মধ্যযুগের সভ্যতার ইতিহাস - বিগত সালের প্রশ্ন ও সমাধান - History of Medieval Civilization

Mofizur Rahman
0

মধ্যযুগের সভ্যতার ইতিহাস - বিগত সালের প্রশ্ন ও সমাধান - History of Medieval Civilization

জাতীয় বিশ্ববিদ্যালয়
বি.এ. অনার্স ২য় বর্ষ
ইতিহাস বিভাগ (Department of History)
বিষয়: প্রাচীন সভ্যতার ইতিহাস (221505)
ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)
(toc)
মধ্যযুগের সভ্যতার ইতিহাস - বিগত সালের প্রশ্ন ও সমাধান - History of Medieval Civilization

মধ্যযুগের সভ্যতার ইতিহাস

বিগত সালের প্রশ্ন ও সমাধান পরীক্ষা-২০১১

পুরাতন সিলেবাস

ক) কোন সাম্রাজ্যের পতনের মাধ্যমে মধ্যযুগের সূচনা হয়।
উত্তরঃ রোমান সাম্রাজ্য পতনের মাধ্যমে মধ্যযুগের সূচনা হয়।

খ) মধ্যযুগের সময়কাল উল্লেখ কর।
উত্তরঃ মধ্যযুগের সময়কাল হচ্ছে ৪৭৬-১৪৫৩ খ্রিস্টাব্দ।

গ) খ্রিস্টধর্মের প্রবর্তক কে?
উত্তরঃ খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিষ্ট।

ঘ) বাইবেল কয়ভাগে বিভক্ত?
উত্তরঃ বাইবেল দুই ভাগে বিভক্ত।

ঙ) সামন্ততন্ত্র মূলত কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল?
উত্তরঃ সামন্ততন্ত্র মূলত জমির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল।

চ) সামন্তপ্রথায় চাষীরা কি নামে পরিচিত ছিল?
উত্তরঃ সামস্তপ্রথায় চাষীরা সার্ফ নামে পরিচিত ছিল।

ছ) ম্যানর প্রথায় ফিফ কী?
উত্তরঃ ম্যানর প্রথায় প্রভু বা লর্ড এর নিকট থেকে বেতনের পরিবর্তে যে জমি সামন্তরা বাইলিফ রিডিভ পেত তাকে ফিফ বলা হয়।

জ) ম্যানর প্রশাসন পরিচালনার জন্য লর্ড কাদেরকে নিয়োগ করতেন?
উত্তরঃ ম্যানর প্রশাসন পরিচালনায় লর্ড স্টুয়ার্ড বাইলিফদের নিয়োগ করতেন।

ঝ) শিভ্যালরী শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তরঃ শিভ্যালরী শব্দের উৎপত্তি Cheval শব্দ থেকে।

ঞ) নাইট কাদেরকে বলা হয়?
উত্তরঃ শিভ্যালরী নামক সামরিক প্রতিষ্ঠানের সদস্যদের নাইট বলা হত।

ট) Monks কাদের বলা হতো?
উত্তরঃ ধর্মীয় প্রেরণায় সংসারত্যাগী ও কৃচ্ছ সাধনকারী সন্ন্যাসীদেরকে Monks বলা হতো।

ঠ) 'The City of God' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তরঃ 'The City of God' গ্রন্থটির রচয়িতা সেন্ট অগাস্টিন।

ড) সেন্ট বেসিল কে ছিলেন?
উত্তরঃ খ্রিস্টান জগতের আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য এবং সন্ন্যাসীদের সংঘবদ্ধ জীবনের উপযোগী নিয়মকানুন সর্বপ্রথম যিনি প্রচলন করেন তিনি হচ্ছেন ইটালীর বিশপ সেন্ট বেসিল ।

ঢ) খ্রিস্টধর্মের সর্বোচ্চ গুরু কে?
উত্তরঃ খ্রিস্টধর্মের সর্বোচ্চ গুরু হচ্ছেন পোপ।

ণ) রোমান সাম্রাজ্যে কয়টি প্যাট্রিয়ার্কেট ছিল?
উত্তরঃ রোমান সাম্রাজ্যে পাঁচটি প্যাট্রিয়ার্কেট ছিল।

ত) প্রাদেশিক চার্চের প্রধান কে ছিলেন?
উত্তরঃ প্রাদেশিক চার্চের প্রধান ছিলেন আর্চ বিশপ ।

