যবস্থা ।

প্রশ্নঃ এরিস্টটল উদ্দেশ্যের ভিত্তিতে সরকারকে কত ভাগে ভাগ করেছেন ও কী কী?
উত্তরঃ ২ ভাগে- স্বাভাবিক ও বিকৃত ।

প্রশ্নঃ এরিস্টটল রাষ্ট্রকে কার সঙ্গে তুলনা করেছেন?
উত্তরঃ জীবদেহের সঙ্গে।

প্রশ্নঃ পরিবার সম্পর্কে এরিস্টটলের মত কী?
উত্তরঃ সম্পূর্ণ স্বাভাবিক ও প্রাকৃতিক।

প্রশ্নঃ এরিস্টটল বিপ্লবের কারণসমূহকে কত ভাগে ভাগ করেছেন?
উত্তরঃ দুই ভাগে- সাধারণ কারণ ও বিশেষ কারণ।

প্রশ্নঃ এরিস্টটলের মতে রাষ্ট্রের রোগ কোনটি?
উত্তরঃ বিপ্লব।

প্রশ্নঃ এরিস্টটলের মতে নিকৃষ্টতম সরকার কোনটি?
উত্তরঃ গণতন্ত্র।

প্রশ্নঃ সেন্ট অগাস্টিন কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ৩৫৪ খ্রিস্টাব্দে, উত্তর আফ্রিকার ট্যাগাস্টি নামক স্থানে।

প্রশ্নঃ অগাস্টিনের পিতা কোন ধর্মাবলম্বী ছিলেন?
উত্তরঃ প্যাগান ।

প্রশ্নঃ অগাস্টিনের মাতা কোন ধর্মাবলম্বী ছিলেন?
উত্তরঃ খ্রিস্টধর্মাবলম্বী ছিলেন ।

প্রশ্নঃ সেন্ট অগাস্টিনের সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ কোনটি?
উত্তরঃ De Civitate Dei বা The City of God

প্রশ্নঃ সেন্ট অগাস্টিন পার্থিব রাষ্ট্রকে কী নামে অভিহিত করেছেন?
উত্তরঃ Civitas Terrena বা শয়তানের রাজ্য ।

প্রশ্নঃ মধ্যযুগের দুজন দার্শনিকের নাম লিখ ।
উত্তরঃ সেন্ট অগাস্টিন ও সেন্ট টমাস একুইনাস ।

প্রশ্নঃ সেন্ট টমাস একুইনাস কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১২২৭ খ্রিস্টাব্দে, ইতালীর নেপলস্ শহরের উপকন্ঠে ।

প্রশ্নঃ সেন্ট টমাস একুইনাসের সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ কোনটি?
উত্তরঃ Summa Theologica
 
প্রশ্নঃ সেন্ট টমাস একুইনাস কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তরঃ ১২২৭ খ্রিস্টাব্দে, নেপলস্ শহরের উপকণ্ঠে

প্রশ্নঃ কে এরিস্টটলকে সর্বকালের শ্রেষ্ঠ দার্শনিক বলে অভিহিত করেছেন?
উত্তরঃ সেন্ট টমাস একুইনাস ।

প্রশ্নঃ সেন্ট টমাস একুইনাসকে কী নামে অভিহিত করা হয়?
উত্তরঃ মধ্যযুগের এরিস্টটল।

প্রশ্নঃ সেন্ট টমাস একুইনাস আইনকে কত ভাগে ভাগ করেছেন?
উত্তরঃ চার ভাগে- শাশ্বত, প্রাকৃতিক, ঐশ্বরিক ও মানবিক আইন।

প্রশ্নঃ সেন্ট টমাস একুইনাস কোন কাজকে ভয়ঙ্কর পাপ বলেছেন?
উত্তরঃ দেশদ্রোহীতাকে ।

প্রশ্নঃ সেন্ট টমাস একুইনাস সরকারকে কত ভাগে ভাগ করেছেন ও কী কী?
উত্তরঃ ২ ভাগে- ন্যায়পরায়ণ ও বিকৃত সরকার।

প্রশ্নঃ ম্যাকিয়াভেলী জন্ম কোথায়?
উত্তরঃ ইতালীর ফ্লোরেন্সে।

প্রশ্নঃ আধুনিকযুগের প্রথম চিন্তাবিদ কে?
উত্তরঃ নিকোলো ম্যাকিয়াভেলী ।

প্রশ্নঃ রেঁনেসা শব্দের অর্থ কী ?
উত্তরঃ পুনর্জাগরণ।

প্রশ্নঃ আধুনিক জাতীয় রাষ্ট্রের প্রবক্তা কে?
উত্তরঃ ম্যাকিয়াভেলী ।

প্রশ্নঃ আধুনিক কূটনীতির প্রবক্তা কে?
উত্তর : ম্যাকিয়াভেলী ।

প্রশ্নঃ কে প্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন?
উত্তরঃ ম্যাকিয়াভেলী ।

প্রশ্নঃ কে মানুষকে অকৃতজ্ঞ, চঞ্চল, প্রতারক, কাপুর ও লোভী বলে আখ্যায়িত করেছেন?
উত্তরঃ ম্যাকিয়াভেলী ।

প্রশ্নঃ কে প্রথম ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করেন?
উত্তরঃ ম্যাকিয়াভেলী ।

প্রশ্নঃ ম্যাকিয়াভেলীর সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ কোনটি?
উত্তরঃ The Prince.

