৬ষ্ঠ শ্রেণি জীবন ও জীবিকা ২য় অধ্যায় সমাধান - Class 6 Jibon O Jibika Chapter 2 Solution (PDF)2023

Mofizur Rahman
0

৬ষ্ঠ শ্রেণি জীবন ও জীবিকা ২য় অধ্যায় সমাধান - Class 6 Jibon O Jibika Chapter 2 Solution (PDF)2023

৬ষ্ঠ শ্রেণি জীবন ও জীবিকা ২য় অধ্যায় সমাধান - Class 6 Jibon O Jibika Chapter 2 Solution (PDF)2023

(toc)

মাধ্যমিক/দাখিল ৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা ২য় অধ্যায় ছকসহ সমাধান - পেশার রুপ বদল।

৬ষ্ঠ শ্রেণি/Class 6 জীবন ও জীবিকা ২য় অধ্যায় সমাধান New Curriculum Textbooks Jibon O Jibika  Book Chapter 2 Guide 2023 মাধ্যমিক/দাখিল স্তর উভয়ের জন্য।

পেশার রুপ বদল।

তোমরা একটু ভাবো, সেলুনগুলো যদি কখনো চুল কাটা বন্ধ রাখে, তখন আমাদের সবার চুলের কী হাল হবে! চুল যারা কেটে দেন তাদের ছাড়া আমরা খুব অসহায় অনুভব করি, তাই না! ঠিক এরকম যদি প্রতিদিনের পরিচ্ছন্নতা কর্মী কাজে না আসেন সেক্ষেত্রে আমাদের কী অবস্থা হতে পারে, বলোতো!

পেশার ধারণা

সকালে ঘুম থেকে উঠে রাতে পুনরায় ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সারাদিন আমরা কত ধরনের কাজ করে থাকি, তোমরা তা নিশ্চয়ই জানো। যেমন- শিক্ষার্থীরা বিদ্যলয়ে পড়াশুনা করে, অনেকেই বিভিন্ন ধরনের খেলাধুলা করে দিন কাটিয়ে দেয়, কেউ হয়তো মালামাল এবং যাত্রী পরিবহনের জন্য ট্রাক বা বাস চালান, গ্রামে কৃষক মাঠে ফসল ফলানোর জন্য জমি চাষ করেন, জেলেরা নদীতে মাছ ধরেন, শ্রমিকরা উৎপাদনের জন্য কারখানায় কাজ করেন, শিক্ষকবৃন্দ শ্রেণিকক্ষে শ্রেণিকার্যক্রার্য ম পরিচালনা করেন।

৩১ নং পৃষ্টার ছকের উত্তর

১. কৃষক
২. শিক্ষক
৩. চিকিৎসক
৪. দোকানদার
৫. জেলে
৬. হকার
৭. তাঁতি
৮. নার্স
৯. দরজি
১০. রাজমিস্ত্রী
১১. কাঠমিস্ত্রী
১২. চাকুরিজীবি।
১৩. খেলোয়াড়
১৪. ড্রাইভার
১৪. ব্যাবসায়ী
১৫. ব্যাংকার
১৬. বিনিয়োগকারী
১৭. লেখক
১৮. বিজ্ঞানী
১৯. ইঞ্জিনিয়ার
২০. সফটওয়্যার ডেভেলপার
২১. সেবিকা
২২. পরিচ্ছন্ন কর্মী

দৃশ্যপট - ১


বেশ কিছু দিন আগের কথা। গ্রামের হাটে চম্পার বড় ভাইয়ের একটি ছোট্ট দোকান ছিল। গ্রামের লোকজনের হাতে হাতে তখন মোবাইল ফোন ছিল না। ফোনে কথা বলার জন্য সবাই এই দোকানে লাইন দিত। তারা মোবাইলে এক মিনিট কথা বলার জন্য সাত টাকা করে দিত। রমরমা ব্যবসায় বেশ ভালোই চলছিল চম্পাদের পরিবার। কিন্তু বছর কয়েকের মধ্যেই সবার হাতে হাতে মোবাইল ফোন চলে এলো। তাতে চম্পার ভাইয়ের দোকানের আয় প্রায় বন্ধ হয়ে গেল।