থ) সেন্ট পিটার গীর্জা কোথায় অবস্থিত?
 উত্তরঃ সেন্ট পিটার গীর্জা রোমে অবস্থিত।

দ) পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল?
উত্তরঃ পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল কনস্টান্টিনোপল ।

ধ) ক্যাম্ব্রীজ শহর কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ক্যাম্ব্রীজ শহর ইংল্যান্ডে অবস্থিত ।

ন) ইউরোপের প্রধান দুইটি বাণিজ্য বন্দরের নাম লিখ ।
উত্তরঃ ইউরোপের প্রধান দুইটি বাণিজ্য বন্দরের নাম- কনটান্টিনোপল ও গ্লাসগো ।

প) গিল্ড কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তরঃ গিল্ড মধ্যযুগে ইউরোপের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। 

ফ) কোন বিশ্ববিদ্যালয় আইনশাস্ত্রের জন্য বিখ্যাত?
উত্তরঃ বোলোনা বিশ্ববিদ্যালয় আইনশাস্ত্রের জন্য বিখ্যাত।

ব) চিকিৎসাশাস্ত্র শিক্ষা দেয়ার জন্য কোন বিশ্ববিদ্যালয় গড়ে উঠে?
উত্তরঃ স্যালারনো বিশ্ববিদ্যালয় চিকিৎসাশাস্ত্র শিক্ষা দেয়ার জন্য গড়ে উঠে।

ভ) কন্সটান্টিনোপলের পতন হয় কখন?
উত্তরঃ কন্সটান্টিনোপলের শহরের পতন হয় ১৪৫৩ খ্রিস্টাব্দে।

বিগত সালের প্রশ্ন ও সমাধান পরীক্ষা-২০১২

২০০৯-২০১০ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস অনুয়ায়ী

ক) ইউরোপে মধ্যযুগের সূচনা হয় কখন?
উত্তরঃ ইউরোপে মধ্যযুগের সূচনা হয় ৪৭৬ খ্রিস্টাব্দে ।

খ) সেন্ট পিটার কে ছিলেন?
উত্তরঃ সেন্ট পিটার ছিলেন যিশু খ্রিস্টের ১২ জন অনুসারীর অন্যতম একজন।

গ) "খ্রিস্ট" শব্দের অর্থ কি?
উত্তরঃ খ্রিস্ট শব্দের অর্থ ত্রাণকর্তা।

ঘ) “টাইথ” কি?
উত্তরঃ “টাইথ” একপ্রকার ধর্মীয় কর।

ঙ) রোমান ভিলা কি?
উত্তরঃ রোমান ভিলা ছিল ম্যানর প্রথার উৎস।

চ) সামন্ত প্রথার চারণভূমি নামে খ্যাত কোন দেশ?
উত্তরঃ সামন্ত প্রথার চারণভূমি নামে খ্যাত ফ্রান্স।

ছ) ম্যানর প্রখায় সর্বোচ্চ ক্ষমতাবান কর্মকর্তার নাম কি?
উত্তরঃ ম্যানর প্রথায় সর্বোচ্চ ক্ষমতাবান কর্মকর্তা ছিলেন স্টুয়ার্ট।

নাইটদের কর্তব্য কি ছিল?
উত্তরঃ নাইটদের কর্তব্য ছিল সামন্ত প্রভুদের নিরাপত্তা রক্ষা করা।

ঝ) Monk শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ Monk শব্দটি Monaco's শব্দ থেকে এসেছে।

ঞ) সেন্ট অগাস্টিন কে ছিলেন?
উত্তরঃ সেন্ট অগাস্টিন ছিলেন একজন ধর্মযাজক

ট) লন্ডন শহর কোন দেশে অবস্থিত?
উত্তরঃ লন্ডন শহর ইংল্যান্ডে অবস্থিত।

ঠ) মধ্যযুগের বাজার নিয়ন্ত্রণকারী সংগঠনের নাম কি?
উত্তরঃ মধ্যযুগের রাজার নিয়ন্ত্রণকারী সংগঠন ছিল গিল্ড।


