An exceptional way to learn to learn

Mofizur Rahman
0

An exceptional way to learn to learn

An exceptional way to learn to learn

  • If you are a student then this post is for you.
  • Do you want success? Then this post is for you.
  • How did you get through the day thinking about what? Then read this post and turn your life around and achieve something new.

The most efficient way to learn anything is to know yourself.
Your ability to learn.
Methods that you have used successfully in the past. Your interest and knowledge about the subject you want to learn.

You may find physics easy to learn, but tennis very difficult. The opposite is also true. Education is a process that goes through multiple stages.

Here are the four steps to learning:

Read the questions carefully and then answer the questions. Make your plan based on the answers you get and with the help of other study guides.

Start with the past:-

How do you learn? Look at the following questions and find the answers in your mind.
do you love to read?
To solve the problem?
To memorize?
To recite or read aloud? To explain?
To cover the words learned in front of friends?
Do you know how to make saratsa?

Do you ask yourself questions about what you read?
Do you reconsider? Are there benefits to collecting data from multiple sources?
Do you like solitude, or study groups?
Do you not stop and stop, like to fall for a long time?

What are your study habits? How did you develop them?
Which ones are more useful and which ones are not at all?
What is the best way to convey what you have learned to others?
By writing the test, let them prepare the answer sheet, or through the interview?

Now come forward:-

How interested am I in this matter?
How much time am I willing to devote to learning this subject?
What distracts me?

Is the environment around me right for success?
Which ones can I control, and which ones are out of my control?
Can I change that situation to success?
What influences my commitment to learning this subject?
Do I have any plans? Have I made this plan taking into account my prior experience
and learning style?

Content of the process:-

What is the name or title?
Do I understand them?
What do I already know about this?
What are the prominent key words?
Do you know the things related to it?

What kind of information would help me here?
Should I rely on only one source (eg, textbooks) for information?
Will I need more additional resources?
When I study, can I understand?
Ask yourself about this?

Should I read faster or slower?
If I don't understand something, do I ask 'why didn't I understand'?
Do I stop reading and make up the whole thing?
Do I stop and question whether the action is being rationalized?
Do I stop and begin to evaluate (ie, what I've already read. Do I agree or disagree with it)?
Do I need more time to think things through? Can I come back to the subject?

Do I need to discuss this with other students so that I can manage them? Do I want someone with authority on the subject---such as a teacher, a librarian?

Ways to Revise:-

Did I do it right?
How much better can I do?
Does my plan fit the way I work with my abilities and disabilities?
'Have I chosen the right terms?
Did my work end well? Was I disciplined?
Did I succeed?
Can I enjoy my success this time? You have to find the answers to the above questions yourself. And then move forward using the study guide provided in this book. Hope you can achieve success in this way.

শিখতে শেখার ব্যতিক্রমী উপায়/An exceptional way to learn to learn

  • আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পোস্ট টা আপনার জন্য।
  • আপনি কি সফলতা চান? তাহলে এই পোস্ট টা আপনার জন্য।
  • কিভাবে কি ভাবতে ভাবতে দিন পার করে পেলেছেন? তাহলে এই পোস্ট টা পড়ে আপনার জীবনের মোড় ঘুড়িয়ে নতুন কিছু অর্জন করুন।
কোনো কিছু শেখার সবচে' কাজের পথটাই হলো নিজেকে জানা।
শেখার জন্যে তোমার সামর্থ্য।
অতীতে যে পদ্ধতিগুলো তুমি সফলতার সঙ্গে ব্যবহার করেছো। যে বিষয়টি তুমি শিখতে চাইছো তার সম্পর্কে তোমার আগ্রহ এবং জ্ঞান।
তোমার কাছে পদার্থবিজ্ঞান শেখাটা সহজ হতে পারে, কিন্তু টেনিস শেখাটা বড়ই কঠিন। এর উল্টোটাও সত্যি। শিক্ষা মাত্রেই একটা পদ্ধতি যা কিনা একাধিক ধাপ পেরিয়ে পুরো হয়।

এখানে শেখার চারটা ধাপ হলো:
প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড় আর তারপর প্রশ্নগুলোর উত্তর দাও। তাতে যে উত্তরগুলো পাবে তাই দিয়েই এবং অন্যান্য অধ্যয়ন নির্দেশিকার (Study Guide) সাহায্য নিয়ে তোমার পরিকল্পনা তৈরি করে ফেলো।

অতীত দিয়ে শুরু করো:-

তুমি কেমন করে শেখো ....... এ নিয়ে তোমার অভিজ্ঞতা কেমন? নিচের প্রশ্নগুলো দেখ আর মনে মনে উত্তর খুঁজে বের করো।

তুমি কি পড়তে ভালোবাসো?
সমস্যা সমাধান করতে?
মুখস্থ করতে?
আবৃত্তি করতে তথা জোরে আওয়াজ করে পড়তে? ব্যাখ্যা করতে?
বন্ধুদলের সামনে শেখা কথাগুলো আওড়াতে?
তুমি কি সারাৎসার তৈরি করতে জানো?

