৬ষ্ঠ শ্রেণির গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান ২০২৩

Mofizur Rahman
0

Class Six Math Assessment Solution/Answer - ৬ষ্ঠ শ্রেণির গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান ২০২৩

৬ষ্ঠ শ্রেণির গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান ২০২৩

(toc)

প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে, ৬ষ্ঠ শ্রেণির ষান্মাসিক/সামষ্টিক মূল্যায়ন এর এ্যাসাইনমেন্ট নির্দেশিকা দেওয়া হয়ে  গেছে। তারই ধারাবাহিকতাই আজ আমি তোমাদের ৬ষ্ঠ শ্রেণির গণিত ষান্মাষিক/সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট এর  সমাধানটির নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করব।


গণিত অ্যাসাইনমেন্ট তোমাদের যে কাজ গুলো রয়েছে তার সব গুলো কাজের উত্তর দেওয়া হয়েছে। আমি এখন সেই কাজ গুলোর সমাধান নিচে বিশদভাবে বর্ণনা করবো ইনশাআল্লাহ।


৬ষ্ঠ শ্রেণির গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান ২০২৩

৬ষ্ঠ শ্রেণির গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান ২০২৩

গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান ২০২৩


কাজ: এরপর গ্রিডের উপর বস্তুটিকে আনুমানিক ৪৫° কোণে ঘুরিয়ে বসিয়ে আরেকবার ক্ষেত্রফল পরিমাণ করতে হবে। ছবিতে একটি চতুর্ভুজের ক্ষেত্রে নমুনা দেওয়া হলো ।


৬ষ্ঠ শ্রেণির গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান ২০২৩


  • খ চিত্রে লাল রং দিয়ে চিহ্নিত ১২টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১২ x ১ বর্গ সে.সি = ১২ বর্গ সে.মি
 এবং 
  • নীল রং দিয়ে চিহ্নিত ১২টি অর্ধেক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১২ ×০.৫ বর্গ সে.সি = ৬ বর্গ সে.মি
  • গ্রিড থেকে পাওয়া মোট ক্ষেত্রফল = ১২ বর্গ সে.মি + ৬ বর্গ সে.মি = ১৮ বর্গ সে.মি

কাজঃ প্রাপ্ত ফলাফলের তুলনা করে কোন পরিমাপটি অধিক যুক্তিযুক্ত সেই সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্তের পক্ষে যুক্তি নিজ উত্তরপত্রে লিখতে হবে।

গ্রিড 'ক' এবং “খ” এর নির্ণিত ক্ষেত্রফলের ভিত্তিতে যুক্তিযুক্ত সিন্ধান্ত নিম্নরূপ:

গ্রিড ‘ক' এ নীল রং দিয়ে চিহ্নিত কোনো বর্গক্ষেত্র নেই। তাই পরিমাপে কমবেশি হওয়ার সুযোগ নেই ।
অন্যদিকে গ্রিড ‘খ' এ নীল রং দিয়ে চিহ্নিত বর্গক্ষেত্র আছে তবে বর্গক্ষেত্রের সবগুলো ঠিকঠাক ০.৫ বর্গ সে.মি। তাই পরিমাপে কমবেশি হওয়ার সুযোগ নেই।

সুতরাং গ্রিড ‘ক’ এবং গ্রিড ‘খ' থেকে প্রাপ্ত ফলাফল দুইটায় যুক্তিযুক্ত।


নিচের চিত্রগুলো লক্ষ্য করো তোমরা আরো বিস্তারিত ভাবে বুঝতে পারবে।

৬ষ্ঠ শ্রেণির গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান ২০২৩



কাজ: প্রতিটি উপকরণ বা বস্তুকে গ্রিডের উপর সোজাসুজি বসিয়ে প্রথমে একবার ক্ষেত্রফল পরিমাপ করতে হবে

  • 'লাল' রঙ দিয়ে চিহ্নিত ২৩ টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৩ × ১ বর্গ সে.সি = ২৩ বর্গ সে.মি
  • 'নীল' রঙ দিয়ে চিহ্নিত ২৫ টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৫ × ০.৫ বর্গ সে.সি = ১২.৫ বর্গ সে.মি
  • পাতার মোট ক্ষেত্রেফল = ২৩ বর্গ সে.মি + ১২.৫ বর্গ সে.মি = ৩৫.৫ বর্গ সে.মি