বিগত সালের প্রশ্ন ও সমাধান পরীক্ষা-২০১৩

 ২০১০ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস অনুযায়ী |

ক) রোমান সাম্রাজ্যের পতন শুরু হয় কখন?
উত্তরঃ ৪৭৬ খ্রিস্টাব্দে।

খ) পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল কনস্টান্টিনোপল

গ) বাইবেল কয়ভাগে বিভক্ত?
উত্তরঃ বাইবেল দুই ভাগে বিভক্ত

ঘ) 'The Religion of Man'-এর লেখক কে?
উত্তরঃ সেন্ট অগাস্টিন।

ঙ) সার্ফ কাদেরকে বলা হতো?
উত্তরঃ মধ্য যুগে সামন্ত প্রথায় ভূমিদাস চাষীদেরকে সার্ফ বলা হতো।

চ) 'ফিফ' শব্দের অর্থ কি?
উত্তরঃ ফিফ শব্দের অর্থ হলো ক্ষুদ্র জমি।

ছ) 'শিভ্যালরী' বলতে কি বোঝায় ?
উত্তরঃ সামন্ত ব্যবস্থার সাথে সম্পর্কিত একটি সামরিক প্রতিষ্ঠান।

জ) নাইট কাদেরকে বলা হয়।
উত্তরঃ শিভ্যালরী নামক সামরিক প্রতিষ্ঠানের সদস্যদের নাইট বলা হত।

ঝ) সেন্ট বেসিল কে ছিলেন?
উত্তরঃ খ্রিস্টান জগতের আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য এবং সন্ন্যাসীদের সংঘবদ্ধ জীবনের উপযোগী নিয়মকানুন সর্বপ্রথম যিনি করেন তিনি হচ্ছেন ইটালীর বিশপ সেন্ট বেসিল

ঞ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত?
উত্তরঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যাণ্ডে অবস্থিত।

ট) শিশু কোন ধরনের প্রতিষ্ঠান।
উত্তরঃ গিল্ড মধ্যযুগে ইউরোপের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান।

ঠ) কোন বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্বের জন্য বিখ্যাত ছিল?
উত্তরঃ প্যারিস বিশ্ববিদ্যালয়।


বিগত সালের প্রশ্ন ও সমাধান পরীক্ষা-২০১৪

২০০৯-২০১০ শিক্ষাবর্ষের নতুন সিলেবাস অনুয়ায়ী

ক) মধ্যযুগের সময়কাল উল্লেখ কর।
উত্তরঃ মধ্যযুগের সময়কাল ৪৭৬-১৪৫৩ সাল পর্যন্ত।

খ) খ্রিস্টানদের ধর্মীয় প্রধানের উপাধি কী?
উত্তরঃ খ্রিস্টানদের ধর্মীয় প্রধানের উপাধি পোপ ।

গ) Feudum শব্দের অর্থ কী?
উত্তরঃ Feudum শব্দের অর্থ আর্য বা ক্ষুদ্র জমি।

ঘ) সামস্ত প্রথার চারণভূমি নামে খ্যাত কোন দেশ?
উত্তরঃ সামন্ত প্রথার চারণভূমি নামে খ্যাত ফ্রান্স।

ঙ) নাইটদের কর্তব্য কি ছিল?
উত্তরঃ নাইটদের কর্তব্য ছিল সামন্ত প্রভুদের নিরাপত্তা রক্ষা করা।

চ) মধ্যযুগের ব্যবসা বাণিজ্যের উল্লেখযোগ্য সংগঠন কোনটি?
উত্তরঃ হেনসিয়াটিক লীগ (Hanseatic League)

ছ) সর্বপ্রথম হুন্ডি প্রথার প্রচলন ঘটে কোথায়?
উত্তরঃ সর্বপ্রথম হুন্ডি প্রথার প্রচলন ঘটে ইতালিতে।

জ) সেন্ট অগাস্টিন কে ছিলেন?
উত্তরঃ সেন্ট অগাস্টিন ছিলেন একজন ধর্মযাজক।

ঝ) মুদ্রা চালুর সঙ্গে সঙ্গে কোন ব্যবস্থা গড়ে ওঠে?
উত্তরঃ ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে।

ঞ) Monks কাদের বলা হতো?
উত্তরঃ সংসার বিরাগী ও কৃচ্ছতা সাধনকারী সন্ন্যাসীদের Monks বলা হয়।

