Character and Summary of Jane Eyre by Charlotte Bronte

Mofizur Rahman
0

Character and Summary of Jane Eyre by Charlotte Bronte

Character and Summary of Jane Eyre by Charlotte Bronte

  • Honours 4th Year
  • Nineteenth Century Novel
  • Jane Eyre by Charlotte Bronte
  • Summary (Bangla and English)
  • Character

বাংলা সামারীঃ-

আমাদের উপন্যাসের নায়িকা Jane Eyre. Jane Eyre এর বাবা ছিলেন একজন পাদরী। Jane খুব অল্প বয়সেই তার বাবা-মাকে হারায় তারপর থেকেই সে চাচার কাছে মানুষ হয়। তার চাচার নাম John Reed ও তার স্ত্রী Mrs.Reed. Mrs. Reed এর সাথে Jane এর সম্পর্কটা বেশী ভাল ছিল না। সে প্রায়শই Jane কে নানাভাবে torture করত।

Jane এর তিনজন চাচাতো ভাই-বোন ছিল। সবচেয়ে বড় ভাই John তারপর দুইবোন Eliza ও Georgiana. John ও ছিল তার মায়ের মতন। সেও Jane কে কারনে-অকারনে মারধোর করত আর বাকি দুইবোনও Jane কে খুব একটা ভাল নজরে দেখত না।

Jane এর চাচার পরিবারে কয়েকজন চাকরবাকরও ছিল। তাদের সবার মধ্যে প্রধান ছিল Bessie Lee. সেও Jane কে ঘৃনার চোখে দেখতো। কিন্তু সবাই Jane কে খারাপ নজরে দেখলেও Mr.Llyod নামের এক ভদ্রলোক Jane কে অনেক ভালবাসতো। তিনি এসে Jane এর aunt Mrs.Reed কে বলল Jane কে shcool এ দেবার কথা।

তারপর Jane কে স্কুলে পাঠিয়ে দেয়া হল। স্কুলের নাম Lowood School. স্কুলটি Jane এর চাচার বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই ছিল। তাই পৌছাতে অনেক সময় লেগে গিয়েছিল। সেই স্কুলটা ছিল Mr.Brocklehurst নামের এক ভদ্রলোকের। তিনি খুব কঠোর প্রকৃতির একজন মানুষ ছিলেন। Lowood School এর প্রধান নিয়ন্ত্রক ছিলেন Miss Maria Temple যিনি খুব দয়ালু ছিলেন। তিনি শিক্ষার্থীদের ভুগোল পড়াতেন।

সেখানে অারো শিক্ষীকা ছিলেন যেমন Miss Smith, Miss Scatcherd, Madame Pierrot যারা কিনা অন্য বিষয় পড়াতেন। Lowood School এ Jane এর একজন শিক্ষার্থীর সাথে ভাল বন্ধুত্ব হয়। তার নাম Helen Burns. সে তাকে ঐ স্কুল সম্পর্কে সবকিছু বলে। এর মাঝে Mr.Brocklehurst একদিন তার স্কুল পরিদর্শন করতে এসে Jane কে কঠোরভাবে তিরস্কার করেন কারন Jane এর aunt নাকি বলেছিল যে Jane একজন মিথ্যাবাদী।

এজন্য Jane অনেকটাই কষ্ট পায় কিন্তু Helen Burns তাকে সমবেদনা জানায়। এসব শুনে Lowood school এর শিক্ষীকা Miss Temple একটা চিঠি পাঠায় Mr.Llyod এর কাছে Jane এর পরিচয় জানবার জন্য। প্রত্যুত্তরে Mr.Llyod Jane সম্পর্কে একটা পূর্ণ বিবরণ লিখে পাঠায়৷ এরপর হঠাৎই Lowood School এ একটা ভয়াবহ বিপর্যয় দেখা দেয়। প্রায় 45 জন বালিকা অসুস্থ হয়ে পড়ে সাংঘাতিক জ্বরে। এসময়ে Jane এর সবথেকে প্রিয় বন্ধু Helen Burns ও মারা যায়।

