Social Work Suggestions - সমাজকর্ম সাজেশন

Mofizur Rahman
0

Social Work Suggestions - সমাজকর্ম সাজেশন ২০২৩

অনার্স ১ম বর্ষ সাজেশন
বিষয়: সমাজ কর্ম
পার্ট বি এবং পার্ট সি
Social Work Suggestions For Honours 1st Year

Social Work Suggestions 1st Year,  suggestion social work 1st paper ,সমাজ কর্ম সাজেশন, সমাজ কর্ম কোন ধরনের বিজ্ঞান, সমাজকর্ম অনার্স ১ম বর্ষ সাজেসন

(toc)

Social Work (সমাজকর্ম)

বিভাগ - খ (সংক্ষিপ্ত প্রশ্ন)

অধ্যায়:- ১ ( সমাজ কর্ম ও অন্যান্য সামাজিক বিজ্ঞান )

  1. সমাজকর্মের দার্শনিক মূল্যবোধসমূহ আলোচনা কর
  2. সমাজকর্ম বলতে কী বুঝ? সমাজকর্মের বৈশিষ্ট্যসমূহ লিখ
  3. সমাজকর্ম বিজ্ঞান না কলা-তোমার মতের স্বপক্ষে যুক্তি দাও
  4. বাংলাদেশে সমাজ কর্মের বৈশিষ্ট্যসমূহ লিখ

অধ্যায়: ২ (সমাজ কর্মের বিবর্তন)

  1. ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন বলতে কী বুঝ? এবং এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
  2. বিভারিজ রিপোর্টের 'পঞ্চদৈত্য' সম্পর্কে আলোচনা কর।
  3. ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইনের গুরুত্ব লিখ।
  4. ১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা কী?

অধ্যায় :৩ (সমাজ সংস্কারক ও তাদের সংস্কার আন্দোলনসমূহ)

  1. সমাজ সংস্কার কাকে বলে?
  2. আলীগড় আন্দোলন বলতে কী বুঝ?আলীগড় আন্দোলননের উদ্দেশ্যসমূহ সংক্ষেপে লিখ
  3. বেগম রোকেয়ার পরিচয় দাও ।
  4. সমাজ সংস্কারে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা কর।

প্রধ্যায়ঃ ৪ (সামাজিক আইনসমূহ)

  1. সামাজিক আইন কাকে বলে? সামাজিক আইনের গুরুত্ব লিখ
  2. ১৯৮৫ সালের পারিবারিক অধ্যাদেশ আলোচনা কর। এবং এর কয়েকটি ধারা লিখ।
  3. শিশু কল্যাণ কাকে বলে? শিশু কল্যাণ আইনসমূহের স্বরূপ বর্ণনা কর।
  4. এসিড নিয়ন্ত্রণ আইন-২০০২ এর প্রধান ধারাসমূহ আলোচনা কর।

অধ্যায়ঃ ৫ (পেশা ও সমাজকর্ম)

  1. পেশা কাকে বলে?
  2. বাংলাদেশ সমাজকর্ম পেশা কাকে বলে?
  3. সমাজকর্ম দর্শন কাকে বলে?

অধ্যায়ঃ ৬ (শিল্প বিপ্লব ও কল্যাণ রাষ্ট্র)

  1. শিল্প বিপ্লব কাকে বলে? 
  2. শিল্পায়ন ও শহরায়ন/নগরায়ন কাকে বলে? এবং এদের পার্থক্য লিখ।
  3. কল্যাণ রাষ্ট্র কাকে বলে?কল্যাণ রাষ্ট্রের কার্যাবলী সংক্ষেপে লিখ।
  4. নগরায়নের প্রভাবসমূহ লিখ ।

অধ্যায়ঃ ৭ (সামাজিক সমস্যা ও সমাজসেবা)

