বাংলার ইতিহাস (১২০৪-১৭৬৫) বিগত সালের প্রশ্ন সমাধান অনার্স ২য় বর্ষ- History of Bengal (1204-1765)

Mofizur Rahman
0
বাংলার ইতিহাস (১২০৪-১৭৬৫) বিগত সালের প্রশ্ন সমাধান- History of Bengal (1204-1765) অনার্স ২য় বর্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়, বিএ (অনার্স) ২য় বর্ষ
ইতিহাস বিভাগ
বিষয় : বাংলার ইতিহাস (১২০৪-১৭৬৫ খ্রিঃ পর্যন্ত)
বিষয় কোড : ১৫৬৩
বিগত সালের প্রশ্ন ও উত্তর (অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)

বাংলার ইতিহাস (১২০৪-১৭৬৫) বিগত সালের প্রশ্ন সমাধান- History of Bengal (1204-1765) অনার্স ২য় বর্ষ

(toc)

বাংলার ইতিহাস (১২০৪-১৭৬৫ খ্রিঃ)

বিগত সালের প্রশ্ন সমাধান - ২০১১

(ক) 'তবাকাত-ই-নাসিরী' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তরঃ তবাকাত-ই-নাসিরী গ্রন্থটি মিনহাজ-ই-সিরাজ রচনা করেন।

(খ) বখতিয়ার খলজী কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ বখতিয়ার খলজী আফগানিস্তানের গরমণীর বা আধুনিক দস্ত-ই-মার্গে জন্মগ্রহণ করেন।

(গ) বখতিয়ার খলজীর নদীয়া জয়ের সময় বাংলার রাজা কে ছিলেন?
উত্তরঃ বখতিয়ার খলজীর নদীয়া জয়ের সময় বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন ।

(ঘ) বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন?
উত্তরঃ বাংলার সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খলজী প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন ।

(ঙ) “মালিক উশ-শারক" শব্দের অর্থ কি?
উত্তরঃ  “মালিক-উশ-শারক" শব্দের অর্থ পূর্বাঞ্চলের অধিপতি।

(চ) “বলগাকপুর" শব্দের অর্থ কি?
উত্তরঃ “বলগাপুর" শব্দের অর্থ গোলযোগপূর্ণ দেশ।

(ছ) "কিরান-উস-সাদাইন" কে রচনা করেন?
উত্তরঃ  “কিরান-উস-সাদাইন" রচনা করেন আমির খসরু।

জ) বাংলায় স্বাধীন সুলতানীর কে সূচনা করেন।
উত্তরঃ বাংলায় স্বাধীন সুলতানীর সূচনা করেন ফখরুদ্দিন মুবারক শাহ।

(ঝ) ইবনে বতুতার বাংলায় আগমনকালে বাংলার সুলতান কে ছিলেন?
উত্তরঃ ইবনে বতুতার বাংলায় আগমনকালে বাংলার সুলতান ছিলেন ফকরুদ্দীন মুবারক শাহ।

(ঞ) কোন গ্রন্থে ইলিয়াস শাহকে "শাহ-ই-বাঙ্গালাহ” নামে উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ “শাহ-ই-বাঙ্গালাহ" নামে ইলিয়াস শাহকে উল্লেখ করা হয়েছে তারিখ-ই-ফিরুজশাহী গ্রন্থে।

(ট) বাংলার কোন সুলতানের পারস্যের কবি হাফিজের সাথে যোগাযোগ ছিল?
উত্তরঃ বাংলার সুলতান গিয়াসউদ্দীন আযম শাহের পারস্যের কবি হাফিজের সাথে যোগাযোগ ছিল।

(ঠ) মা-হুয়ান কে ছিলেন?
উত্তরঃ মা-হুয়ান ছিলেন একজন চৈনিক পর্যটক যিনি প্রাচীন বাংলায় আগমনকারী প্রথম চৈনিক পর্যটক।

ড) “রিয়াজ-উস-সালাতীন' গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ “রিয়াজ-উস-সালাতীন' গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সেলিম।

ঢ) গৌড়ের “ছোট সোনা মসজিদ" কে নির্মাণ করেন?
উত্তরঃ গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন বাংলার সুলতান আলাউদ্দীন হোসেন শাহ।

(ণ) কৃষ্ণদাস কবিরাজ রচিত গ্রন্থটির নাম কি?
উত্তরঃ কৃষ্ণদাস কবিরাজ রচিত গ্রন্থটির নাম চৈতন্য চরিতামৃত।