যদিও সে জ্বরে নয় অন্য কারনে মারা গিয়েছিল। এরই মধ্যে আট বছর অতিক্রান্ত হয়ে গেছে। Jane এর Lowood School এর একজন শিক্ষীকা। সে তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এর সাহায্যে স্কুলের সবার মন জয় করে নিয়েছে। এখন Jane নতুন কিছু করবার চিন্তা করতেছে। সে newspaper এ একটা advertisement দেয় একটা ভাল চাকরি পাবার আশায়।

কিছুদিন পরই Jane, Adele নামের এক French বালিকাকে দেখাশুনা করার কাজে যুক্ত হয়। Jane এর বসবাসরত নতুন স্থানের নাম Millcote এবং Adele দের বাড়ির নাম Thornfield Hall. Jane, Lowood School পরিত্যাগ করার আগে Reed family এর পরিচারিকা Bessie তার সাথে দেখা করতে আসেন। Bessie তাকে Reed family এর বর্তমান অবস্থার কথা বলেন। তিনি বলেন এখন Mrs. Reed এর ছেলে John (Jane এর কাকাতো ভাই) বেপরোয়া হয়ে উঠেছে, Eliza শুধু লম্বা হয়েছে আর Georgeinana একদম খাটো।

Georgiana একজন লর্ডের প্রেমে হাবুডুবু খাচ্ছে কিন্তু তার মা তাকে অস্বীকার করে তাই তারা মিলিত হতে পারছে না। তাই উপায় না পেয়ে তারা পালিয়ে যাবার চেষ্টা করে চলেছে। মোটকথা Reed family এর বর্তমান অবস্থা নিদারুণ। এরপর Bessie অবাক হয়ে যায় Jane এর কর্মদক্ষতা দেখে। এখন Jane 18 বছর বয়সী এক তরুণী। সে পিয়ানো বাজাতে পারে, অঙ্কন করতে পারে, এমনকি ফরাসী ভাষাও জানে। Jane এর নতুন জায়গা Thornfield Hall এ ভালই কাটতেছিল।

Adele যদিও একটু নাছোড়বান্দা কিন্তু Jane এর সেবায় সেও ভালভাবে বড় হতে লাগল। কিছুদিন পর সে জানতে পারল Thornfield Hall এর মালিক হচ্ছেন Mr.Rochester নামের এক ভদ্রলোক। একদিন Jane ঘুরতে ঘুরতে একটা জানালা খুললে একটা অদ্ভুত ধরনের হাসির শব্দ শুনতে পায়। পরে Jane জানতে পারে সেই হাসির শব্দ এক মহিলা পরিচারিকা Grace Poole এর ছিল। পরে অবশ্য Jane সেই একই রকম হাসির শব্দ আবারও শুনতে পেয়েছিল যা কিনা তার কাছে একটা রহস্যের কারণ হয়ে দাড়িয়েছে।

একদিন Jane হাঁটতে বের হয়েছে হঠাৎ সে একজন ঘোড়সওয়ারকে আসতে দেখল যার সাথে একটা কুকুরও ছিল। বরফ পড়ায় রাস্তা এতই পিচ্ছিল ছিল যে ঘোড়াটা তার মালিককে সহ পড়ে গেল। Jane সেটা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে গেল। তখনও Jane জানত না যে সেই আগন্তুক ঘোড়সওয়ার কে ছিলেন। এরপর যখন Jane বাসায়(Thornfield Hall এ) ফিরে আসল সে সেই কুকুরটাকে Thornfield Hall এর সামনে দেখতে পেল। একজন পরিচারিকাকে জিজ্ঞেস করাতে সে বলল ঐ কুকুরটি এই Thornfield Hall এর মালিকের যিনি কিনা কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছেন।

