৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ৮ম অধ্যায় গাইড PDF

Mofizur Rahman
0

সুপ্ত মনের মুক্ত আলোচনা - ৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৮ম অধ্যায় গাইড/সমাধান | Class 6 Digital Technology Chapter 8 Guide/Solution PDF


৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৮ম অধ্যায় - সুপ্ত মনের মুক্ত আলোচনা সমাধান | Class 6 Digital Technology Chapter 8 Solution PDF, লেকচার ও পাঞ্জেরী গাইড
(toc)

মাধ্যমিক/দাখিল ৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৮ম অধ্যায় ছকসহ সমাধান

৬ষ্ঠ শ্রেণি/Class Six/6   ডিজিটাল প্রযুক্তি ৮ম অধ্যায় সমাধান New Curriculum Textbooks Digital Technology Chapter 8 Guide 2023 মাধ্যমিক/দাখিল স্তর উভয়ের জন্য।

শিখন অভিজ্ঞতা ৮ : সুপ্ত মনের মুক্ত আলোচনা

আমরা প্রতিটি অভিজ্ঞতায় নতুন কিছু জানছি আর মজার মজার কিছু কাজ নিজেরাই করছি। এবার আমরা আমাদের ক্লাসে একটি মুক্ত আলোচনার আয়োজন করব। আলোচনার বিষয় কী হবে, কারা আলোচনায় অংশ্রগ্রহণ করবেন, কারা অতিথি হবেন এই সবকিছুই আমরা পরিকল্পনা করব এবং আয়োজন করব।

আলোচনার পরিকল্পনা এবং আয়োজন করার আগে আমাদের নিজেদের কিছু বিষয়ে দক্ষ হয়ে নিতে হবে, তার মধ্যে একটি হলো যোগাযোগ করতে পারার দক্ষতা। চলো প্রথমে একটি গল্প পড়ি।

আজ স্কুলে আসার পথে একটি মজার ঘটনা ঘটল, একটি রিকশা থেকে মাইকে গান বাজাচ্ছিল, গানের বিষয় হচ্ছে সবজি চাষের সময় অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা কেন উচিত নয়। গান বাজিয়ে এই ধরনের তথ্য দেওয়ার ব্যাপারটি আমার বেশ মজা লাগল। আমি স্কুলে এসেই আমার বন্ধু মাহিনকে ডেকে ঘটনাটি বললাম, মাহিনও খুব মজা পেল।

সবচেয়ে মজার ব্যাপার কী হলো, জানো? আমাদের প্রথম সেশনেই আমাদের প্রিয় শিক্ষক সৈকত স্যার আমাদের গাছের যত্ন নেওয়া প্রসঙ্গে গল্প বলছিলেন, তখন আমি হাত তুলে স্যারের দৃষ্টি আকরণ করলাম স্যারকে প্রশ্ন করার জন্য যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে পরিবেশের কেন ক্ষতি হয়। স্যার বোর্ডে ছবি এঁকে আমার প্রশ্নের উত্তর দিলেন।


যোগাযোগের প্রক্রিয়া ভেদে এর ধরন বিভিন্ন রকম হতে পারে :

১। মৌখিক যোগাযোগ (Verbal Communication) কোনো ভাষার ব্যবহার করে একে অন্যের কাছে মনের
ভাব বা অনুভূতি প্রকাশ করা।

২। লিখিত যোগাযোগ (Written Communication) অক্ষর বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে লিখিতভাবে মনের ভাব প্রকাশ করা। যাদের চোখে দেখতে সমস্যা হয় তাদের ব্রেইলের মাধ্যমে যোগাযোগের লিখিত মাধ্যম।

৩। অমৌখিক যোগাযোগ ( Nonverbal Communication) মুখের অভিব্যক্তি, শরীরের অঙ্গভঙ্গি, সংকেত বা ইশারার মাধ্যমে ভাষায় মনের ভাব প্রকাশ করা। যাদের কথা বলতে এবং শব্দ শুনতে অসুবিধা হয় তারা ইশারা ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজে যোগাযোগ করে।

ইশারা ভাষা

৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৮ম অধ্যায় - সুপ্ত মনের মুক্ত আলোচনা সমাধান | Class 6 Digital Technology Chapter 8 Solution PDF, লেকচার ও পাঞ্জেরী গাইড

