৭ম শ্রেণির গণিত বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন উত্তরপত্র ২০২৩ - Class 7 Math Annual Assignment Final Day Solution PDF

Mofizur Rahman
0

সপ্তম শ্রেণির গণিত বার্ষিক সামষ্টিক চূড়ান্ত মূল্যায়ন সমাধান- Class Seven Math Annual Assessment working Day 3 Answer 2023

৭ম শ্রেণির গণিত বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন উত্তরপত্র ২০২৩ - Class 7 Math Annual Assignment Final Day Solution PDF


মাধ্যমিক/দাখিল ৭ম শ্রেণির গণিত এর বার্ষিক সামষ্টিক চূড়ান্ত মূল্যায়ন বা ৩য় কর্মদিবসের উত্তরপত্র


  • কাজ ৩ (৯০ মিনিট) দলগত কাজ-

ফলের দোকানে বিক্রি বৃদ্ধির কৌশল খুঁজে বের করি।

ফলের দোকানের বিক্রি বৃদ্ধি করার জন্য ক্রেতার পছন্দ/অপছন্দ জেনে দোকানে ফল রেখে ফল বিক্রেতারা লাভ করতে পারে। এই কাজটির মাধ্যমে তোমরা তোমাদের এলাকার বিভিন্ন বয়সী অন্তত ৪০ জন মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এক্ষেত্রে ঐ পাঁচটি ফলের মধ্যে তার কোনটি পছন্দ সেই তথ্য নিবে। এর সাথে তথ্যদাতার নাম ও বয়সের তথ্য সংগ্রহ করবে।


উত্তর: আমাদের এলাকার বিভিন্ন বয়সী অন্তত ৪০ জন মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করলাম। এবং এক্ষেত্রে ঐ পাঁচটি ফলের মধ্যে তার কোনটি পছন্দ সেই তথ্য ও নিলাম। এর সাথে তথ্যদাতার নাম ও বয়সের তথ্য সংগ্রহ করলাম। নিচে বিস্তারিত সবকিছু  দেওয়া হলো বা তথ্য গুলো তুলে ধরা হলো:-

৭ম শ্রেণির গণিত বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন উত্তরপত্র ২০২৩ - Class 7 Math Annual Assignment Final Day Solution PDF


৭ম শ্রেণির গণিত বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন উত্তরপত্র ২০২৩ - Class 7 Math Annual Assignment Final Day Solution PDF

বিঃদ্রঃ এখানে আমি ৪০ জন এর তথ্য দিয়েছি। তোমরা এইভাবে তোমাদের এলাকার ৪০ জন মানুষের তথ্য সংগ্রহ করে খাতায় নোট করে রাখবা। মনে চাইলে আমার দেওয়া এই তথ্য ও ব্যবহার করতে পারো।

  • সেশন ২ এ করে রাখা দল গঠনের কাজ

প্রথমেই শ্রেণির শিক্ষার্থী অনুযায়ী ৬ জনের দল তৈরি করতে হবে। শিক্ষক শিক্ষার্থীদের সহায়তায় আগের সেশনেই। (সেশন ২) দল গঠনের কাজটি করবেন। দলে বসার পর তোমার এলাকার মানুষ পছন্দ করে এমন ৫টি ফলের নাম দলে আলোচনা করে লিখো। এই কাজটি করার জন্য দলগত আলোচনার মাধ্যমে একটি পরিকল্পনা করবে (সেশন ২ ও ৩ এর মাঝের বিরতিতে)। সবার মতামত নিয়ে চূড়ান্ত পরিকল্পনাটি খাতায় লিখে রাখবে।

০১। কতজন মানুষ কোন ফল পছন্দ করে

. উত্তর: কতজন মানুষ কোন ফল পছন্দ করে তার তালিকা:

৭ম শ্রেণির গণিত বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন উত্তরপত্র ২০২৩ - Class 7 Math Annual Assignment Final Day Solution PDF