তখন Jane বুঝতে পারল এই ব্যক্তি হচ্ছেন Adele এর বাবা। যদিও Mr.Rochester একজন গম্ভীর প্রকৃতির লোক ছিলেন কিন্তু আস্তে আস্তে Jane এর সাথে সে সদয় আচরণই করতে লাগলেন। একদিন কথা বলার সময় তিনি Jane কে তার পরিচয়সহ খুটিনাটি নানা বিষয়ে প্রশ্ন করলেন। Jane ও তার সাথে নানা বিষয়ে পরামর্শ করতে লাগলেন। এমন একদিন বিকেলে Mr.Rochester, Jane কে Adele এর পরিচয় দিলেন। সে Jane কে বলল Adele তার নিজের মেয়ে নয়।

সে(Mr.Rochester) তাকে(Adele) পালিত কন্যা হিসেবে কোন এক ফরাসী মহিলার থেকে দত্তক এনেছে। তবে Mr.Rochester এটুকু বললেন যে তার সাথে সেই ফরাসী মহিলার সম্পর্ক ছিল কিন্তু সেই মহিলা বিশ্বাসযোগ্য নয় তাই তাদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু তাদের একটা মেয়ে হয়েছিল যার নাম কিনা Adele. তারপর থেকে Mr.Rochester ই Adele কে নিয়ে এসেছে লালন-পালনের জন্য। এরপর একদিন মধ্যরাতে Jane এর ঘুম ভেঙে যায় শোরগোলের শব্দে। সে দেখতে পায় Mr.Rochester এর রুম থেকে ধোয়া বের হচ্ছে।

সে দৌড়ে Mr.Rochester এর রুমে যায় এবং দেখতে পায় Mr.Rochester এর রুমের পর্দায় আগুন লেগেছে। সে তাড়াতাড়ি জল দিয়ে তা নেভায় এবং Mr.Rochester কে জাগিয়ে।তোলে। Mr.Rochester অবশ্য বুঝতে পেরেছিল এটা কার কাজ। পরেরদিন খুব সকালেই Mr.Rochester Thornfield Hall ত্যাগ করে তার কিছু বন্ধুদের সাথে দেখা করবার জন্য। এরই মধ্যে Jane, Mr.Rochester কে ভালবেসে ফেলেছে যদিও তাদের বয়সের মধ্যে প্রায় 20 বছরের পার্থক্য ছিল। তাই তার সর্বদা ভয় হতে থাকে যে তার ভালবাসা যেন অন্য কারো পাল্লায় পড়ে হারিয়ে না যায়।

কিন্তু যখন Mrs.Fairfax মানে Thornfield Hall এর এক চাকরানী Jane কে বলে যে Mr.Rochester এর বন্ধুদের দলে অনেক সুন্দরী রমনীও আছে যাদের মধ্যে Miss Blanche Ingram অন্যতম। একথা শোনার পর থেকে Jane এর মনে সর্বদা Mr.Rochester কে হারানোর ভয়টা পেয়ে বসে। কয়েকদিন পর Mr.Rochester তার কয়েকজন বন্ধু-বান্ধবীদের নিয়ে Thornfield Hall এ ফিরে আসে। Jane ভাবে যে Mr.Rochester হয়তো Miss Blanche Ingram কে বিয়ে করবে তাই সে (Jane) Thornfield Hall ত্যাগ করবার পরিকল্পনা করতে থাকে।

এর মধ্যে একদিন Thornfield Hall এ Mason নামের এক আগন্তুকের আগমন হয়। এর পরে Jane এর কাছে Gateshead Hall থেকে একটা চিঠি আসে। চিঠিতে লেখা থাকে Mrs.Reed প্রচুর অসুস্থ এবং মৃতপ্রায় তাই সে Jane এর সাথে দেখা করতে চায়৷ সুতরাং Jane, Mr.Rochester এর কাছ থেকে অনুমতি নিয়ে Gateshead Hall এ যাবার জন্য রওয়ানা দেয়। Jane যখন Gateshead Hall এ পৌঁছায় তখন তার চাচী Mrs.Reed তাকে একটি secret বলে যে তার(Jane এর) কাকা Jane কে একটি চিঠি লিখেছিল যেটাতে লেখা ছিল যে তার (Jane's uncle) সমস্ত সম্পত্তি Jane কে দান করে গেছেন তার নিজের কোন সন্তান না থাকায়।