প্রশ্নঃ আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে?
উত্তরঃ ম্যাকিয়াভেলী ।

প্রশ্ন : “Ends justify the means, not means the ends” উক্তিটি কার?
উত্তরঃ ম্যাকিয়াভেলীর ।

প্রশ্নঃ নেতিকতার দ্বৈত নীতি কার ?
উত্তরঃ ম্যাকিয়াভেলীর ।

প্রশ্নঃ “শাসক হবেন শৃগালের মত ধূর্ত এবং সিংহের ন্যায় বলবান ” কে বলেছেন?
উত্তরঃ নিকোলো ম্যাকিয়াভেলী।

প্রশ্নঃ “মানুষ স্বাভবতই স্বার্থপর, লোভী ও আত্মকেন্দ্রিক” -- কে মনে করতেন?
উত্তরঃ নিকোলো ম্যাকিয়াভেলী

প্রশ্নঃ 'ডিসাইভ' গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ টমাস হবস্ ।

প্রশ্নঃ টমাস হবসের একটি বিখ্যাত গ্রন্থের নাম কি?
উত্তরঃ The Leviathan, (১৬৫১ সালে প্রকাশিত)।

প্রশ্নঃ 'মানবপ্রকৃতি' সম্পর্কে হবসের ধারণা কী?
উত্তরঃ মানুষ স্বভাবতই স্বার্থপর, আত্মকেন্দ্রিক, লোভী এবং আত্মসুখ সন্ধানকারী ।

প্রশ্নঃ প্রকৃতিররাজ্যের মানুষের জীবন ছিল 'সঙ্গীহীন,অসহায়, নোল পাশবিক এবং ক্ষণস্থায়ী'- উক্তিটি কার? উত্তরঃ টমাস হবসের ।

প্রশ্নঃ টমাস হবস কোন দেশের দার্শনিক?
উত্তরঃ ইংল্যান্ডের ।

প্রশ্নঃ সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে কে?
উত্তরঃ হবস লক এবং রুশো

প্রশ্নঃ জন লকের সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?
উত্তরঃ Two Treatises On Civil Government.

প্রশ্নঃ ‘আধুনিক উদারতাবাদের বাইবেল' বলে খ্যাত লকের কোন গ্রন্থ? 
উত্তরঃ — Two Treatises On Civil Government' গ্রন্থটি ।

প্রশ্নঃ জন লকের মতে 'প্রকৃতির রাজ্য' কেমন ছিল?
উত্তরঃ শান্তি, সৌহার্দ্য,সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বিরাজমান ছিল।

প্রশ্নঃ জন লক চুক্তির পরিবর্তে কোন শব্দ ব্যবহার করেছেন?
উত্তরঃ জিম্মাদারিত্ব ।

প্রশ্নঃ আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ জন লক।

প্রশ্নঃ রুশোঁ কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ সুইজারল্যান্ডের জেনেভায় ১৭১২ সালে ।

প্রশ্নঃ সামাজিক চুক্তি মতবাদটি রুশোর কোন গ্রন্থে আলোচিত হয়েছে?
উত্তরঃ The Social Contract.

প্রশ্নঃ রুশোর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
উত্তরঃ The Confessions.

প্রশ্নঃ প্রকৃতির রাজ্য সম্পর্কে রুশোর ধারণা কী?
উত্তরঃ সুখ, স্বাধীনতা ও সাম্য বিরাজমান ছিল।

প্রশ্নঃ প্রকৃতির রাজ্যে মানুষের জীবন কেমন ছিল?
উত্তরঃ অনাবিল আনন্দে ভরপুর।

প্রশ্নঃ “ Man is born free but every where he is in chains ”-উক্তিটি কে করেছেন?
উত্তরঃ রুশোঁ। -

প্রশ্নঃ রুশোর The Social Contract গ্রন্থটি কোন সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৭৬২ সালে।

প্রশ্নঃ ‘সাধারণ ইচ্ছাতত্ত্ব' টি কার? উত্তরঃ রুশো

প্রশ্নঃ গণতন্ত্রের শ্রেষ্ঠ প্রবক্তা কে?
উত্তরঃ রুশোঁ।

প্রশ্নঃ শিক্ষার উপর রচিত রুশোর গ্রন্থের নাম কী?
উত্তরঃ The Emile.

প্রশ্নঃ রুশো মহান, বর্বর বলে কাকে অভিহিত করেছেন?
উত্তরঃ মানুষকে।


political theory brief suggestion, political theory brief suggestion, political theory brief suggestion, political theory brief suggestion, political theory brief suggestion, political theory brief suggestion, political theory brief suggestion, political theory brief suggestion, political theory brief suggestion, political theory brief suggestion, political theory brief suggestion, political theory brief suggestion, political theory brief suggestion

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close