ট) প্রাদেশিক চার্চের প্রধান কে ছিলেন?
উত্তরঃ আর্চবিশপ।

ঠ) চিকিৎসা শাস্ত্র শিক্ষা দেয়ার জন্য কোন বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে।
উত্তরঃ চিকিৎসা শাস্ত্র শিক্ষা দেয়ার জন্য স্যালারনো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে।


বিগত সালের প্রশ্ন ও সমাধান পরীক্ষা-২০১৫


ক) রোমিউলাস অগাস্টুলাস কে ছিলেন?
উত্তরঃ রোমিউলাস অগাস্টলস ছিলেন রোমান সাম্রাজ্য পতনকালীন রোমান সম্রাট।

খ) 'পোপ' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তরঃ গ্রীক শব্দ Papa থেকে যার অর্থ Father বা পিতা।

গ) ইন্ডালজেল কি?
উত্তরঃ পোপ কর্তৃক ধর্মীয় অনুষ্ঠিকতার মাধ্যমে পাপ মোচনের পরে নিকৃয় দান

ঘ) “দি-সিটি অব গড” গ্রন্থের লেখক কে?
উত্তরঃ 'The City of God' গ্রন্থটির রচয়িতা সেন্ট অগাস্টিন।

ঙ) 'হোমেজ' বলতে কি বুঝায়?
উত্তরঃ লর্ভের নিকট আনগত্য প্রকাশের মাধ্যমে জমি প্রাপ্তির অনুষ্ঠানকে বলা হতো হোমো (Homage) ।

চ) 'টেইলী' কি?
উত্তরঃ টেইলী হলো সামন্ত ব্যবস্থায় কৃষকদের উপর কর।

ছ) ভ্যাসাল কারা?
উত্তরঃ লর্ডের নিকট থেকে জমি গ্রহণকারী ছোট জমিদার বা কৃষককে ভ্যাসাল বলা হতো।

জ) 'নাইটদের টুর্নামেন্টের' পুরস্কার বিতরণ করতেন কে?
উত্তরঃ অভিজাত মহিলা দ্বারা বিজয়ীদের পুরুস্কার নিতেন।

ঝ) সামস্ত প্রথার প্রধান কে ছিলেন?
উত্তরঃ ভ্যাসাল ।

ঞ) গিল্ড কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তরঃ গিল্ড মধ্যযুগে ইউরোপের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান।

ট) কোন বিশ্ববিদ্যালয় আইনশাস্ত্রের জন্য বিখ্যাত?
উত্তরঃ বোলোনা বিশ্ববিদ্যালয় আইনশাস্ত্রের জন্য বিখ্যাত।

ঠ) ম্যানর কি?
উত্তরঃ রোম সাম্রাজ্য পতনের পর দাস ভিত্তিক অর্থনীতি ভেঙ্গে পড়লে গ্রামভিত্তিক যে স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে তাই ম্যানর প্রথা হিসেবে পরিচিত।


বিগত সালের প্রশ্ন ও সমাধান পরীক্ষা-২০১৬



ক) যীশু খ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ফিলিস্তিনের বেথেলহামে।

খ) কত সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়?
উত্তরঃ ১৪৫৩ সালে।

গ) কনস্টান্টাইন কে ছিলেন?
উত্তরঃ রোমান সম্রাট।

ঘ) কোন শব্দ থেকে Feudalism শব্দের উৎপত্তি হয়েছে।।
উত্তরঃ ল্যাটিন শব্দ থেকে।

ঙ) প্যাট্রোসিনিয়াম প্রথা কি?
উত্তরঃ রোমে রাজতন্ত্র বিলোপের ফলে প্যাট্রিসিয়ান নামক একটি শ্রেণির আবির্ভাব ঘটে। এরা ছিল অভিজাত ও ভূ স্বামী শ্রেণির অন্তর্ভুক্ত। এই শ্রেণির হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নাস্ত ছিল। তারা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সকল সুবিধা ভোগ করত। প্যাট্রিসিয়ান বা যে শাসনব্যবস্থা চালু করেন তাই প্যাট্রিসিয়ান প্রথা।

চ) কর্তি কি?
উত্তরঃ কর্তি এমন একটি ব্যবস্থা, যেখানে কৃষকগণ নানাবিধ কর প্রদান ছাড়াও লর্ডের নির্দেশ ও চাহিদামত বিনা পারিশ্রমিকে শ্রম দিতে বাধ্য হতো।