ঐরাতেই Mrs.Reed মারা যান। এরপর Jane, Thornfield Hall এ ফিরে যায় এবং শুনতে পায় যে Mr.Rochester, Miss Blanche Ingram কে বিয়ে করতে চলেছে। যদিও এটা Mr.Rochester এর একটা পরিকল্পনা ছিল Jane কে পরিক্ষা করবার জন্য। পরে Mr.Rochester, Jane কে বলে যে সে Miss Ingram কে নয় বরং Jane কেই বিয়ে করতে চলেছে। এটা শুনে Jane আনন্দে আত্মহারা হয়ে গেল এবং Mr.Rochester এর প্রস্তাব স্বীকার করল।

এরপর স্থানীয় এক চার্চে তারা বিবাহ করতে গেল কিন্তু তখনই ঘটল সবচেয়ে বড় দুর্ঘটনা। এক আগন্তুক এসে বলল যে Mr.Rochester বিবাহিতা এবং তার আগের স্ত্রী এখনও জীবিত আছে। একথা শুনে Jane খুবই আঘাত পেল। আসলে সেই আগন্তুক ছিল Mr.Rochester এর আগের স্ত্রীর ভাই। Mr.Rochester এই অভিযোগের কোন প্রতুত্তর করল না। সে সবাইকে নিয়ে Thornfield Hall এ গেল, এবং তার আগের স্ত্রী যেখানে থাকে সেখানে সবাইকে নিয়ে গেল।

সবাই দেখল যে Mrs.Rochester একজন পাগল মহিলা যার কোন commonsense নেই এবং Mr.Rochester তাকে দেখাশোনা করবার জন্য Grace Poole নামের এক পরিচারিকা নিয়োগ করে রেখেছে। সেই তাকে(Mrs.Rochester কে) দেখাশুনা করে থাকে। এটুকু জেনে রাখা ভালো যে Mr.Rochester এর আগের স্ত্রী এর নাম Mrs. Bertha Rochester. যাইহোক এসব জানার পর Jane বুঝতে পারল না তার কি করা উচিত। এখন সে Mr.Rochester কে বিয়ে করতে নারাজ।

Mr.Rochester, Jane কে নানাভাবে বুঝাতে লাগল। সে এও বলল যে বিয়ের পর তারা অন্যত্র চলে যাবে এবং সেখানেই বাস করবে। কিন্তু Jane তাতেও রাজি হল না। তখন Mr.Rochester, Jane কে প্রথম থেকে সব ঘটনা খুলে বলল। Mr.Rochester বলল যে বিয়ের আগ পর্যন্ত সেও জানত না যে Bertha একজন পাগল মহিলা। আর Bertha কে Mr.Rochester এর সাথে একপ্রকার জোর করেই বিয়ে দেয়া হয়েছে মোটা অঙ্কের পণের লোভে। কিন্তু তারপরও Jane কিছুতেই Mr.Rochester কে বিয়ে করতে রাজি হল না।

এরপর Jane, Thornfield Hall ত্যাগ করে চলে যায় কোন নির্দিষ্ট গন্তব্য ছাড়া। সে যেদিকে চোখ যায় সেদিকেই হাটতে থাকে। তার কাছে কোন টাকা-পয়সাও ছিল না। কিছুক্ষণ হাটার পর Jane খুব ক্লান্ত বোধ করল এবং তার প্রচন্ড ক্ষুধাও লেগেছিল। সে একটা দোকানির কাছে সামান্য খাবার চেয়েও পেল না। সে একটা কাজের খোঁজ করতে লাগল কিন্তু ভাগ্য এতই খারাপ যে তাও পেল না। এদিকে তার ক্ষুধার তাড়না বেড়েই যাচ্ছিল তাই উপায় না পেয়ে সে একটা শূকরের খামারে ঠুকে শূকরের জন্য রাখা খাবার খেতে লাগল।

