ভৌগোলিক উপনাম
১. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশ?
উঃ আফ্রিকা মহাদেশকে।
২. আগুনের দ্বীপ কোন দেশকে?
উঃ আইসল্যান্ড ।
৩. ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে?
উঃ তুরস্ক ।
৪. ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে?
উঃ সুইজারল্যান্ড।
৫. ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশকে?
উঃ বেলজিয়াম।
৬. বজ্রপাতের দেশ বলা হয়?
উঃ ভুটান ।
৭. সোনালী তোরণের শহর কোন শহরকে?
উঃ সানফ্রান্সিসকো।
৮. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
উঃ বেলজিয়াম।
৯. স্কাই স্ক্রাপার্সের শহর বলা হয় কোন শহর কে?
উঃ নিউইয়র্ক।
১০. ব্রিটেনের বাগান বলা হয় কোনটি কে?
উঃ কেন্ট।
১১. মসজিদের শহর বলা হয় কোন শহর কে?
উঃ ঢাকা।
১২. সাদা শহর বলা হয় কোন শহর কে?
উঃ বেলগ্রেড।
১৩ মুক্তার দেশ বলা হয় কোন দেশকে?
উঃ কিউবা।
১৪. বাতাসের শহর বলা হয় কোন শহর কে?
উঃ শিকাগো।
১৫. হাজার হৃদের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ ফিনল্যান্ড।
১৬. উত্তরের ভেনিস বলা হয় কোন শহর কে?
উ: স্টকহোম।
১৭. উদ্যানের শহর বলা হয় কোন শহর কে?
উঃ শিকাগো।
১৮. ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে?
উঃ অস্ট্রেলিয়া।
১৯. গোলাপী শহর বলা হয় কোন শহর কে?
উঃ জয়পুর, রাজস্থান।
২০. গ্রানাইটের শহর বলা হয় কোন শহর কে?
উঃ এবারডিন।
২১. চির বসন্তের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ কুইটো।
২২. চির শান্তির শহর বলা হয় কোন শহর কে?
উঃ রোম।
২৩. চির সবুজের দেশ নামে পরিচিত?
উঃ নাটাল।
২৪. চীনের দুঃখ বলা হয় কোন নদী কে?
উঃ হোয়াংহো।
২৫. জাঁকজমকের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ নিউইয়র্ক।
২৬. দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশকে?
উঃ নিউজিল্যান্ড।
২৭. দক্ষিণের ভারতের উদ্যান বলা হয়?
উঃ তাঞ্জোর।
২৮. দক্ষিণের রানী বলা হয় কোন শহর কে?
উঃ সিডনী।
২৯. দ্বীপের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ ভেনিস।
৩০. দ্বীপের মহাদেশ বলা হয় কোন মহাদেশকে?
উঃ ওশেনিয়া।
৩১. নিশ্চুপ সড়ক শহর বলা হয় কোন শহর কে?
উঃ ভেনিস।
৩২. নিষিদ্ধ শহর বলা হয় কোন শহর কে?
উঃ লাসা।
৩৩. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ নরওয়ে।
৩৪. নীরব শহর বলা হয় কোন শহর কে?
উঃ রোম।
৩৫. চীনের নীল নদ নামে পরিচিত?
উঃ ইয়াং সি কিয়াং।
৩৬. নীল নদের দান বলা হয় কোন শহর কে?
উঃ মিশর।
৩৭. অনামিকা নামের রহস্য কী?
উঃ উপন্যাস (Read pdf)।
৩৮. নীল নদের দেশ নামে পরিচিত কোন দেশ?
উঃ মিশর।
৩৯. পঞ্চনদের দেশ বলা হয় কোন শহরকে কে?
উঃ পাঞ্জাব।
৪০. ২০২২ সাল – কাতার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ।
৪১. ২০২৩ সাল – ১৩ তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে।
৪৩. ২০২৪ সাল – ৩৩ তম গ্রীষ্ণকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে।
৪৪. ২০২৬ সাল – ২৩ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ।
৪৫. ২০২৮ সাল – ৩৪ তম অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে৷
৪৬. ২০৩০ সাল – ২৪ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলিতে ৷
৪৭. ২০৪৭ সাল -- হংকং - এ চীনের দ্বৈতনীতির মেয়াদ সমাপ্ত হবে৷
৪৮. ২০৬২ সাল -- ৭৬ বছর পর হ্যালির ধূমকেতু দেখা যাবে৷
৪৯. ভারতের নতুন রাষ্ট্রপতি (১৫তম ) নির্বাচিতঃ
আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের দ্রৌপদী মুরমু
৫০. শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
৫১. বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে
দ্রুততম মানবী হলো - ‘শেলি অ্যান ফ্রেজার’ (জ্যামাইকা)।
দ্রুততম মানব হয়েছেন যুক্তরাষ্ট্রের - ফ্রেড কার্লি।
৫২. ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনের হাংজু শহরে
(২৩সেপ্টেম্বর - ৮অক্টোবর,২০২৩)
৫৩. বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পাচ্ছে - পররাষ্ট্র মন্ত্রণালয়।
৫৪. বর্তমানে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.৫৬%।
সূত্র : বিবিএস
৫৫. জিডিপি ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ (৩৯৭ বিলিয়ন)।
দক্ষিণ এশিয়ায় ১ম - ভারত; ২য় - বাংলাদেশ।
৫৬. বিশ্ব অর্থনীতিতে...