ছ) সন্ন্যাসবাসের পর্যায় কয়টি?
উত্তরঃ ২টি।

জ) সেন্ট বেসিল কে ছিলেন?
উত্তরঃ খ্রিস্টান জগতের আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য এবং সন্ন্যাসীদের সংঘবদ্ধ জীবনের উপযোগী নিয়মকানুন সর্বপ্রথম যিনি প্রচলন করেন তিনি হচ্ছেন ইটালীর বিশপ সেন্ট বেসিল ।

ঝ) কোন পোপের আমল থেকে পোপ এবং সম্রাটের মধ্যে বিরোধ শুরু হয়?
উত্তরঃ পোপ তৃতীয় লিও।

ঞ) চতুর্থ হেনরী কে ছিলেন?
উত্তরঃ ফ্রান্সের বুরবোঁ রাজবংশের প্রতিষ্ঠাতা ও রাজা ছিলেন।

ট) সর্ব প্রথম হুন্ডির প্রচলন হয় কোথায়?
উত্তরঃ ইতালীতে।

ঠ) কোন বিশ্ববিদ্যালয়কে ইউরোপের শিক্ষক বলা হতো?
উত্তরঃ বোলোনো বিশ্ববিদ্যালয়কে।


বিগত সালের প্রশ্ন ও সমাধান পরীক্ষা-২০১৭

ক) কোন সাম্রাজ্যের পতনের মাধ্যমে মধ্যযুগের সূচনা হয়?
উত্তরঃ রোমান সাম্রাজ্য পতনের মাধ্যমে মধ্যযুগের সূচনা হয় ।

খ) খ্রিস্টান ধর্মগ্রন্থের নাম লিখ।
উত্তরঃ বাইবেল।

গ) সার্ফ কারা?.
উত্তরঃ ক্ষুদ্র কৃষকদের সার্ফ বা ভূমিদাস বলা হতো।

ঘ) “টাইথ” কি?
উত্তরঃ “টাইথ” একপ্রকার ধর্মীয় কর।

ঙ) 'ফিফ' শব্দের অর্থ কি?
উত্তরঃ লর্ড এর নিকট থেকে বেতনের পরিবর্তে প্রাপ্ত জমি।

চ) শিভ্যালরী শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তরঃ শিভ্যালরী শব্দের উৎপত্তি Cheval শব্দ থেকে।

ছ) সেন্ট পিটার গির্জা কোথায় অবস্থিত?
উত্তরঃ সেন্ট পিটার গির্জা রোমে অবস্থিত।

জ) ‘পোপ' শব্দের অর্থ কি?
উত্তরঃ পিতা।

ঝ) পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম লিখ । 
উত্তরঃ পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল কনস্টান্টিনোপল ।

ঞ) সর্বশেষ রোমান সম্রাট কে ছিলেন?
উত্তরঃ কনস্টাইন।

ট) ইউরোপের প্রধান দুইটি বাণিজ্য বন্দরেরে নাম লিখ ।
উত্তরঃ ইউরোপের প্রধান দুইটি বাণিজ্য বন্দরের নাম কনটান্টিনোপল, কায়রো।

ঠ) কোন বিশ্ববিদ্যালয় আইনশাস্ত্রের জন্য বিখ্যাত ছিল?
উত্তরঃ বোলোনা বিশ্ববিদ্যালয় আইনশাস্ত্রের জন্য বিখ্যাত।

বিগত সালের প্রশ্ন ও সমাধান পরীক্ষা-২০১৮

ক) সেন্ট পিটার কে ছিলেন?
উত্তরঃ সেন্ট পিটার ছিলেন যিশু খ্রিস্টের ১২ জন অনুসারীর অন্যতম একজন।

খ) প্রাদেশিক চার্চের প্রধান কে ছিলেন?
উত্তরঃ প্রাদেশিক চার্চের প্রধান ছিলেন আর্চ বিশপ (Arch Bishop) |

গ) “দি সিটি অব গড” গ্রন্থের লেখক কে?
উত্তরঃ “The City of God' গ্রন্থটির রচয়িতা সেন্ট অগাস্টিন।

ঘ) ম্যানরের আদালত পরিচালনা করতেন কে?
উত্তরঃ ম্যানরের আদালত পরিচালনা করতেন স্টুয়ার্ড।