এরপর ভাগ্যক্রমে সে এক বাড়ির সামনে হাজির হল এবং বাড়ির মালিক তার অসহায় অবস্থার কথা বুঝতে পেরে তাকে ভেতরে নিয়ে গেল এবং খাবার দিল। আসলে ঐ বাড়িটা ছিল St.John Rivers নামের এক ভদ্রলোক ও তার দু-বোন Miss Diana ও Miss Mary এর। এরপর Jane একটা কাজ পাবার জন্য মরিয়া হয়ে খোঁজ করতে লাগল। তখন বাড়ির মালিক St.John Rivers তার নিজস্ব স্কুলে Jane কে শিক্ষিকা হিসেবে একটা চাকরি দিল। এখন সে Rivers Family ছেড়ে Moor House এ বাস করছে কারণ সেটা Jane এর স্কুলের খুব কাছাকাছি।

St.John Rivers ছিলেন একজন পাদরি আর তার উদ্দেশ্য ছিল তিনি ভারতে গিয়ে একজন মিশনারী হবেন। Jane এর বিশ্বস্ততা ও কর্মসহিষ্ণুতায় John তাকে বিয়ে করতে চাইল। কিন্তু Jane এখনো Mr.Rochester কে ভুলতে পারে নি তাই Jane, তার(John) প্রস্তাব অস্বীকার করল। এরপরই Jane কয়েকটা সুসংবাদ পেল। একটা ছিল যে তার চাচা John Eyre যিনি কিনা Madeira তে বসবাস করতেন সম্প্রতি তিনি মারা গেছেন এবং প্রায় 20,000 পাউন্ড Jane কে উত্তরাধিকারী হিসেবে দান করে গেছেন।

যদিও Jane তার চাচার মৃত্যুতে কিছুটা কষ্ট পেয়েছিল কিন্তু এতগুলো টাকা পেয়ে সে তা ভুলে গেল। পরের ভাল সংবাদটা ছিল যে Jane যাদের সাথে বাস করতেছিল মানে (John Rivers, Diana and Mary) তারা আসলে Jane Eyre এর নিজের চাচাতো ভাইবোন। Jane এটা জানতে পেরে প্রচন্ড খুশী হল। Jane উত্তরাধিকারী সূত্রে যে 20,000 পাউন্ড পেয়েছিল তা থেকে সে John, Diana and Mary কেও সমান ভাগ দিল। মানে প্রত্যেকে 5000 পাউন্ড করে। যদিও John ও তাই বোনেরা তা নিতে রাজি হয় নি কিন্তু Jane একপ্রকার জোর করেই তাদের বাধ্য করেছে নিতে।

এরপর থেকে John আবারও Jane কে বিয়ের প্রস্তাব দিতে থাকে। John তাকে একপ্রকার জোরই করে। তখন Jane বাইরে যেন কার গলার আওয়াজ শুনতে পেয় আর মনে হয় সে যেন Jane কেই ডাকতেছে। Jane বুঝতে পারে এই সুর Mr.Rochester এর ছাড়া আর কারো নয়। Jane তাড়াতাড়ি Thornfield Hall এর দিকে রওয়ানা হয়। কিন্তু যখন সে Thornfield Hall এর সামনে পৌঁছায় সে তার চোখকে বিশ্বাস করতে পারে না কারণ Thornfield Hall টা পুড়ে ছাই হয়ে গিয়েছে।

খোঁজ নিয়ে Jane জানতে পারে যে Mr.Rochester এর mad wife Bertha Rochester নাকি আগুন লাগিয়েছে এবং Mr.Rochester তাকে উদ্ধার করতে গিয়ে তার দুচোখ এবং এক হাত আগুনে পুড়ে গেছল। এখন সে পুরোপুরি অন্ধ। কিন্তু Bertha Rochester কে বাঁচানো যায় নি। পাশের থেকে খবর নিয়ে Jane আর দেরী না করে Mr.Rochester যেখানে থাকে সেখানে ছুটে যায়। Mr.Rochester যদিও দেখতে পারে না কিন্তু Jane এর কথা শুনে বুঝতে পারে যে Jane এসেছে।