(ত) ইয়ামীন আল-খিলাফত শব্দের অর্থ কি?
উত্তরঃ ইয়াসিন আল-খিলাফত শব্দের অর্থ-খিলাফতের/ সাম্রাজ্যের দক্ষিণ হস্ত।

(থ) সম্রাট হুমায়ুন কখন গৌড় দখল করেন এবং এর নাম কি রাখেন?
উত্তরঃ সম্রাট হুমায়ুন ১৫৩৮ সালে গৌড় দখল করেন। এবং এর নাম রাখেন জান্নাতাবাদ।

(দ) সুবাদার নিযুক্ত করতেন কে?
উত্তরঃ সুবাদার নিযুক্ত করতেন সম্রাট নিজে।

(ধ) বার ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর কে ছিলেন?
উত্তরঃ বার ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ছিলেন ঈসা খান।

(ন) সিরাজউদ্দৌলা কার দৌহিত্র ছিলেন?
উত্তরঃ সিরাজউদ্দৌলা নবাব আলিবর্দী খানের দৌহিত্র ছিলেন।

(প) বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তরঃ বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা।

(ফ) সুফিবাদের উৎস কি?
উত্তরঃ সুফিবাদের উৎস হলো কুরআন ও হাদীস।

ব) বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ প্রচারক কে ছিলেন?
উত্তরঃ বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ প্রচারক ছিলেন শ্রীচৈতন্য দেব।

(ভ) গুরু নানক কে ছিলেন?
উত্তরঃ গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক।

বিগত সালের প্রশ্ন সমাধান - ২০১২

(ক) আইন-ই-আকবরীর রচয়িতা কে?
উত্তরঃ আইন ই আকবরীর রচয়িতা আবুল ফজল।

খ) বাংলায় ইলিয়াসশাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ।

(গ) 'ভাঙা' কার উপাধী!
উত্তরঃ শামসুদ্দিন ইলিয়াস শাহের।

(খ) 'সনুজমর্দন' কার উপাধী?
উত্তরঃ দনুজমর্দন ছিল রাজা গণেশের উপাধি

(ঙ) আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ আলাউদ্দিন হুসেন শাহ এর রাজধানী ছিল একডালায়।

(চ) ইবনে বতুতা কে ছিলেন?
উত্তরঃ ইবনে বতুতা ছিলেন মরক্কোর একজন পরিব্রাজক।

(ছ) মানসিংহ কে ছিলেন?
উত্তরঃ মানসিংহ ছিলেন সম্রাট আকবরের সেনাপতি।

জ) ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন?
উত্তরঃ ইসলাম খান ১৬১০ সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন।

ঝ) মীর জুমলা কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তরঃ মীর জুমলা নারায়ণগঞ্জের নিকট খিজিরপুরে মারা যান।

(ঞ) বাংলার প্রথম নবাব কে ছিলেন?
উত্তরঃ বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদকুলী খান ।

(ট) কারা 'মগ' হিসেবে পরিচিত?
উত্তরঃ মগ নামে পরিচিতি ছিল আরাকান জলদস্যুরা।

(ঠ) পলাশী যুদ্ধের তারিখ লিখ ।
উত্তরঃ পলাশীর যুদ্ধের তারিখ হলো ১৭৫৭ সালের ২৩ জুন।


বিগত সালের প্রশ্ন সমাধান - ২০১৩

(ক) বখতিয়ার খলজী কখন বাংলা জয় করেন?
উত্তরঃ বখতিয়ার খলজি ১২০৪ সালে বাংলা জয় করেন।

(খ) তাবাকাৎ-ই-নাসিরী বিখ্যাত কেন?
উত্তরঃ বিভিন্ন শাসকগণের কথা তুলে ধরার জন্য তাবাকাত-ই-নাসিরী বিখ্যাত।

(গ) বাংলায় স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ বাংলায় স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ।

(ঘ) ইবনে বতুতা কখন বাংলা ভ্রমণ করেন?
উত্তরঃ ইবনে বতুতা ১৩৪৬ সালে বাংলায় ভ্রমণ করেন।

(ঙ) শাহ-ই-বাংলা কার উপাধি ছিল?
উত্তরঃ 'শাহ-ই-বাংলা' শামসউদ্দীন ইলিয়াস শাহের উপাধি।

(চ) রাজা গণেশ কে ছিলেন?
উত্তরঃ রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়া অঞ্চলের জমিদার ছিলেন।

(ছ) একডালা দুর্গ কোথায়?
উত্তরঃ পশ্চিম দিনাজপুর জেলার ধনজর পরগনাহ।

(জ) রাজমহলের যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তরঃ রাজমহলের যুদ্ধ ১৫৭৬ খ্রিঃ সংঘটিত হয়।