১ম - যুক্তরাষ্ট্র (২৫.৩ ট্রিলিয়ন)
২য় - চীন (১৯.৯ ট্রিলিয়ন)
৩য় - জাপান (৪.৯ ট্রিলিয়ন)
৪র্থ - জার্মানি (৪.৩ ট্রিলিয়ন)
৫ম - যুক্তরাজ্য (৩.৪ ট্রিলিয়ন)
সূত্রঃ কানাডাভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ভিজুয়াল ক্যাপিটালিস্ট আইএমএফের তথ্যের আলোকে করা জরিপ।
৫৭. বিশ্বের শক্তিশালী পাসপোর্ট এর তালিকার শীর্ষে - জাপান।✰ বাংলাদেশ - ১০৪তম।
৫৮. "World Peace Index - 2022"
First - Iceland
Last - Afghanistan
Bangladesh - 96th
৫৯. ‘চাল’ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ অবস্থান তৃতীয়।
( শীর্ষ দেশ - চীন)
সাম্প্রতিক বিষয়াবলি
৬০. দেশের ৪র্থ ভৌগোলিক নির্দেশক পণ্য- মসলিন
৬১. বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক পণ্য - ৪টি
৬২. দেশের ২য় স্যাটেলাইট (বঙ্গবন্ধু স্যাটেলাইট-২) উৎক্ষেপণ করা হবে- ২০২৩ সালে
৬৩. 'বঙ্গবন্ধু নৌকা জাদুঘর ' অবস্থিত- বরগুনা
৬৪. ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল- জুলাই'২০২১-জুন'২০২৫
৬৫. যে সালের পরিসংখ্যান আইন অনুযায়ী 'আদমশুমারী ও গৃহগণনা'-এর নাম পরিবর্তন করে 'জনশুমারি ও গৃহগণনা' করা হয়- ২০১৩
৬৬. পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয়- ২২ জানুয়ারি, ২০২১
৬৭. জিডিপি'র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ- যুক্তরাষ্ট্র
৬৮. জিডিপির ভিত্তিতে বাংলাদেশের বর্তমান অবস্থান -৪১তম
৬৯. ' Covisheild' টিকা দিয়ে বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচী উদ্বোধন করা হয়- ২৭ জানুয়ারি, ২০২১
৭০. ৬ষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে- বাংলাদেশে
৭১. বঙ্গবন্ধু মান মন্দির - ফরিদপুর
৭২. বিপ (BiP)- তুরস্ক ভিত্তিক messaging app
৭৩. মার্কিন কংগ্রেস ভবনের নাম- ক্যাপিটাল
৭৪. ২০২০সালে যে দেশ দারিদ্র্যমুক্ত হওয়ার ঘোষণা দেয়- চীন
৭৫. মুজিববর্ষের বর্ধিত সময়কাল - ১৭মার্চ ২০২০- ১৬ ডিসেম্বর ২০২১
৭৬. ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা - ৪০০জন
৭৭. বঙ্গবন্ধু মেডিকেল কলেজ - সুনামগঞ্জ
৭৮. পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান( ৪১তম) ১২নং ও ১৩নং পিলারের উপর বসানো হয়- ১০ ডিসেম্বর ২০২০
৭৯. পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের বর্তমান উচ্চতা- ৮,৮৪৮.৮৬ মিটার
৮০. ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার নাম- টোজিনামিরান
৮১. মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ- নরওয়ে
৮২. মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ - ১৩৩তম
৮৩. গড় আয়ুতে শীর্ষ দেশ- হংকং
৮৪. মাথাপিছু আয়ে শীর্ষ দেশ- লিশটেনস্টাইন
৮৫. UNESCO কর্তৃক প্রবর্তিত ' বঙ্গবন্ধু পুরস্কার ' এর অর্থমূল্য - ৫০ হাজার মার্কিন ডলার
৮৬. ২০২০সালের বর্ষসেরা ফুটবলার - রবার্ট লেভানডফস্কি
৮৭. ২০২০সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ- আফগানিস্তান
৮৮. ৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ যে দেশের সাথে ১ম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে - ভুটান
৮৯. বাংলাদেশের যে নদীকে 'বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ' ঘোষণা করা হয়েছে - হালদা নদী
৯০. দীর্ঘ ৫৫বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয়- ১৭ ডিসেম্বর ২০২০
৯১. প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু'র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- ২৯ ডিসেম্বর ২০২০
৯২. । বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪টি নতুন উড়োজাহাজের নাম- ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা, হংসমিথুন
৯৩. ভাসানচর - হাতিয়া, নোয়াখালী
৯৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট - পোর্ট লুইস, মরিশাস