এই আনন্দে সে আত্মহারা হয়ে যায়। এরপর শীঘ্রই তারা বিয়ে করে। কয়েকবছর পর একজন ভাল চিকিৎসকের দ্বারা Mr.Rochester এর চোখ অপারেশন করা হয় এবং এরপর থেকে তিনি ভালভাবেই দেখতে পান। এরপর তাদের একটা বাচ্চা হয়। Adele কেও একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়। ওদিকে Mary ও Diana ও তাদের পছন্দমতো পাত্রকে বিয়ে করে আর John সন্ন্যাস গ্রহন করে ভারতে চলে যায়। কিন্তু সে তবুও Jane কে চিঠি লিখতে থাকে কিন্তু শেষ চিঠিতে তার অসুস্থতার কথা লিখে এবং জানা যায় সে মারা গিয়েছে। আর Jane ও Mr.Rochester সুখেই দিন কাটাতে থাকে। এখানেই উপন্যাসটি শেষ হয়।

English Summary:-

Jane Eyre is the story of a young, orphaned girl (shockingly, she’s named Jane Eyre) who lives with her aunt and cousins, the Reeds, at Gateshead Hall. Mrs. Reed hates Jane and allows her son John to torture the girl. Even the servants are constantly reminding Jane that she’s poor and worthless. At the tender age of ten, Jane rises up against this treatment and tells them all exactly what she thinks of them. After this, nobody knows what to do with her, so they send her away to a religious boarding school for orphans Lowood Institute.

At Lowood, which is run by the hypocritical ogre Mr. Brocklehurst, the students never have enough to eat or warm clothes. However, Jane finds a pious friend, Helen Burns, and a sympathetic teacher, Miss Temple. Under their influence, she becomes an excellent student, learning all the little bits and pieces of culture that made up a lady’s education in Victorian England: French, piano-playing, singing, and drawing.

Unfortunately, an epidemic of typhus breaks out at the school, and Helen dies—but of consumption, not typhus. Jane remains at Lowood as a student until she’s sixteen, and then as a teacher until she’s eighteen. When Miss Temple leaves the school to get married, Jane gets a case of wanderlust and arranges to leave the school and become a governess.

The governess job that Jane accepts is to tutor a little French girl, Adèle Varens, at a country house called Thornfield. Jane goes there thinking that she’ll be working for a woman named Mrs. Fairfax, but Mrs. Fairfax is just the housekeeper; the owner of the house is the mysterious Mr. Rochester, and he's Adèle's guardian, although we’re not sure whether she’s his daughter.

Jane likes Thornfield, although not the third floor, where a strange servant named Grace Poole works alone and Jane can hear eerie laughter coming from a locked room. One evening when Jane’s out for a walk, she meets a mysterious man when his horse slips and he falls—of course, this is Mr. Rochester. Jane and Rochester are immediately interested in each other.

She likes the fact that he’s craggy, dark, and rough-looking instead of smooth and classically handsome. Rochester quickly learns that he can rely on Jane in a crisis—one evening, Jane finds Rochester asleep in his bed with the curtains and his bedclothes on fire, and she puts out the flames and rescues him.

Jane and Rochester have fascinating conversations in the evenings and everything seems to be going really well… until Rochester invites a bunch of his rich friends to stay at Thornfield, including the beautiful Blanche Ingram. Rochester lets Blanche flirt with him constantly in front of Jane to make her jealous and encourages rumors that he’s engaged to Blanche.
During the weeks-long house party, a man named Richard Mason shows up, and Rochester seems afraid of him.

Then, Jane gets a message that her Aunt Reed is very sick and is asking for her. Jane, forgiving Mrs. Reed for mistreating her when she was a child, goes back to take care of her dying aunt. When Jane returns to Thornfield, Blanche and her friends are gone, and Jane realizes how attached she is to Mr. Rochester. Although he lets her think for a little longer that he’s going to marry Blanche, eventually Rochester stops teasing Jane and proposes to her. She blissfully accepts.