(ঝ) মীর জুমলা কে ছিলেন?
উত্তরঃ মীল জুমলা সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি ছিলেন।

(ঞ) মালজামিনী ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তরঃ মুর্শিদকুলী খান ।

(ট) অন্ধকূপ হত্যা কি?
উত্তরঃ হলওয়েল কর্তৃক সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গে ১২৩ জন ইংরেজকে হত্যার মিথ্যা প্রচার কাহিনী।

(ঠ) বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ বক্সারের যুদ্ধ ১৭৬৪ সালে সংঘটিত হয়।


বিগত সালের প্রশ্ন সমাধান - ২০১৪

(ক) কে প্রথম বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? খলজি।
উত্তরঃ ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বখতিয়ার

(খ) আইন-ই-আকবরীর রচয়িতা কে?
উত্তরঃ আবুল ফজল।

(গ) কোন ঐতিহাসিক তার গ্রন্থে ইলিয়াস শাহকে "শাহ-ই- বাঙ্গালাহ" নামে উল্লেখ করেছেন?
উত্তরঃ সাম্‌স-ই-সিরাজ আফিফ।

(ঘ) বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন?
উত্তরঃ গিয়াস উদ্দিন ইউয়াজ খলজী।

(ঙ) পাণ্ডুয়ার “আদিনা মসজিদ” কে নির্মাণ করেন?
উত্তরঃ পাণ্ডুয়ার “আদিনা মসজিদ” নির্মাণ করেন সিকান্দার শাহ।

(চ) “তৃণরাজ খান" কার উপাধি ছিল?
উত্তরঃ মালাধর বসু ।

(ছ) ঈশা খান কে ছিলেন?
উত্তরঃ ঈশা খান ছিলেন বার ভূঁইয়াদের প্রধান নেতা।

(জ) পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়?
উত্তরঃ ভাগীরথী নদীর তীরে।

(ঝ) নবাব মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন?
উত্তরঃ বিহারের মুঙ্গেরে।

(ঞ) মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবী কি ছিল?

(ট) বলগাকপুর শব্দের অর্থ কী?
উত্তরঃ “বলগাপুর" শব্দের অর্থ গোলযোগপূর্ণ দেশ।

ঠ) ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি প্রথম কত সালে বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করে?
 উত্তরঃ ১৬১২ খ্রি.


বিগত সালের প্রশ্ন সমাধান - ২০১৫

(ক) বখতিয়ার খলজীর বাংলা বিজয়ের সময় বাংলার রাজা কে ছিলেন?
উত্তরঃ বখতিয়ার খলজীর নদীয়া জয়ের সময় বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন।

(খ) ইবনে বতুতার ভ্রমণ বিষয়ক গ্রন্থটির নাম কি?
উত্তরঃ ইবনে বতুতার ভ্রমণ গ্রন্থের নাম রেহোলা।

(গ) শাহ্-ই-বাঙালা কার উপাধি ছিল?
উত্তরঃ 'শাহ-ই-বাংলা' শামসউদ্দীন ইলিয়াস শাহের উপাধি

(ঘ) কিরান-উস-সাদাইন গ্রন্থের লেখক কে?
উত্তরঃ আমির খসরু।

(ঙ) বাংলার কোন সুলতানের সাথে পারস্যের কবি হাফিজের যোগাযোগ ছিল?
উত্তরঃ সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ।

(চ) গৌড়ের "ছোট সোনা মসজিদ” কে নির্মাণ করেন?
উত্তরঃ গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন বাংলার সুলতান আলাউদ্দীন হোসেন শাহ।

(ছ) সম্রাট হুমায়ুন গৌড় দখল করে এর কি নাম রাখেন?
উত্তরঃ ১৫৩৮ সালে এবং নাম রাখেন জান্নাতাবাদ ।

জ) কোন সুলতান বৈষ্ণব ধর্মের পৃষ্ঠপোষকতা করেন?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ ।

(ঝ) অন্ধকূপ হত্যা কাহিনীর প্রচারক কে ছিলেন?
উত্তরঃ হলওয়েল ।

(ঞ) কোন সুবাদার ঢাকা নগরীর প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ সুবাদার ইসলাম খান ।

(ট) পরি বিবি কে ছিলেন?
উত্তরঃ সুবাদার শায়েস্তা খানের কন্যা ।

(ঠ) বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তরঃ বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা।