৯৫. দেশের ৩য় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে- কক্সবাজার
৯৬. মানব উন্নয়ন প্রতিবেদন'২০২০ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয়- ৪,৯৭৬ মার্কিন ডলার
৯৭. মানব উন্নয়ন প্রতিবেদন '২০২০ অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ গড় আয়ু- মালদ্বীপ
৯৮. দেশের ১ম গভীর সমুদ্র বন্দর - মাতারবাড়ি সমুদ্র বন্দর, মহেশখালী, কক্সবাজার।
৯৯. যে দেশের অর্থায়নে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে - জাপান
১০০. বঙ্গবন্ধুর ১ম তর্জনী ভাস্কর্য 'মুক্তির ডাক' - নরসিংদী
১০১. ব্রাজিল এর যে বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' চেয়ার প্রতিষ্ঠা করা হবে - University of Brasilia
১০২. শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লি নির্মাণ করা হবে - জামালপুর
১০৩. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা'২০২০ অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষ্কাল- ৭২.৬ বছর
১০৪. অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুসারে দেশের স্বাক্ষরতার হার- ৭৪.৪%
১০৫. অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী দারিদ্র্যের হার - ২০.৫%
১০৬. আজারবাইজান আর্মেনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়- ৯ নভেম্বর ২০২০
১০৭. ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট - জো বাইডেন [তিনি 'ডেলাওয়ার' অঙ্গরাজ্য থেকে এসেছেন। ]
১০৮. বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে - ২০ সেপ্টেম্বর ২০১৭
১০৮. ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে - ৩য়
১০৯. বিশ্বের ১৪৮টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে।
১১০. বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার ' প্রতিষ্ঠা করা হয়- সাসকাচিওয়ান বিশ্ববিদ্যালয়, কানাডা।
১১১. বাংলাদেশের ১ম স্পোর্টস চ্যানেল- টি-স্পোর্টস
১১২. আফ্রিকা মহাদেশের যে দেশে রাশিয়া নৌ-ঘাঁটি করতে যাচ্ছে - সুদান
১১৩. যুক্তরাষ্ট্রের ১ম নারী কৃষাঙ্গ ভাইস প্রেসিডেন্ট - ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস
১১৪. দেশের ১ম ভূতাত্ত্বিক জাদুঘর - জাফলং, সিলেট
১১৫. বঙ্গবন্ধু সামরিক জাদুঘর - বিজয় সরণী, ঢাকা।
১১৬. ধর্ষণের সর্বোচ্চ শাস্তি - মৃত্যুদণ্ড
১১৭. 'সুখ সাগর' পেয়াজের নতুন জাত।
১১৮. জাতীয় ঐতিহাসিক দিবস- ৭ মার্চ (২০২১ সাল থেকে পালিত হবে]
১১৯. প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চল ' নিউ ক্যালিডোনিয়া' যে দেশের অন্তর্ভুক্ত - ফ্রান্স
১২০. 'বাসমতি' সংস্কৃত ভাষার শব্দ।
১২১. যুক্তরাষ্ট্র ১ম দেশ হিসেবে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
১২২. ২০২১ সালে ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - কিগালি, রুয়ান্ডা
১২৩. বঙ্গবন্ধুর রচিত 'অসমাপ্ত আত্মজীবনী ' গ্রন্থের নামকরণ করেন - শেখ রেহেনা
১২৪. 'অসমাপ্ত আত্মজীবনী'র ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়- ৭ অক্টোবর ২০২০
১২৫. 'অসমাপ্ত আত্মজীবনী'র ব্রেইল সংস্করণ প্রকাশ করে - সমাজকল্যাণ মন্ত্রণালয়
১২৬. ২০২০সালে কতজন ব্যক্তি নোবেল পুরষ্কার লাভ করেন- ১১জন
১২৭. ২০২০সালে সাহিত্যে নোবেল পুরষ্কার পান- যুক্তরাষ্ট্রের লুইস এলিজাবেথ গ্লাক
১২৮. ২০২০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে - বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)
১২৯. পাদুকা উৎপাদনে শীর্ষ দেশ- চীন
১৩০. চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা - সাতক্ষীরা
১৩১. ইলিশ মাছ উৎপাদনে শীর্ষ জেলা - ভোলা
১৩২. ক্যকপ্রাং ঝর্ণা - রাঙামাটি
১৩৩. দেশে মোট ফসলি জমির পরিমাণ - ১,৫৪,৮৮,২৫৯ হেক্টর
১৩৪. আর্টসখ প্রজাতন্ত্রের রাজধানী - স্তেপানক
মাশাআল্লাহ
ReplyDelete