খুব খারাপ অবস্থায় পড়ল চম্পারা। কোনো রকমে তাদের দিন কাটছিল। পাশের বাড়ির সামাদ এ রকম পরিস্থিতিতে চম্পার ভাইকে ইন্টারনেটের কথা বলল। সব শুনে দোকানে সে ইন্টারনেটের ব্যবসা শুরু করল। ধীরে ধীরে আবার তার দোকানে লাইন পড়ে গেল। এখন সে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনও করে। নতুন ব্যবসায় আবার ঘুরে দাঁড়াল চম্পার পরিবার। সুখের দিন ফিরে এলো তাদের ঘরে।


৩৫ নং পৃষ্টার ছকের উত্তর

প্রশ্ন: দিনবদলের সঙ্গে সঙ্গে চম্পার ভাইয়ের ব্যবসায় কী পরিবর্তন এলো?

উত্তর: দিনবদলের সঙ্গে সঙ্গে চম্পার ভাইয়ের ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে। আগে মোবাইল ফোনের ব্যবসা ছিল বর্তমানে ইন্টারনেট ব্যবসা শুরু করল।

প্রশ্ন: চম্পার ভাই কেন নতুন ব্যবসা শুরু করল?

উত্তর: প্রযুক্তিগত উন্নয়ন শিল্প বিপ্লব ও জনগনের চাহিদার উপর ভিত্তি করে চম্পার ভাই নতুন ব্যবসা শুরু করলো। পূর্বে মোবাইল ফোনের ব্যবসা ছিল বর্তমানে ইন্টারনেট ব্যবসায়ের মাধ্যমে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করেছে। যার ফলে আর্থিকভাবে স্বচ্ছল হয়েছে।

৬ষ্ঠ শ্রেণি জীবন ও জীবিকা ২য় অধ্যায় সমাধান - Class 6 Jibon O Jibika Chapter 2 Solution (PDF)2023

৩৭ নং পৃষ্টার ছকের উত্তর

ছক ২.২: পেশার মৌলিক দক্ষতা অনুসন্ধান
৬ষ্ঠ শ্রেণি জীবন ও জীবিকা ২য় অধ্যায় সমাধান - Class 6 Jibon O Jibika Chapter 2 Solution (PDF)2023

৩৮ নং পৃষ্টার ছকের উত্তর

কেস-১: সেরা রাঁধুনি রাশিদা খাতুন
৬ষ্ঠ শ্রেণি জীবন ও জীবিকা ২য় অধ্যায় সমাধান - Class 6 Jibon O Jibika Chapter 2 Solution (PDF)2023

৩৯ নং পৃষ্টার ছকের উত্তর

কেস ২: আমাদের বিধান দর্জি
৬ষ্ঠ শ্রেণি জীবন ও জীবিকা ২য় অধ্যায় সমাধান - Class 6 Jibon O Jibika Chapter 2 Solution (PDF)2023

৪০ নং পৃষ্টার ছকের উত্তর


৬ষ্ঠ শ্রেণি জীবন ও জীবিকা ২য় অধ্যায় সমাধান - Class 6 Jibon O Jibika Chapter 2 Solution (PDF)2023

৪২ নং পৃষ্টার ছকের উত্তর

স্বমূল্যায়ন
৬ষ্ঠ শ্রেণি জীবন ও জীবিকা ২য় অধ্যায় সমাধান - Class 6 Jibon O Jibika Chapter 2 Solution (PDF)2023

৪৩ নং পৃষ্টার ছকের উত্তর


৬ষ্ঠ শ্রেণি জীবন ও জীবিকা ২য় অধ্যায় সমাধান - Class 6 Jibon O Jibika Chapter 2 Solution (PDF)2023


উত্তরঃ-
১। বিভিন্ন পেশাজীবিদের সম্পর্কে জানা
২। সময়ের সাথে পেশা পরিবর্তনের ধারা পর্যবেক্ষণ
৩। প্রতিষ্ঠিত বিভিন্ন পেশাজীবীর কেসস্টাডি পর্যবেক্ষণ
৪। বিভিন্ন পেশার মৌলিক দক্ষতাসমূহ অন্বেষণ
৫ । কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা
৬। পেশার মৌলিক দক্ষতা অনুসন্ধান

সম্পূর্ণ অধ্যায়ের সমাধান নিচের দেওয়া পিডিএফ ফাইল থেকে দেখে নিন।



Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!