বিগত সালের প্রশ্ন সমাধান - ২০১৬

(ক) বখতিয়ার খলজী কোন অঞ্চলের মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন?
উত্তরঃ ঝাড়খণ্ডের পথ দিয়ে বাংলায় প্রবেশ করেছিলেন।

(খ) 'তাবাকাৎ-ই-নাসিরী' গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ তবাকাত-ই-নাসিরী গ্রন্থটি মিনহাজ-ই-সিরাজ রচনা করেন।

(গ) বাংলায় স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ বাংলায় স্বাধনি সুলতানীর সূচনা করেন ফখরুদ্দিন মুবারক শাহ।

(ঘ) বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন?
উত্তরঃ গিয়াস উদ্দিন ইউয়াজ খলজী।

ঙ) "আদিনা মসজিদ” কোথায় অবিস্থত?
উত্তরঃ পান্ডুয়া (কলকাতা)

চ) 'একডালা দূর্গ কোথায় অবস্থিত ছিল।
উত্তরঃ দিনাজপুর জেলার ধনজয় পরগনায়

(ছ) রাজমহলের যুদ্ধ কখন সংঘটিত হয়। পরগনায়
উত্তরঃ রাজমহলের যুদ্ধ ১৫৭৬ খ্রিঃ সংঘটিত হয়।

(জ) মালজামিনী প্রথা কে প্রবর্তন করেন?
উত্তরঃ মুর্শিদকুলী খান।

(ঝ) মীর জাফর কে ছিলেন?
উত্তরঃ সিরাজ উদ দৌলার প্রধান সেনাপতি।

(ঞ) নবাব মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন?
উত্তরঃ মুঙ্গের নামক স্থানে।

(ট) বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ বক্সারের যুদ্ধ ১৭৬৪ সালে সংঘটিত হয়।

(ঠ) ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করে?
উত্তরঃ ১৬১২ খ্রি.।

বিগত সালের প্রশ্ন সমাধান - ২০১৭

(ক) বখতিয়ার খলজী কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ আফগানিস্তানের গরমশির বা আধুনিক দশত-ই-মার্গে

(খ) রিয়াজ-উস-সালাতিন গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ “রিয়াজ-উস-সালাতীন' গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সেলিম।

(গ) ইবনে বতুতা কে ছিলেন?
উত্তরঃ ইবনে বতুতা ছিলেন মরক্কোর একজন পরিব্রাজক।

(ঘ) বলগাকপুর শব্দের অর্থ কি?
উত্তরঃ বিদ্রোহের নগরী।

(ঙ) রাজা গনেশ কোথাকার জমিদার ছিলেন?
উত্তরঃ দিনাজপুরের অন্তর্গত ভাতুরিয়ার।

(চ) ‘নৃপতি তিলক' কার উপাধি ছিল ?
উত্তরঃ 'নৃপতি তিলক' আলাউদ্দিন হোসেন শাহের উপাধি

(ছ) মা হয়েন কে ছিলেন?
উত্তরঃ মা-হুয়ান ছিলেন একজন চৈনিক পর্যটক যিনি প্রাচীন বাংলায় আগমনকারী প্রথম চৈনিক পর্যটক।

জ) পরিবিবির সমাধি সৌধ কোথায় অবস্থিত?
উত্তরঃ লালবাগ কেল্লায় ।

(ঝ) ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন?
উত্তরঃ ইসলাম খান ১৬১০ সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন।

(ঞ) পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ হল মাল। ১৭৫৭ সালে ২৩ জুন

(ট) মীর কাশিম কে ছিলেন?
উত্তরঃ মীর জাফরের জামাতা ছিলেন।

(ঠ) সুফীবাদ কী?
উত্তরঃ জাগতিক লোভ-লালসা, আনন্দ-উল্লাস, কর্মক্রোধ, ইত্যাদি প্রবৃত্তিকে দমন করে আত্মিক উন্নতি আত্মপরিশুদ্ধি ও স্রষ্টার ধ্যানে মগ্ন থাকার নামই হচ্ছে সূফিবাদ ।


বিগত সালের প্রশ্ন সমাধান - ২০১৮

(ক) লামা তারানাথ কে?
উত্তরঃ এক তিত্বতীয় দার্শনিক।

(খ) 'মনসা মঙ্গল' কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ মনসামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা বিপ্রদাস।

(গ) চৈতন্যদেব কে ছিলেন?
উত্তরঃ চৈতন্যদেব ছিলেন অসাধারণ একজন বিজ্ঞ সাধক ও সর্বাধিক প্রসিদ্ধ ভক্তিবাদের প্রচারক। তিনি বাংলার ধর্ম ও সমাজ জীবনে সুদূরপ্রসারী সংস্কার সাধন করেন।