ঙ) 'রোমান ভিলা কী?
উত্তরঃ রোমান ভিলা ছিল ম্যানর প্রথার উৎস ।

চ) নাইট কাদেরকে বলা হয়?
উত্তরঃ শিভ্যালরি নামক সামরিক প্রতিষ্ঠানের সদস্যদের নাইট বলা হতো ।

ছ) খ্রিস্টধর্মের সর্বোচ্চ গুরু কে?
উত্তরঃ খ্রিস্টধর্মের সর্বোচ্চ শুরু হচ্ছেন পোপ।

জ) মধ্যযুগের বাজার নিয়ন্ত্রণকারী সংগঠনের নাম কী?
উত্তরঃ মধ্যযুগের বাজার নিয়ন্ত্রণকারী সংগঠন ছিল গিল্ড।

ঝ) সর্বপ্রথম হুন্ডি প্রথার প্রচলন ঘটে কোথায়?
উত্তরঃ সর্বপ্রথম হুন্ডি প্রথার প্রচলন ঘটে ইতালীতে।

ঞ) 'Third Estate' বলতে কী বুঝায়?
উত্তরঃ অনুন্নত রাষ্ট্র 

ট) কোন বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্বের জন্য বিখ্যাত ছিল?
উত্তরঃ প্যারিস বিশ্ববিদ্যালয় ।।

ঠ) চিকিৎসা শাস্ত্র শিক্ষা দেয়ার জন্য কোন বিশ্ববিদ্যালয় গড়ে উঠে?
উত্তরঃ স্যালারনো বিশ্ববিদ্যালয় চিকিৎসাশাস্ত্র শিক্ষা দেয়ার জন্য গড়ে উঠে।


বিগত সালের প্রশ্ন ও সমাধান পরীক্ষা-২০১৯

ক) যীশু খ্রিষ্ট কোথায় জন্মগ্রহণ করেন? (Where did Jesus Christ born?)
উত্তরঃ ফিলিস্তিনের বেথেলহামে ।

খ) কত সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়? (In which year the fall of Western Roman Empire took place?)
উত্তরঃ ১৪৫৩ সালে।

গ) কনস্টান্টাইন কে ছিলেন? (Who was Constantine?)
উত্তরঃ রোমান সম্রাট।

ঘ) ভিলিয়েন- সার্ফ কারা? (Who are the 'Villien-Serf'?)
উত্তরঃ সামন্ত প্রভুর নিয়ন্ত্রণাধীন সমুদয় ভূসম্পত্তিকে ভিলেইন বলা হতো ও ক্ষুদ্র কৃষকদের সার্ফ বা ভূমিদাস বলা হতো।

ঙ) 'ফিফ' শব্দের অর্থ কি? (What is the meaning of the word Teef?)
উত্তরঃ লর্ড এর নিকট থেকে বেতনের পরিবর্তে প্রাপ্ত জমি

চ) সেন্ট অগাস্টিন কে ছিলেন? (Who was St. Augustine?)
উত্তরঃ সেন্ট অগাস্টিন ছিলেন একজন ধর্মযাজক।

ছ) সেন্ট পিটার গির্জা কোথায় অবস্থিত? (Where is the Saint Peter Church situated?)
উত্তরঃ সেন্ট পিটার গির্জা রোমে অবস্থিত ।

জ) পবিত্র রোমান সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? (Who founded the Holy Roman Empire?)
উত্তরঃ: রাজা রোমিওলাস।

ঝ) পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম লিখ। (Write the name of the capital of Eastern Roman Empire.)
উত্তরঃ পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল। কনস্টান্টিনোপল

ঞ) কখন হেনসিয়াটিক লীগ প্রতিষ্ঠিত হয়? (When was the "Hanseatic League" established?)
উত্তরঃ তেরো শতকে।

ট) ইউরোপের প্রধান দুইটি বাণিজ্য বন্দরের নাম লিখ। (Write the name of two main commercial ports) of Europe.)
উত্তরঃ ইউরোপের প্রধান দুইটি বাণিজ্য বন্দরের নাম কনস্টান্টিনোপল, আলেকজান্দ্রিয়া।

ঠ) "A History of World Civilization" গ্রন্থটি কে রচনা করেন? (Who wrote the book "A History of World Civilization"?)
উত্তরঃ জে.ই. সোয়াইন।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close