২) পছন্দকারী মানুষের সংখ্যা ব্যবহার করে ঐ ৫টি ফলের জন্য একটি পাই চার্ট তৈরি করো।

উত্তর: পছন্দকারী মানুষের সংখ্যা ব্যবহার করে ঐ ৫টি ফলের জন্য একটি পাই চার্ট তৈরি করা হলো:

৭ম শ্রেণির গণিত বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন উত্তরপত্র ২০২৩ - Class 7 Math Annual Assignment Final Day Solution PDF


৭ম শ্রেণির গণিত বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন উত্তরপত্র ২০২৩ - Class 7 Math Annual Assignment Final Day Solution PDF

৩) পাইচার্ট থেকে কি কি তথ্য পেলে তা প্রতিবেদনে লিখো।

উত্তর: পাইচার্ট থেকে যা যা তথ্য পেলাম তা প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হলো:

৭ম শ্রেণির গণিত বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন উত্তরপত্র ২০২৩ - Class 7 Math Annual Assignment Final Day Solution PDF

৪) তথ্যদাতাদের বয়সের শ্রেণিব্যাপ্তি অনুসারে তোমাদের সংগৃহীত উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করো।

উত্তর: তথ্যদাতাদের বয়সের শ্রেণিব্যাপ্তি অনুসারে আমাদের সংগৃহীত উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে দেখানো হলো:
৭ম শ্রেণির গণিত বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন উত্তরপত্র ২০২৩ - Class 7 Math Annual Assignment Final Day Solution PDF


৫) সারণি অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন পছন্দের ফল পছন্দকারীর সংখ্যা স্তম্ভলেখ (Bar graph) এর মাধ্যমে উপস্থাপন করো।

উত্তর: সারণি অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন পছন্দের ফল পছন্দকারীর সংখ্যা স্তম্ভলেখ (Bar graph) এর মাধ্যমে উপস্থাপন করা হলো:

৭ম শ্রেণির গণিত বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন উত্তরপত্র ২০২৩ - Class 7 Math Annual Assignment Final Day Solution PDF

৬) স্তম্ভলেখটি বিশ্লেষণ করে তোমাদের সংগৃহীত উপাত্ত সম্পর্কে কয়েকটি সিদ্ধান্ত লিখো।

উত্তর: স্তম্ভলেখটি বিশ্লেষণ করে আমাদের সংগৃহীত উপাত্ত সম্পর্কে কয়েকটি সিদ্ধান্ত হলো:

স্তম্ভলেখ বিশ্লেষণ করলে দেখা যাই-
সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে কলা। অর্থাৎ ৪০ জনের মধ্যে ১৭ জন মানুষ কলা পছন্দ করে কারণ এটি সব মৌসুমে পাওয়া যায় এবং দামে কম। অন্যদিকে সবচেয়ে কম মানুষ লিচু পছন্দ করে। কারণ এটি মৌসুমী ফল এবং দামও অনেক বেশি।

৭) তোমাদের ফলের দোকান যদি স্কুলের পাশে হয় তাহলে কি ফল কি পরিমানে রাখবে? তোমাদের সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর: আমাদের ফলের দোকান যদি স্কুলের পশে হয় তাহলে কম দামের ফল রাখতে হবে এবং যেগুলো ছাত্র- ছাত্রীরা বেশি পছন্দ করে। যেমন: আম, জাম, আপেল, কমল ইত্যাদি।

৮) তোমাদের ফলের দোকান যদি অফিস এলাকায় হয় তাহলে কি কি ফল রাখবে?

উত্তর: ফলের দোকান অফিস এলাকার পাশে হলে যেসব ফল রাখতে হবে তা হলো: আম, আপেল, পেয়ারা ইত্যাদি।




শ্রেণির গণিত বার্ষিক, শ্রেণির গণিত বার্ষিক, শ্রেণির গণিত বার্ষিক, শ্রেণির গণিত বার্ষিক

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close