১২৪ নং পৃষ্ঠার উত্তর:

সারণি ৮.১ এর উত্তর:

৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৮ম অধ্যায় - সুপ্ত মনের মুক্ত আলোচনা সমাধান | Class 6 Digital Technology Chapter 8 Solution PDF, লেকচার ও পাঞ্জেরী গাইড

১২৫ নং পৃষ্ঠার উত্তর:

সারণি ৮.২ এর উত্তর:

৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৮ম অধ্যায় - সুপ্ত মনের মুক্ত আলোচনা সমাধান | Class 6 Digital Technology Chapter 8 Solution PDF, লেকচার ও পাঞ্জেরী গাইড
৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৮ম অধ্যায় - সুপ্ত মনের মুক্ত আলোচনা সমাধান | Class 6 Digital Technology Chapter 8 Solution PDF, লেকচার ও পাঞ্জেরী গাইড

আগামী দিনের বাড়ির কাজ:

আগামী দিনের তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়িতে তোমার পরিবারের সদস্যদের এবং বিদ্যালয়ের আশপাশের মানুষদের খুব মন দিয়ে লক্ষ্য করবে (পর্যবেক্ষণ করবে) যে তারা অন্যের সাথে যোগাযোগের সময় কী কী নিয়ম মেনে চলছে, অথবা তোমার মনে হচ্ছে যে যে নিয়ম মানা উচিত যা তারা মানছে না। নিচের ছকে তোমার পর্যবেক্ষ ণগুলো লিখবে।

১২৬ নং পৃষ্ঠার উত্তর:

৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৮ম অধ্যায় - সুপ্ত মনের মুক্ত আলোচনা সমাধান | Class 6 Digital Technology Chapter 8 Solution PDF, লেকচার ও পাঞ্জেরী গাইড

২য় সেশন : যোগাযোগের ধরন-বারণ

মুক্ত আলোচনা আয়োজনের জন্য আমাদের অনেকের সাথে যোগাযোগ করতে হবে, তাই আমরা ‘যোগাযোগ’ বিষয়টি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করছি। আমরা নিজেদের প্রয়োজনে প্রতিনিয়ত একজন অন্যজনের সাথে যোগাযোগ করে থাকি। যোগাযোগ যে কত ধরনের হয়, তা আমরা গত সেশনে আলোচনা করেছি।

আমাদের কি মনে আছে? চলো আমরা আরেকটু মনে করার চেষ্টা করি, গত সেশনে বিভিন্ন রকম যোগাযোগের যে মাধ্যমগুলো দেওয়া ছিল, তার পাশাপাশি আমরা আরও একটি-দুটি উদাহরণ যোগ করি।

১২৭ নং পৃষ্ঠার উত্তর:

সারণি ৮.৩ এর উত্তর:

৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৮ম অধ্যায় - সুপ্ত মনের মুক্ত আলোচনা সমাধান | Class 6 Digital Technology Chapter 8 Solution PDF, লেকচার ও পাঞ্জেরী গাইড


১২৯ নং পৃষ্ঠার উত্তর:

সারণি ৮.৪ এর উত্তর:

৬ষ্ঠ শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ৮ম অধ্যায় - সুপ্ত মনের মুক্ত আলোচনা সমাধান | Class 6 Digital Technology Chapter 8 Solution PDF, লেকচার ও পাঞ্জেরী গাইড

৩য় সেশন : মুক্ত আলোচনা পরিকল্পনা

আমাদের মুক্ত আলোচনা আয়োজনের পরিকল্পনা করার জন্য আমরা এখন অনেকখানিই প্রস্তুত। প্রথমে আমরা নির্বাচন করব আমাদের আলোচনার বিষয়বস্তু কী হবে। তারপর ঠিক করব কারা কারা এখানে থাকতে পারেন।

আমাদের কি টার্গেট গ্রুপ বা লক্ষ্য দলের কথা মনে আছে? মুক্ত আলোচনার বিষয়বস্তুর ওপর নির্ভর করবে আমরা কাদের আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাব।

নিচের ছকে আমরা আমাদের পরিকল্পনাটি বিস্তারিত লিখি:-

সম্পূর্ণ অধ্যায়ের উত্তর পেতে নিচের দেওয়া পিডিএফ ফাইলটা দেখে নিন।



Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close