কী পড়লে তা নিয়ে কি নিজেকে কখোনো প্রশ্ন করো?
পুণর্বিবেচনা করো কি? নানা উৎসের থেকে তথ্য সংগ্রহের সুবিধে আছে কি?
তোমার কি নির্জনতা ভাল লাগে, না অধ্যয়ন গোষ্ঠি?
তুমি কি থেমে থেমে পড়ো না, লাগাতার অনেকক্ষণ ধরে পড়ে যেতে ভালাগে?
তোমার লেখাপড়া করবার অভ্যেসগুলো কী রকম? সেগুলো কী করে গড়ে উঠেছ?
কোনটা বেশি কাজে এসছে আর কোনগুলো একেবারেই না?
তুমি যা শিখলে তা অন্যকে বোঝাতে গেলে সবচাইতে ভালো কী করে বোঝাবে?
লিখে পরীক্ষা দিয়ে, উত্তরপত্র তৈরি করতে দিলে, না সাক্ষাৎকারের মধ্যে দিয়ে?

বর্তমানে এগিয়ে এসো:-

এ বিষয়ে আমি কতটা আগ্রহী?
এ বিষয়টা শিখতে আমি কতটা সময় দিতে তৈরি?
আমার মনোযোগ কিসে বিঘ্নিত হয়?
সফলতার জন্যে আমার চারপাশের পরিবেশটা কি ঠিক আছে?
কোনগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারি, আর কোনগুলো আমার নিয়ন্ত্রণের বাইরে?
সে পরিস্থিতিকে আমি কি সফলতাতে পরিবর্তিত করতে পারি?
এ বিষয়টা শেখার জন্যে আমার প্রতিজ্ঞাটি কিসের দ্বারা প্রভাবিত?

আমার কি কোনো পরিকল্পনা আছে? আমার পূর্বঅভিজ্ঞতা আর শেখার রীতিকে বিবেচনাতে নিয়ে কি আমি আমার এই পরিকল্পনা তৈরি করেছি?

প্রক্রিয়াটির বিষয়বস্তু:-

নাম বা শিরোনাম কী?
সেগুলো কি আমি বুঝতে পারি?
এ নিয়ে আমি ইতিমধ্যে কী জানি?
প্রকট হওয়া মূল শব্দ (key words) কোনগুলো?
এর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো জানি কি?
কোনধরণের তথ্য এখানে আমাকে সাহায্য করবে?
তথ্যের জন্যে আমি কি শুধু একটাই উৎসে (যেমন, পাঠ্যবই ) নির্ভর করব?
আমার কি আরো অতিরিক্ত উৎসের দরকার পড়বে?
আমি যখন লেখাপড়া করি তখন কি 'বুঝতে পারলাম কি না?
এ নিয়ে নিজেকে প্রশ্ন করি?

আমার কি দ্রুত পড়া উচিত না ধীরে ধীরে?
আমি যদি কিছু একটা না বুঝি, তখন কি 'কেন বুঝিনি' জিজ্ঞেস করি?
আমি কি পড়তে পড়তে থেমে যাই এবং সারাৎসার তৈরি করি?
আমি কি থেমে যাই আর কাজটা কি ঠিক যুক্তিপূর্ণ হচ্ছে এমন প্রশ্ন করি কি?
আমি কি থেমে যাই আর এর মূল্যায়ণ করতে (অর্থাৎ, ইতিমধ্যে যেটুকু পড়লাম। তার সঙ্গে আমি সম্মত না অসম্মত) শুরু করি কি?

এ নিয়ে কি আমার আরো সময়ের প্রয়োজন যাতে কিছু ভাবনা চিন্তা করে নিয়ে পরে। আবার বিষয়টিতে ফিরে আসতে পারি?

এ কথাটা কি আমার অন্য 'শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নেয়া দরকার যাতে করে আমি তথাগুলোকে ব্যবস্থাপিত করতে পারি? আমার কি একজন এ বিষয়টির উপর কর্তৃত্ব থাকা কাউকে চাই --- যেমন শিক্ষক, গ্রন্থাগাকি?

পুনর্বিবেচনা করার পথ:-

আমি কদ্দূর ঠিক করে করলাম?
আমি কতটা আরো ভালো করে করতে পারি?
আমার ক্ষমতা ও অক্ষমতা নিয়ে আমি যেভাবে কাজ করি তার সঙ্গে আমার পরিকল্পনা কি খাপ খেয়েছে?
'আমি কি সঠিক শর্তগুলো বেছে নিয়েছি?
আমার কাজের শেষটা কি ভালো হলো আমি কি নিজের প্রতি নিয়মানুবর্তী ছিলাম?
আমি কি সফল হলাম?

এবারে কি তা হলে আমার সফলতা উপভোগ করতে পারি? উপরের প্রশ্নগুলোর উত্তর তোমার নিজেকেই খুঁজে বের করতে হবে। আর তারপরই এই বইতে দেয়া স্টাডি গাইড ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আশা করা যায় তুমি এভাবেই সফলতা অর্জন করতে পারবে।


An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, An exceptional way to learn to learn, 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close