Everything seems to be going great.
It's the day of Jane and Rochester's wedding. It should be the happiest day of Jane's life, but during the church ceremony two men show up claiming that Rochester is already married. Dum dum dummm. Rochester admits that he is married to another woman, but tries to justify his attempt to marry Jane by taking them all to see his wife.

Mrs. Rochester is Bertha Mason, the "madwoman in the attic" who tried to burn Rochester to death in his bed, stabbed and bit her own brother (Richard Mason), and who’s been doing other creepy things at night. Rochester was tricked into marrying Bertha fifteen years ago in Jamaica by his father, who wanted him to marry for money and didn't tell him that insanity ran in Bertha’s family. Rochester tried to live with Bertha as husband and wife, but she was too horrible, so he locked her up at Thornfield with a nursemaid, Grace Poole.

Meanwhile, he traveled around Europe for ten years trying to forget Bertha and keeping various mistresses. Adèle Varens (Jane's student) is the daughter of one of these mistresses, though she may not be Rochester’s daughter. Eventually he got tired of this lifestyle, came home to England, and fell in love with Jane.

After explaining all this, Rochester claims that he’s not really married because his relationship with Bertha isn’t a real marriage. The main problem is that he can’t divorce her (because it was pretty tough to get a divorce at all in the Victorian period, and Bertha’s behavior isn’t grounds for a divorce, since she’s mentally ill and therefore not responsible for her actions).

He wants Jane to go and live with him in France, where they can pretend to be a married couple and act like husband and wife. Jane refuses to be his next mistress and runs away before she’s tempted to agree.

Jane travels in an unknown direction away from Thornfield. Having no money, she almost starves to death before being taken in by the Rivers family, who live at Moor House near a town called Morton. The Rivers siblings—Diana, Mary, and St. John—are about Jane’s age and well-educated, but somewhat poor. They take whole-heartedly to Jane, who has taken the pseudonym "Jane Elliott" so that Mr. Rochester can’t find her. Jane wants to earn her keep, so St. John arranges for her to become the teacher in a village girls’ school.

When Jane’s uncle Mr. Eyre dies and leaves his fortune to his niece, it turns out that the Rivers siblings are actually Jane’s cousins, and she shares her inheritance with the other three. St. John, who is a super-intense clergyman, wants to be more than Jane’s cousin. He admires Jane’s work ethic and asks her to marry him, learn Hindustani, and go with him to India on a long-term missionary trip. Jane is tempted because she thinks she’d be good at it and that it would be an interesting life.

Still, she refuses because she knows she doesn’t love St. John. To top it off, St. John actually loves a different a girl named Rosamond Oliver, but he won’t let himself admit it because he thinks she would make a bad wife for a missionary. Jane offers to go to India with him, but just as his cousin and co-worker, not as his wife. St. John won't give up and keeps pressuring Jane to marry him. Just as she’s about to give in, she supernaturally hears Mr. Rochester’s voice calling her name from somewhere far away.

The next morning, Jane leaves Moor House and goes back to Thornfield to find out what’s going on with Mr. Rochester. She finds out that Mr. Rochester searched for her everywhere and, when he couldn’t find her, sent everyone else away from the house and shut himself up alone. After this, Bertha set the house on fire one night and burned it to the ground. Rochester rescued all the servants and tried to save Bertha, too, but she committed suicide and he was injured.

Now Rochester has lost an eye and a hand and is blind in the remaining eye. Jane goes to Mr. Rochester and offers to take care of him as his nurse or housekeeper. What she really hopes is that he'll ask her to marry him—and he does. They have a quiet wedding, and after two years of marriage Rochester gradually gets his sight back. St. John Rivers, meanwhile, goes to India alone and works himself to death there over the course of several years.


পিডিএফ ডাউনলোড করুন


Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte, Character and Summary of Jane Eyre by Charlotte Bronte,

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close