(ঘ) 'তবাকাত-ই-নাসিরী' গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ তবাকাত-ই-নাসিরী গ্রন্থটি মিনহাজ-ই-সিরাজ রচনা করেন।

(ও) 'শাহ-ই-বাঙ্গালা' কার উপাধি ছিল?
উত্তরঃ 'শাহ-ই-বাঙ্গালা' ইলিয়াস শাহের উপাধি ছিল।

(চ) 'এক ডালা দুর্গ' কোথায় অবস্থিত ছিল?
উত্তরঃ পশ্চিম দিনাজপুর জেলার ধনজর পরগনায় অবস্থিত।

(ছ) 'গুণরাজ খান' কার উপাধি ছিল?
উত্তরঃ মালাধর বসু ।

(জ) মালজামিনী প্রথা কে প্রবর্তন করেন?
উত্তরঃ মালজামিনী প্রথা মুর্শিদকুলী খান প্রবর্তন করেন।

(ঝ) পরিবিবি কে ছিলেন?
উত্তরঃ সুবাদার শায়েস্তা খানের কন্যা। 

ঞ) হিমু কে ছিলেন?
উত্তরঃ আদিল শাহের সেনাপতি ছিলেন।

(ট) পাণ্ডুয়ার 'আদিনা মসজিদ' কে নির্মাণ করেন?
উত্তরঃ পাণ্ডুয়ার “আদিনা মসজিদ” নির্মাণ করেন সিকান্দার শাহ।

(ঠ) 'অন্ধকূপ হত্যা' কাহিনির প্রচারক কে ছিলেন?
উত্তরঃ হলওয়েল।


বিগত সালের প্রশ্ন সমাধান - ২০১৯

(ক) আইন-ই-আকবরীর of Ain-e-Akbari?) রচয়িতা কে? (Who is the writer
উত্তরঃ আবুল ফজল ।

(খ) গোলাম হোসেন সেলিম রচিত বিখ্যাত গ্রন্থের নাম কী? (What was the name of the famous book written by Golam Hossain Salim? )
উত্তরঃ গোলাম হোসেন সেলিম গ্রন্থের রচয়িতা "রিয়াজ- উস-সালাতীন'

(গ) বাংলার কোন সুলতান নৌবাহিনীর গোড়াপত্তন করেন? (Which Sultan of Bengal did introduce Naval force at first?)
উত্তরঃ গিয়াস উদ্দিন ইউয়াজ খলজী।

(ঘ) বাংলায় ইলিয়াসশাহী বংশের প্রতিষ্ঠাতা কে? (Who is the founder of II lyas Shahi dynasty?)
উত্তরঃ শামসউদ্দিন ইলিয়াস শাহ।

(ঙ) ইবনে বতুতার ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থের নাম কী? (What is the name of the travel story of Ibn Batuta?)
উত্তরঃ ইবনে বতুতার ভ্রমণ গ্রন্থের নাম রেহেলা।

(চ) মাহুয়ান কে ছিলেন? (Who was Mahuan?)
উত্তরঃ মা-হুয়ান ছিলেন একজন চৈনিক পর্যটক যিনি প্রাচীন বাংলায় আগমনকারী প্রথম চৈনিক পর্যটক।

ছ) 'কিরান আস সাদাইন' গ্রন্থের রচয়িতা কে? (Who was the author of 'Kiran-us-Sadaine'?)
উত্তরঃ "কিরান-উস-সাদাইন” রচনা করেন আমির খসরু।

জ) মানসিংহ কে ছিলেন? ( Who was Mansingha ?)
উত্তরঃ মানসিংহ ছিলেন সম্রাট আকবরের সেনাপতি। 

(ঝ) বাংলার প্রথম নবাব কে ছিলেন? (Who was the first Nawab of Bengal?)
উত্তরঃ মুর্শিদকুলী খান।

(ঞ) পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়? (On which bank of the river did the Battle of Palassy take place?)
উত্তরঃ ভাগীরথী নদীর তীরে।

(ট) কোন সুবাদার ঐতিহ্যবাহী ঢাকা নগরীর গোড়াপত্তন করেন? (Which Subahdar founded the Historical Dhaka City?)
উত্তরঃ সুবাদার ইসলাম খান

(ঠ) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কত খ্রিষ্টাব্দে বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেন? (When did the British East India Company first establish their commercial house in Bengal?)
উত্তরঃ ১৬ শত খ্রি.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close