কাজ: প্রাপ্ত ফলাফলের তুলনা করে কোন পরিমাপটি অধিক যুক্তিযুক্ত সেই সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্তের পক্ষে যুক্তি নিজ উত্তরপত্রে লিখতে হবে।


পাতার গ্রিড এর নির্ণিত ক্ষেত্রফলের ভিত্তিতে যুক্তিযুক্ত সিন্ধান্ত নিম্নরূপ:

এখানে ২৩টি লাল রঙের পূর্ণ বর্গক্ষেত্র রয়েছে কিন্তু নীল রং দিয়ে চিহ্নিত ২৫টি বর্গের সবগুলিতে একেবারে ঠিকঠাক ০.৫ বর্গ সে.মি ক্ষেত্রফল নেই। তাই গ্রিড দিয়ে উপরের পরিমাপের প্রক্রিয়ায় পাতার যে ক্ষেত্রফল পাওয়া গেল, সেটা আপাত বা কাছাকাছি ক্ষেত্রফল, প্রকৃত ক্ষেত্রফল নয়।

  • 'লাল' রঙ দিয়ে চিহ্নিত ২৩ টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৩ × ৪ বর্গ সে.সি = ৯২ বর্গ সে.মি
  • 'নীল' রঙ দিয়ে চিহ্নিত ২৫ টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৫ × ০.২৫ বর্গ সে.সি = ৬.২৫ বর্গ সে.মি
  • পাতার মোট ক্ষেত্রেফল = ৯২ বর্গ সে.মি + ৬.২৫ বর্গ সে.মি = ৯৮.২৫ বর্গ সে.মি

পাতার গ্রিড এর নির্ণিত ক্ষেত্রফলের ভিত্তিতে যুক্তিযুক্ত সিন্ধান্ত নিম্নরূপ:

এখানে ২৩টি লাল রঙের পূর্ণ বর্গক্ষেত্র রয়েছে কিন্তু নীল রং দিয়ে চিহ্নিত ২৫টি বর্গের সবগুলিতে একেবারে ঠিকঠাক ০.২৫ বর্গ সে.মি ক্ষেত্রফল নেই। তাই গ্রিড দিয়ে উপরের পরিমাপের প্রক্রিয়ায় পাতার যে ক্ষেত্রফল পাওয়া গেল, সেটা আপাত বা কাছাকাছি ক্ষেত্রফল, প্রকৃত ক্ষেত্রফল নয়।


কাজ-২ (একক কাজ): 'আমাদের প্রশ্ন- আমাদের উত্তর:-

কাজ ২ এর প্রশ্ন এবং উত্তর এর জন্য আপনাকে মুল বই এর নিম্মবর্ণিত পৃষ্ঠগুলোর গণিত গুলো করার মাধ্যমে সমাধান করতে হবে।
  • পৃষ্ঠা- ৮
  • পৃষ্ঠা - ৯
  • পৃষ্ঠা ১০,১১ এবং ১২
  • পৃষ্ঠা- ৪৪
  • পৃষ্ঠা - ৪৯
  • পৃষ্ঠা- ৫২
  • পৃষ্ঠা - ৫৪
  • পৃষ্ঠা - ৫৮ 
৬ষ্ঠ শ্রেণির গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান ২০২৩



সবার সুবধার কথা চিন্তা করেেএবং সময় সল্পতার কারণে টেক্সট আকারে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি যে গণিত গুলো তোমাদের জন্য করে রেখেছি সেগুলোর পিডিএফ সহকারে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের সুবিধামতো সেগুলো নোট করে রাখতে পারো বা ডাউনলোড করে রাখতে পারো।

যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেন্জারে বা কল করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা। 

সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট এর সমাধান পেতে নিচের পিডিএফটি দেখুন।


(getButton) #text=(Read Online) #icon=(link) #color=(#2339bd)



(getButton) #text=(Download গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২৩ PDF) #icon=(download)







Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close