  1. সামাজিক সমস্যা কাকে বলে? এবং বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর 
  2. কিশোর অপরাধ কাকে বলে?
  3. মাদকাসক্তি কাকে বলে? মাদকাসক্তির কারণসমূহ লিখ
  4. সমাজসেবার লক্ষ্য ও উদ্দেশ্য লিখ ।
  5. দারিদ্রের দুষ্ট চক্র কাকে বলে?
  6. বাংলাদেশে জনসংখ্যা স্ফীতির কারণসমূহ লিখ ।

অধ্যায়ঃ ৮ (সমাজকর্ম পদ্ধতি)

  1. সমাজকর্ম পদ্ধতি কাকে বলে?
  2. বাংলাদেশে সমাজ কর্ম পদ্ধতির গুরুত্বসমূহ লিখ ।
  3. সমষ্টি সংগঠণ কাকে বলে?
  4. সমাজকর্মের সহায়ক পদ্ধতিসমূহ আলোচনা কর ।
  5. সমষ্টি উন্নয়ন পদ্ধতি কী?
  6. দল সমাজকর্মের নীতিমালা আলোচনা কর।

বিভাগ -গ (রচনামূলক প্রশ্ন)

অধ্যায়:- ১ ( সমাজ কর্ম ও অন্যান্য সামাজিক বিজ্ঞান )

  1. সমাজকর্মের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
  2. সমাজকর্মের সাথে সমাজ বিজ্ঞান অথবা অর্থনীতির সম্পর্ক আলোচনা কর।
  3. মনোবিজ্ঞান কী? সমাজকর্মীদের জন্য মনোবিজ্ঞানের জ্ঞান আবশ্যক কেন?

অধ্যায়:- ২ (সমাজ কর্মের বিবর্তন)

  1. ইংল্যান্ডের ১৬০১ সালের দরিদ্র আইনের ঐতিহাসিক পটভূমি ও এ আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
  2. ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইনের ও সুপারিশ উল্লেখপূর্বক এ আইনের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো আলোচনা কর।

অধ্যায়:-৩ (সমাজ সংস্কারক ও তাদের সংস্কার আন্দোলনসমূহ)

  1. সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর।
  2. সমাজ সংস্কারে শেরে বাংলা এ.কে. ফজলুল হকের অবদান আলোচনা কর।

অধ্যায়:- ৪ (সামাজিক আইনসমূহ)

  1. নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ধারাসমূহ এবং নারী নির্যাতন দূরীকরণে বাংলাদেশ সরকারের গৃহীত ব্যবস্থাবলী মূল্যায়ন কর।
  2. বাংলাদেশে প্রচলিত শিশু ও নারীকল্যাণ আইনসমূহ সংক্ষেপে। আলোচনা কর।

অধ্যায়: ৫ (পেশা ও সমাজকর্ম)

  1. বাংলাদেশের সমাজকর্মের পেশাগত প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
  2. পেশাদার সমাজকর্মের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর।
  3. পেশা কী? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।

অধ্যায়: ৬ (শিল্প বিপ্লব ও কল্যাণ রাষ্ট্র)

  1. কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ লিখ। তুমি কি মনে কর যে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
  2. শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সামাজিক সমস্যাসমূহ লিখ।
  3. সমাজ জীবনে শিল্প বিপ্লবের প্রভাব ব্যাখ্যা কর। শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট সামাজিক সমস্যাসমূহ লিখ

অধ্যায়: ৭ (সামাজিক সমস্যা ও সমাজসেবা)

  1. বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা কর্মসূচির বিবরণ দাও।
  2. দারিদ্র দূর করার উপায়সমূহ লিখ । দারিদ্র নিরসনে সমাজকর্মীর ভূমিকা লিখ।
  3. সামাজিক সমস্যার প্রকৃতি ও বৈশিষ্ট্যসমূহ লিখ।
  4. মাদকাসক্তি কী? বাংলাদেশে মাদকাসক্তির কারণ ও প্রতিকার বর্ণনা কর।

অধ্যায়: ৮ (সমাজকর্ম পদ্ধতি)

  1. “সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিনটি পরস্পর সম্পর্কযুক্ত” আলোচনা কর।
  2. সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজ কর্মের নীতিমালা আলোচনা কর।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
close