সপ্তম শ্রেণির বাংলা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট এর সিলেবাস ও নির্দেশিকা ২০২৩ - Class Seven Bangla Annual Assignment Syllabus 2023

৭ম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা/সিলেবাস এর পিডিএফ বিষয়: বাংলা
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার অ্যাসাইনমেন্ট বা মূল্যায়ন এর সিলেবাস বা নির্দেশিকা শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে। তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এর জন্য নির্ধারিত সময়ে তোমাদের পড়ালেখা শেষ করার জন্য শিক্ষাবোর্ড বলে দিয়েছেন।
সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম এই বছরেই চালু করা হলো বিধায় শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়ের প্রশাসক, সবারই নিজেদের প্রস্তুত করতে ও নতুন শিক্ষাক্রমে অভ্যস্ত হতে কিছুটা সময় বেশি লেগেছে। তাই জানুয়ারি থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যতগুলো শিখন অভিজ্ঞতা সম্পন্ন করার পরিকল্পনা ছিল, অনেক ক্ষেত্রেই তা করা সম্ভব হয় নি।
ষাণ্মাসিক শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়নে ৭ম শ্রেণীতে মোট ৮টি শিখন অভিজ্ঞতার মূল্যায়ন করা হয়েছিল। বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আগে আরো ১৪টি শিখন অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে। ২০২৩ শিক্ষাবর্ষের পরিবর্তিত সময় অনুযায়ী (৫০-৫৫ মিনিট) প্রয়োজন হবে প্রায় ৫৬টি সেশন।
উক্ত সেশনগুলো ১০ ই নভেম্বর এর মধ্যে সম্পন্ন করতে হবে।
তোমরা খুব অল্প সময়ে উক্ত সেশন গুলো শেষ করতে পারবে যদি আমার এই ওয়েবসাইট এ প্রতিদিন ভিজিট কর। কারণ আজকে থেকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সবগুলো অ্যাসাইনমেন্ট এর উত্তর ধারাবাহিক ভাবে সমাধান করে দিবো ইনশাআল্লাহ। তাই আমার সাথে থাকুন আশাকরি তোমাদের উপকার হবে।
সপ্তম শ্রেণির বাংলা বিষয়ে ষাণ্মাষিক সামষ্টিক মূল্যায়নে যে অভিজ্ঞতাগুলো মূল্যায়ন হয়েছে তা হলো:-
- প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ
- ধ্বনির উচ্চারণ
- শব্দের উচ্চারণ
- শব্দের শ্রেণি ও বাক্যের শ্রেণি
- শব্দের গঠন
- শব্দের অর্থ
- যতিচিহ্ন
- বাক্য
- চারপাশের লেখার সাথে পরিচিত হই
সপ্তম শ্রেণির বাংলা বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে যে অভিজ্ঞতাগুলো মূল্যায়ন হবে তা হলো:-
- শিখন অভিজ্ঞতা - ৯: প্রয়োগিক লেখা।
- শিখন অভিজ্ঞতা - ১০: বিবরণমুলক লেখা।
- শিখন অভিজ্ঞতা - ১১: তথ্যমূলক লেখা।
- শিখন অভিজ্ঞতা - ১২: বিশ্লেষণমূলক লেখা।
- শিখন অভিজ্ঞতা - ১৩: কল্পনানির্ভর লেখা।
- শিখন অভিজ্ঞতা - ১৪: কবিতা।
- শিখন অভিজ্ঞতা - ১৫: ছড়া।
- শিখন অভিজ্ঞতা - ১৬: গান।
- শিখন অভিজ্ঞতা - ১৭: গল্প।
- শিখন অভিজ্ঞতা - ১৮: প্রবন্ধ।
- শিখন অভিজ্ঞতা - ১৯: নাটক।
- শিখন অভিজ্ঞতা - ২০: সাহিত্যের নানা রুপ।
- শিখন অভিজ্ঞতা - ২১: প্রশ্ন করতে শেখা।
- শিখন অভিজ্ঞতা - ২২: সমালোচনা করতে শেখা
৭ম শ্রেণির বাংলা বই এর বিস্তারিত সিলেবাস ও নির্দেশিকা পেতে নিচের পিডিএফ ফাইল ডাউনলোড করুন।
(getButton) #text=(ফেইসবুক স্টাডি গ্রুপ লিংক) #icon=(download)
(getButton) #text=(Read Online) #icon=(link) #color=(#2339bd)
(getButton) #text=(Download ৭ম শ্রেণির বাংলা সিলেবাস PDF) #icon=(download)